বাংলা ভোর মানেই আপনাদের পছন্দের সকল তথ্যের একটা ভান্ডার। ঠিক সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা free movie websites for netflix movies download and movies to watch বিষয়ে এই পোস্ট লিখলাম। এই পোস্ট থেকে আপনারা অনলাইন থেকে সম্পুর্ন ফ্রিতে মুভি দেখতে পারবে।
আশা করি বরাবরের মতো এই পোস্ট টাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আমাদের এমন তথ্যবহুল সকল পোস্ট পেতে আমাদের সাইটের নটিফেকেশন চালু করে রাখতে পারেন।
মুভি দেখার জন্য বাংলাদেশ থেকে তেমন ভালো কোন সাইট নেই বলেই সবাই জানে। তার উপরে আবার যা ও প্রিমিয়াম সাইট আছে, সেগুলো টাকা দিয়ে কিনে ব্যবাহার করতেও তেমন বেশি আগ্রহী নয়। তাই আর ভালো কোন সাইট পাওয়া যায় না।
অপর দিকে বাংলাদেশে ডলার পেমেন্ট করতে বা লেনদেন করতে অনেক ধরনের সমস্যা তাই যারা কিনতে ইচ্ছুক, তারাও ইচ্ছে থাকার পরেও কিনতে পারে না। তাই ফ্রিতে ব্যাবহার করা যায় এরকম কয়েকটি মুভি সাইটের সন্ধান আমরা আপনাদের এই পোস্টে দিব।
আশা করি এই পোস্ট থেকে আপনারা সবাই ভালো কিছু তথ্য সমন্ধে জানতে পারবেন। আর এই তথ্যগুলো আপনাদের অনেক অনেক কাজে লাগবে।
সতর্কতামুলক কিছু তথ্য
কোন মুভি কম্পানি যদি এই ওয়েবসাইটের তথ্য শেয়ারের বিষয়ে কোন প্রকার অভিযোগ করতে চান, তাহলে দয়া করে আমাদের কন্টাক্ট পেজে যোগাযোগ করুন।
আর যদি কেউ জানতে চান এই ফ্রি সাইটগুলো প্রিমিয়াম মুভি কিভাবে শেয়ার করে। তাদের উদ্দেশ্য বলা। মুলত তারা বিভিন্ন প্রকারের বিজ্ঞাপন দিয়ে এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করে থাকে। আর মুভি কম্পানিকে তারা সেই টাকা দিতে পারে। তবে সে সকল তথ্য আপনারা প্রতিটি মুভি দেখার ওয়েবসাইটে তাদের প্রাইভেসি পেজে দেখতে পারবেন।
আমরা কোন কম্পানির ক্ষতি করার চেষ্টাও কখনো করি না। এই পোস্ট টা শুধু মাত্র আপনাদের সুবিধার জন্য দেওয়া হলো। কোন কম্পানি তাদের ভিডিও ফ্রি দেওয়ার সংক্রান্ত ক্ষতিগ্রস্থ হলে, তারা ফ্রিতে প্রভাইটর কম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে পারেন।
free movie websites list
সবার আগে আমাদের নেটফ্লিক্স সহ সকল প্রকার প্রিমিয়াম মুভি পাওয়া যায়, এমন একটা ফ্রি ওয়েবসাইটের কথা তুলে ধরতে হবে।
নেটফ্লিক্স সহ সকল প্রকার মুভি এবং সিরিজ ফ্রিতে , শুধু মাত্র অল্প বিজ্ঞাপন দেওয়া আছে, এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচিত হই।
ZFlix co
এই ZFlix co এমন একটি ফ্রি মুভি দেখার ওয়েবসাইট, যেখানে সকল প্রকার প্রিমিয়াম মুভি সম্পুর্ন ফ্রিতে দেখা সম্ভব। বিশেষ করে সকল প্রকার নতুন মুভি সবার আগে অরজিনাল ফাইল শেয়ার করে থাকে এই কম্পানিটি।
এদের অধিকাংশ মুভি বিভিন্ন টুলসের মাধ্যমে কম্পোস করা হয়, ফলে খুব দ্রুুত অনলাইন থেকে প্লে করা সম্ভব হয়। তার সাথে এই মুভিগুলো বিভিন্ন কোয়ালিটিতে প্লে করা সম্ভব হয়।
বিশেষ সুবিধার কথা বলতে গেলে, এটি ইউটিউবের মতো দ্রুত প্লে করতে সক্ষম। আর বিরক্তিকর বিজ্ঞাপন মুক্ত। সেই সাথে এদের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের ফাইল ডাউনলোড করার বিশেষ সুবিধা রয়েছে। এই সাইট থেকে খুবই দ্রুত সকল প্রকারের মুভি ডাউনলোড করতে পারবেন। তার সাথে এদের অনেক ক্যাটাগরিতে ভাগ করে মুভি রাখায়, মুভি খুজে পেতে সহজ হয়।
MLWBD
বাংলা জগতে MLWBD একটি অনন্য নাম। যদিও বর্তমান সময়ে সেখানে ZFlix co এর অবস্থান অনেক দুর পৌছে গেছে। তবে একটি সময় বাংলা ভাষার মানুষ বিশেষ করে বাংলা দেশের মানুষের কাছে MLWBD ছিল গরিবের নেটফিলিক্স।
যদিও এখন বিশ্বের সকল মুভি প্রেমিকের কাছে পৌছানোর মতো, তবে এদের অতিরিক্ত বিরক্তিকর বিজ্ঞাপন ব্য়বহার করার জন্য এরা হারিয়ে ফেলতেছে নিজেদের অবস্থান। তবে যা ই হোক, অনেক মুভি রয়েছে তাদের সার্ভারে। ফ্রিতে কয়েক হাজার মুভি মানুষকে দিয়ে যাচ্ছে এই কম্পানিটি।
তবে এদের সুবিধা যনক প্লে করার কোন অপশন নেই। তাই অনলাইন থেকে প্লে করে এদের মুভি দেখা খুবই কঠিন একটা অবস্থার সৃষ্টি করে। তার সাথে আবার ডাউনলোড করার জন্য জিমেল একাউন্টের অ্যাক্সেস দিতে হয়, যা বিপদ যনক। আর বিশেষ করে কোন ফাইল কম্পোস না থাকায় তাদের ফাইল সাইজ ও বড় হয়ে থাকে।
কথায় আছে, সময়ের সাথে নিজেদের আপডেট করে নিতে হয়। কিন্তু এই কম্পানিটি সেটি করতে ব্যর্থ। গোপন সুত্রে যানা যায় এরা না কি মালিকা চেন্জ করেছিল। তাই নতুন মালিক এই ওয়েবসাইটের রক্ষনাবেক্ষনে কোন রকম দক্ষতাই রাখে না। এজন্য এই ওয়েবসাইটের আর কোন পরিবর্তন দেখা যায় নি। আর এরা ধীরে ধীরে ধংসের দিকে যাচ্ছে।
বিশেষ করে নতুন মুভি আসার ব্যাপারে তারা তেমন অগ্রগামী নয়। আবার তাদের গুগল একাউন্ট ডিসেবল হয়ে যাওয়ায়, কয়েক হাজার মুভি ডিলেট হয়ে গেছে, যা আর তারা সেগুলো রিকোভার করতে সক্ষম হয় নি।
HD movie2
মুভি লাভারদের কাছে আরেকটা চমক হলো HD movie2। এই সাইটের কয়েকটি ভার্সন আছে, তাই এই সাইটে সবাই ভিসিট করে তাদের বিশেষ সাইট খুজে পেতে ব্যর্থ। কারন এদের সাইট সাধারনত গুগল থেকে যেটা পাওয়া যায়, সেখানে তেমন বেশি মুভি থাকে না।
অন্যদিকে এই কম্পানিটি ইন্ডিয়া থেকে প্রচালিত হওয়ায়, সেখানকার হিন্দি মুভি নিয়ে কাজ করতে তাদের বিশেষ কিছু ঝামেলা পোহাতে হয়। এজন্য তারা কয়েক দিন পরে পরে ই নতুন নতুন ডোমেইন চেন্জ করে, ফলে তাদের সাইট গুগল থেকে পাওয়া কঠিন হয়ে যায়। তাদের লিংক সেভ করে রাখলেও সেটি পাওয়া কঠিন হয়ে যায়।
HD movie2 তে সকল মুভি সুন্দর ভাবে দেখতে পারলেও, সেখানে বিজ্ঞাপনের মাত্রা অনেক টা বেশি। বিশেষ করে ডাউনলোড করার জন্য যে অংশ রয়েছে, সেখানে তারা অধিক পরিমানে বিজ্ঞাপন ব্যবহার করেছে। তাই এটি কিছুটা সমস্যার কারন হয়ে ওঠে।
YouTube Movie
যদিও সবাই ইউটিউব ব্যবহার করে, তবে ইউটিউবের মুভি অপশন সমন্ধে অনেকেই অজানা থেকে যায়। একটা সময় গুগল প্লে স্টোরে মুভিও পাওয়া যেত, সেখানে ফ্রি এবং প্রিমিয়াম মুভির ব্যবস্থা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে প্লেস্টোর সুধু অ্যাপ এবং গেমের জন্য জনপ্রিয় হয়ে ওঠে। এর ফলে সেটি সরিয়ে ফেলা হয়, এবং প্লেস্টোরকে সুধু গেম এবং অ্যাপের জন্য প্রস্তুত করা হয়।
তবে এর পরে ইউটিউবে বিশেষ অপশন করে দেওয়া হয় মুভির জন্য। এটি সাধারনত মুভির ক্যাটাগরি হিসেবেও বিবেচিত হয়। তবে এখানে কিছু সংখ্যক মুভি পাওয়া যায়। আবার কিছু মুভি কম্পানির অনুমতি ব্যতিত সাময়ীক সময়ে কিছু অসাধু মানুষ আপলেড করে দেয়, তবে ইউটিউবের কপিরাইট নিতী সেগুলোকে সরিয়ে ফেলে।
তবে যা ই হোক না কেন, অল্প বাজেটের মুভিগুলো ইউটিউবে আপলোড করেও সেখান থেকে ভালো ইনকাম করতে পারে মুভির কম্পানিগুলো। সাধারনত যে মুভিগুলো খরচ কম থাকে, এবং দর্শকের কাছেও তেমন ভালো রিভিউ পায় না , সেগুলো ই ইউটিউবে আপলোড করা হয়। তাই ইউটিউবে বেশি মুভি পাওয়া যায় না বা আসল ফাইল পাওয়া কঠিন এবং যা পাওয়া যায় তা ও সবাই দেখতে চায় না।
9X Flix
মুভির সহরে সর্বনিম্ম মানের একটি কম্পানি হলো 9X Flix. তবে এই পোস্টে সব রকমের ভিসিটর পেতে পারি, সেই আশায় এই সাইটকেও লিস্ট করে রাখলাম। সাধারন ভাষায় বলতে গেলে, এই সাইটের ডিজাইন ও যেমন বাজে, তেমন বেশি ক্যাটাগরির মুভিও আপনি এই সাইটে পাবেন না। আর বিশেষ করে বললে, এই সাইটে সাউথ ইন্ডিয়ান কিছু নতুন মুভি অরজিনাল ভাষায় পাওয়া যায়, তাই সাউথ মুভি লাভার মানুষগুলো এই সাইটে ব্রাউস করে।
কিন্তু আমার মনে হয় যারা এই সাইটে ব্রাউস করে, তারা মনে হয় অন্য কোন সাইট সমন্ধে ভালো করে জানে না। তবে যা ই হোক আপনি হয়তো এই সাইটে কখনোই ভিসট করবেন না।
বাংলা মুভি দেখার সেরা ওয়েবসাই কোনটি
যেহেতু এই পোস্ট টা নেটফিলিক্সকে কেন্দ্র করে, তাই এই পেজে বাংলা সাইট দেওয়াটা মোটেও উচিৎ হচ্ছে না। দয়া করে যারা বাংলা মুভি দেখতে পছন্দ করেন, তারা আমাদের এই সাইটের বাংলা মুভির সাইট পোস্ট টা দেখে নিবেন। আমরা আপনাদের সকল বিশেষ সুবিধার জন্য সেখানে ফ্রি বাংলা মুভি দেখার সাইটগুলো দিয়ে রেখেছি।
আর এমন সকল তথ্যবহুল পোস্ট পেতে আমাদের সাইটের ফলো অপশন চালু করে রাখতে পারেন।