চিয়া সিড যেমন বিশেষ ভাবে উপকারী, তেমন আবার ক্ষতির দিকেও পটু। আজ আমরা এই উপকারী চিয়া সিডের ক্ষতিকর বিষয় সমন্ধে জানতে চলেছি। সেই সাথে শীতের সিজনে তো আরো বেশি ক্ষতিকরে, সেগুলো কি কি।
চিয়া সিড খাওয়ার উপকরিতা
যেহেতু এটি খান, তাই তার বিশেষ কার্যকরিতা সমন্ধেও জানিয়ে রাখা ভালো। চিয়া সিড সাধারনত কয়েকটি কাজে আমাদের শরিরে উপকারী হয়ে থাকে। সেগুলোর তালিকা
- ওজন কমায়
- শক্তি বাড়ায়
- বীর্য বা কিট বাড়ায়
- মস্তিস্ক ঠান্ডা রাখে
- শরির ঠান্ডা ও সুস্থ রাখে
আরো কয়েক ভাবে চিয়া সিড আমাদের শরিরের জন্য উপকারী হয়ে থাকে। কিন্তু সেই সাথে আবার অঅনেক অনেক ক্ষতির ও কারন হয়।
চিয়া সিড খাওয়ার অপকরিতা
উপকারের সাথে আবার কিছুটা ক্ষতিকর ও হয়ে থাকে সকল বস্তু। আজ চিয়া সিড সমন্ধে ক্ষতির কারনগুলো জানবো।
সাধারনত পরিমান মতো চিয়া সিড খেলে উপরের দেওয়া উপকারগুলো পাবেন। তবে অতিরিক্ত মাত্রায় চিয়া সিড খেলে শরিরে প্রচুর পরিমানে ফাইবার প্রবেশ করে, যা পরবর্তিতে পেটে ব্যাথা তৈরি করতে পারে। সেই সাথে অতিরিক্ত ওজন কমে যাওয়া থেকে স্তনে ক্যন্সারের মতো রেগের জন্ম দেয়।
শীতকালে চিয়া সিড খেলে বিশেষ ক্ষতি কি
মাত্রা মেনে চিয়া সিড খেলে যে সকল উপকার পাবেন, সেগুলো তো উপরে জেনেই গেছেন। আর মাত্রা ছাড়িয়ে গেলে কি কি ক্ষতি তাও জেনে গেছেন।
কিন্তু বিশেষ এই শীতের সিজনে আপনি মাত্রা মেনে চিয়া সিড খেলেও হবে পারে সমস্যার কারন। যেহেতু চিয়া সিড শরিরকে ঠান্ডা রাখে, তাই এটি দিনের গড়ম ভাগে খাওয়া ই উত্তম। সেই সাথে শীতকালে এটি এড়িয়ে চলা ভালো। কারন শীতকালে এটি আপনার শরীরে অতিরিক্ত ঠান্ডা করে, জ্বর, কাশি সহ ইত্যাদি রোগের জন্ম দিতে পারে।
এবং আপনার শীররে প্রচন্ড শীতল করে রাখতে পারে। সেই সাথে নাক দিয়ে পানি পরা, মাথা ব্যাথা বা আরো ঠান্ডা জনিত রোগ দেখা দিতে পারে।
শেষ কথা
যত উপকারী, সেটা সঠিক ব্যবহার না করতে পারলে ততটাই ক্ষতির কারন হবে। তাই আমাদের উচিৎ সকল বস্তুর ই সঠিক ব্যবহার করা।
আমরা প্রতিনিয়ত ই স্বাস্থ বিষয়ক সকল প্রকারের তথ্য শেয়ার করি। সেই সাথে আরো সকল আপডেট পেতে আমাদের নটিফেকেশন চালু করে রাখতে পারেন, এবং নিচের হোয়াটসঅ্যাপেও ফলো করে রাখতে পারেন।