বাংলাদেশের একটি নক্ষত্র, যে আজ বিশ্ব দরবারে আলো ছড়াতে চেষ্টা করতেছে, বাংলা দেশে জন্ম নিয়েও এই নক্ষত্রটি বিশ্বের বেশ বড় বড় অবস্থানে আলোড়ন তৈরি করতে সক্ষম।
এই নক্ষত্রের কারনেই বিশ্বে বাংলাদেশে প্রগ্রামিং শেখায় অন্যতম অবস্থানে পৌছেছে। তার সাথে আরো কয়েকটি এমন উজ্জল নক্ষত্র যদিও বাংলাদেশে আছে। তবে আজকের আলোচিত এই বিশেষ নক্ষত্রটি অন্যতম অবস্থানে রয়েছে।
এই নক্ষত্র আর কেউ নয়। তিনি আমার ও প্রগ্রামিং জীবনের অন্যতম ভুমিকা রাখে, তার থেকেই আমি অনেক কিছু শিখেছি এই প্রগ্রামিং জগতের। তার সাথে আমি মাত্র কিছু দিন আগেই অবগত হয়েছি যে, তিনি আসলে আমার জন্মস্থানেই জন্মানো একটি উজ্জল নক্ষত্র।
সে অনেকের ই পরিচিত, বেশ কয়েক হাজার অ্যাপ ডেভলাপার বা প্রগ্রামারের শিক্ষক জুবায়ের হুসাইন। তাকে অনলাইনে বিরাজ করা প্রায় সকলেই চিনেন। এসিয়া মহাদেশের অন্যতম একজন সফটওয়্যার ইন্জিনিয়ার। তিনি বেশ কিছু বছর ধরে এদেশের নবীনদের আইডল হয়ে বিশেষ অবস্থান করে নিয়েছে।
তার সাথে এই সোনার বাংলাদেশের সোনার ছেলেদের বিভিন্ন ভাবে প্রগ্রামিং এবং প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতেছে। কিছুটা সময়ের আগে তার অফলাইন ক্লাস পাওয়া সম্ভব ছিল, তবে এখন দেশের মানুষের কথা মাথায় রেখে তিনি অনলাইনে দেশের হাজার হাজার নবীনদের প্রযুক্তির শিক্ষা দিচ্ছেন।
তার কাছে অ্যাপ ডেভলাপিং শেখার জন্য সহজেই যে কোন স্থান থেকে বঙ্গ একাডেমিতে জয়েন করতে পারে যে কেউ ই। তার এই অনলাইন ভিত্তিক একাডেমিতে কোন প্রকারের ধোকা দেওয়ার মতো কোন লোকের অবস্থান আজও লক্ষ করা যায়নি। সেই সাথে তার বিশেষ দক্ষ কয়েকজন ছাত্রদের দ্বারা বিশেষ ভাবে কেয়ার তো থাকেই।
তবে আজ তার নতুন একটি বিশেষ আকর্শনের বিষয়ে আপনারা অবগত হতে পারবেন। তিনি সম্প্রতি একটি বিশেষ ডিভাইস তৈরি করেছে, যেটি আপনি খুব সহজেই কাজে লাগাতে পারবেন। এটি আমাদের জন্য খুবই উপকারী একটি ডিভাইস হতে চলেছে। ডাভাইসের নাম smart watering device.
smart watering device কি কাজ করবে
smart watering device আসলে আপনার কাজে সহযোগিতা করবে, আপনার অনুপস্থিতিতে আপনার কাজ করে দিবে।
এই ডিভাইসটি আসলে পানি দেওয়ার কাজে লাগে। এটিতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রোবটিক ভাবে চালনা করা যায়। এটি কন্ট্রোল করার জন্য ওয়াইফাই বা ব্লুটুথ ব্যবহার করতে পারবেন। এই ডিভাইসের জন্য গুগলের প্লেস্টোরে বিশেষ অ্যাপ রয়েছে যেটি ইনস্টল করলে আপনি খুব সহজেই বিশ্বের যে কোন স্থান থেকে আপনার গাছে বা অন্য প্রয়োজনিয় স্থানে পানি দিতে পারবেন।
এটি আপনি নির্ধারিত টাইম দিয়ে রাখতে , সেই নির্ধারিত সময়েই অটোমেটিক আপনার গাছে পানি দিয়ে দিবে। তার সাথে আপনি প্রয়োজন মতো যে কোন স্থানেই এটি ব্যবহার করতে পারেন।
বিশেষ কিছু ব্যবহার যোগ্য স্থান
- ফুল গাছে পানি দেওয়
- টবে পানি দেওয়া
- পাখির খাঁচায় পানি দেওয়া
- পোশা প্রানির জন্য পানি দেওয়া
- শীতে হিটার থেকে পানি প্রানিকে দেওয়া
আরো ইত্যাদি কাজে এটির ব্যবহার করতে পারবেন। সেই সাথে আবার দেশ বিদেশে যে কোন স্থান থেকেই এটি নিয়ন্ত্রন করতে তো পারবেন ই।
ডিভাইসের বিশেষ আকর্ষন
প্রথমত বলা চলে এতো সুন্দর একটি ডিভাইস বাংলাদেশে তৈরি হওয়াটা সত্যিই খুব মজার ছিল। সেই সাথে এটার ব্যবহার করা শুরু করলে আমাদের দেশি পন্য ধীরে ধীরে বিশ্ব বাজারে ভালো অবস্থান করে নিতে পারবে।
এটি বিশ্ব বাজারেও যাওয়ার লক্ষে কাজ চলতেছে। আর এর দুর্দান্ত সকল ক্ষমতা তো সত্যিই আমাদের নিত্য দিনের অনেকটা সস্তির সুযোগ দিবে।
তাই আপনি চাইলে এই ডিভাইসটি কিনে ব্যবহার করতে পারেন। আর এই ডিভাইস কেনার আগে তাদের সঠিক তথ্য যাচাই করে নিবেন।
সেই সাথে আপনি যদি বাংলা ভোর অনলাইন পত্রিকার সকল প্রকার খবর পেতে চান, এবং টেকনলজি ও বিভিন্ন জব, বিনিয়োগ বিষয়ের খবর পেতে চান, তাহলে আমাদের সাইটেের নটিফেকেশন চালু করে রাখতে পারেন এবং নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতেও জয়েন করতে পারেন।