রসুন আমরা সবাই ই চিনি। আর বাঙালিদের প্রিয় এই রসুন সমন্ধে সবাইকে জানিয়ে দিব। আর রসুনের কিছু বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন। আপনারা রসুন খাওয়ার বিশেষ গুনাগুন এবং রসুন খাওয়ার সঠিক সময়।
রসুন
রসুন একটি বিশেষ ফল। যা মসলা হিসেবে বিবেচিত। এই রসুন মাটির নিচে হয়, তাই এই রসুনকে গাছের মুল হিসেবেও ধরা হয়। তবে এটি মুলত মাটির নিচে হওয়া একটি মশলা ফল।
এই রসুন নামক মশলার রয়েছে অনেক গুন। এটি যখন মশলা হিসেবে ব্যবহার করা হয়, তখন ও এটি আমাদের খাবারের জন্য স্বাদ বাড়িয়ে তোলে। একই সাথে এটি আমাদের পাকস্থলিতে পরিপাকের জন্য উপকারী উপাদান উৎপন্ন করে।
আর এই রসুন কাচা অবস্থায় ও বেশ কিছুটা উপকারী হয়। তাই আজ আমরা রসুনের বিশেষ সকল উপাদান সমুহ সমন্ধে জেনে নেই। রসুনে থাকা রাসায়নিক দৃষ্টিকোনে যে সকল উপাদন থাকেঃ
- অ্যালিসিন
- ভিটামিন ও খনিজ
- সালফার যৌগ
- অ্যান্টিঅক্সিডেন্ট
- ফাইটোনিউট্রিয়েন্টস
রসুনের উপকারিতা
রসুনের সাধারন যে সকল উপকারী থাকে, সেই সকল উপকরিতার মধ্যে যা কিছু আছে, সেগুলোর মধ্যে এখানে সুধু উপদান সমন্ধে জানাবো। আর নিচের অংশের মধ্যে পেয়ে জাবেন।
রসুনে সাধারন ভাবে যে সকল উপাদান পাওয়া যায়, এবং এই উপাদানের উপকরিতা সহ দেওয়া হলোঃ
অ্যালিসিন রাসায়নিক নামকরন করা রসুনের বিদ্যমান যৌগ,অ্যালিসিন এর তীব্র গন্ধ ও স্বাস্থ্য উপকারিতার অন্যতম একটি মাধ্যম। অ্যালিসিন ব্যাকটেরিয়া(জীবানু),ভাইরাস সহ ইত্যাদি রোগের জীবানুর বংসবিস্তার ও ক্ষতিকর প্রভাবের প্রতিরোধে কাজ করে।
রসুনে ভিটামিন বি,ভিটামিন সি,ম্যাঙ্গানিজ,কপার ও সেলেনিয়ামের মতো পুষ্টি উপাদান রয়েছে। যা মানব দেহের জন্য অত্যান্ত উপকারী হয়ে থাকে।
রসুনে বিদ্যমান সালফার যৌগ রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। যা প্রেশার বা রক্তচাপের জন্য এটি কার্যকরী।
রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা দেহের বিভিন্ন কোষের ক্ষতি প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, একই সাথে শরিরকে দির্ঘ সময় সতেজ রাখে। এবং এতে ফাইটোনিউট্রিয়েন্টস থাকে, যা প্রদাহ কমাতে এবং ক্যানসার থেকে বাচাতে সহায়তা করে।
রসুন খাওয়ার উপকারিতা
রসুন খাওয়ার ফলে মানবদেহে যে সকল বিশেষ উপকরিতা প্রভাব করে। তার সংক্ষিপ্ত তালিকা হলোঃ
- হৃদরোগের ঝুঁকি কমায়।
- রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
- কোলেস্টেরল কমায়।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- হজমশক্তি উন্নত করে।
- ক্যানসার প্রতিরোধে সহায়ক।
- প্রদাহ কমায়।
- ঠান্ডা ও সর্দি প্রতিরোধ করে।
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।
- বিষাক্ত পদার্থ দূর করতে সহায়ক।
কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা
উপরে আমরা রসুনের বিশেষ সকল উপাদান সমন্ধে জানিয়ে দিয়েছি। তবে এখানে আপনাদের জন্য শুধু মাত্র কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা সমন্ধে জানাবো। যদিও রসুন তাপের কারনে ফুটে গেলে তার ভেতরে থাকা ক্ষতিকর প্রভাবগুলো কেটে যায়।
তাই কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা সমন্ধে জেনে নিতে হবে। আর এগুলো জেনেই এই কাঁচা রসুন খাওয়া যাবে।
কাঁচা রসুন খাওয়ার উপকারিতা
- হৃদরোগ প্রতিরোধ
- ডায়াবেটিস নিয়ন্ত্রণ
- প্রদাহ কমানো
- ডিটক্সিফিকেশন
- হজম শক্তি উন্নত
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
- ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধ করে
- রক্ত সঞ্চালন উন্নত করে এবং কোলেস্টেরল কমায়
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে
- অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ রয়েছে
- গ্যাস্ট্রিক ও হজম সমস্যার সমাধানে কার্যকর
- শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে
- ত্বক ও চুলের জন্য উপকারী
- সংক্রমণ প্রতিরোধ করে এবং চুলের বৃদ্ধি বাড়ায়
কাঁচা রসুন খেলে কি ক্ষতি হয়
- অতিরিক্ত খেলে গ্যাস
- অ্যাসিডিটি বা বদহজম হতে পারে।
- মুখে তীব্র গন্ধ দীর্ঘস্থায়ী হতে পারে।
- কিছু মানুষের চুলকানি বা ত্বকের অ্যালার্জি হতে পারে।
- রক্ত পাতলা করার ওষুধের সঙ্গে কাঁচা রসুন খাওয়া বিপজ্জনক হতে পারে।
- অতিরিক্ত রসুন খাওয়া মাথাব্যথা সৃষ্টির কারন হতে পারে।
- ডায়রিয়া বা বমির সম্ভাবনা থাকে।
- গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত রসুন খাওয়া ক্ষতিকর হতে পারে।
- অনাঙ্কাঙ্খিত পেটে ব্যাথা হতে পারে।
রসুন খাওয়ার নিয়ম
রসুন সাধারন ভাবে কয়েকটি উপায়ে খাওয়া যায়। এই যে কোন ধরনের উপায়ে খাওয়া হলেই সেটি দেহের জন্য অত্যান্ত উপকারী হয়। তাই আপনি যে কোন ধরনের উপায়েই এই রসুন খেতে পারেন।
সেই সাথে যে সকল উপায়ে রসুন খাওয়া যায়, তার মধ্যে তন্যতম হলোঃ
১. কাঁচা রসুন খাওয়া। ২. রান্নার জন্য মশলা হিসেবে খাওয়া। ৩. আচার তৈরি করে খেতে পারেন।
কাঁচা রসুন খাওয়ার নিয়ম
- খালি পেটে কাঁচা রসুন খাওয়া
- রসুন চিবিয়ে কাঁচা রসুন খাওয়া
- দৈনিক ১-২ কোয়া কাঁচা রসুন খেতে পারেন
- কাঁচা রসুনের তীব্র গন্ধ এড়াতে এটি দুধ, মধু, বা লেবুর রসের সঙ্গে মিশিয়ে খেতে পারেন
- গড়ম পানি বা গড়ম দুধ খাওয়ার ফলেও দুর্গন্ধ দূর হয়
- সালাদ বা অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে কাঁচা রসুন খেতে পারেন
- কাঁচা রসুনে অ্যালিসিন থাকে, যা রান্নার সময় নষ্ট হয়ে যায়
রসুন খাওয়ার নিয়ম রান্না করে খাওয়া
- কাঁচা রসুনে অ্যালিসিন থাকে, যা রান্নার সময় নষ্ট হয়ে যায়
- রান্না করে মশলার ন্যায়ে রসুন খেতে পারেন
- সিদ্ধ করে খেতে পারেন
প্রাপ্ত বয়স্কদের জন্য রসুনের উপকরিতা
প্রাপ্ত বয়স্কদের জন্য রসুন খুবই উপকরি। এই রসুনের বিশেষ গুনাগুন রক্ত চলাচলকে পর্যাপ্ত করে। বি-র্যকে ঘন করে, ফলে অধিক সময় মিলন করা সম্ভব হয়। আরো বেশ কিছু উপকরিতা থাকে।
উপসংহার
আশা করি এই পোস্টে থাকা সকল তথ্য থেকে আপনি পর্যাপ্ত তথ্য পেয়ে জাবেন। তাই আপনি আপনার কোন প্রশ্ন থাকলে সেটি কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আমাদের সাস্থ বিষয়ক সকল তথ্য পেতে আপনারা আমাদের ওয়াটস্যাপে ফলো করে রাখতে পারেন। আর এই সাইটের নটিফেকেশন ও চালু করে রাখতে পারেন।