বঙ্গবসাগরে আবারো একটি লঘু চাপের সৃষ্টি হয়েছে। তাই আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে , আবারো ঘুর্নিঝড়ের দেখা মিলতে পারে বাংলাদেশের কিছু স্থানে।
আগামীকালের আবহাওয়া বাংলাদেশ নিয়ে আমরা আমাদের সকল আপডাট জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি আবহাওয়া সমন্ধে প্রতিদিনের সকল আপডেট পেতে চাইলে আমাদের গুগল নিউসে ফলো করে রাখুন এবং আমাদের এই সাইটের নটিফেকেশন চালু করে রাখুন।
সাগরে লঘু চাপ সৃষ্টি হয়েছে , তাই আবহাওয়া অফিস থেকে ঘুর্নিঝড়ের আভাস দিয়েছে। আবহাওয়া অফিস বলেছে আগামী মঙ্গলবার পর্যন্ত লঘুচাপটি আরো বেড়ে গিয়ে ঘুর্নিঝড়ের আকার ধারন করতে পারে।
তবে এই ঝড় বাংলাদেশের উুপকূলের উপর প্ররভাব ফেলবে কি না তা, এখনো স্পষ্ট করেনি আবহাওয়া অফিস। চলিত বছরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই এবছরের এই বিষয়ে আবহাওয়া অফিস থেকে অনেক কিছু বলেছে।
বাংলা ভোর এই অনলাইন পত্রিকায় আমরা বন্যা আসার পুর্বাভাস সহ সকল আবহাওয়া সংবাদ শেয়ার করেছি। সেই সাথে এই ঘুর্নিঝড়ের বিষয়েও আগে থেকেই জানানোর চেষ্টা করে যাচ্ছি।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, কয়েকদিন বৃষ্টির পরে গত রোববার থেকে বৃষ্টি অনেকটাই কমে গেছে। আবহাওয়া অধিদপ্তরের ৫১ টি স্টেশনের মধ্যে গত ২৪ ঘন্টায় মাত্র ২ টি স্টেশনে বৃষ্টির সংবাদ জানিয়েছে।