মেট্ররেলের অবস্থা করুন

0
12

সম্প্রতি মেট্রোরেল এ চলাচলের সময় উপরে পড়া ভীড় লক্ষ করা যাচ্ছে৷ এতে যেমন মানুষ ভোগান্তির শিকার হচ্ছে দিন দিন তা ভবিষ্যতে একটি খারাপ প্রভাব ফেলতে পারে।

কিছুদিন আগে মেট্রোরেল এ পকেটমার থেকে সাবধান এলার্ট করা হয়, যা বাস আর মেট্রোরেল এর মধ্যে বিশেষ কোন পার্থক্য এখানে থাকলো না। সেই সাথে আবার সম্প্রতি টিকিট হাতে নিয়ে পরবর্তী ট্রেনের অপেক্ষায় থাকতে হচ্ছে, তার পরেও পাচ্ছে না দাড়ানোর মতো জায়গাটুকু।

২-৩ টা ট্রেন যাওয়ার পরে হয়তো সামান্য দাঁড়ানোর যায়গা খানি মিলতেছে। ধারণা করা হচ্ছে এখানে র‍্যপিড পাস এর রয়েছে বিশাল কারন। যেহেতু আগের মতো এখন আর লাইনে দাড়িয়ে টিকিট নিতে হয় না, তাই এদিকে অনেকেই ঝুকে যাচ্ছে আবার এই দিক থেকে ভিড়ও বেড়ে যাচ্ছে।

যদিও নির্ধারিত সংখার পরেও আরো কয়েকটি ট্রিপ চালু করা হয়েছে, তবুও মানুষের ভীড় সামলানো কঠিন। তাই সম্প্রতি র‍্যপিড পাস এর নতুন কার্ড নিবন্ধন সেবা অনলাইনে চালু থাকলেও নতুন কার্ড প্রদান সেবাটি বন্ধ করা হইছে।

হয়তোবা এটি আরো কয়েক ট্রিপ বাড়ানো গেলে কিছুটা কাটিয়ে ওঠা যেতে পারে৷ তবে এটি কোন স্থায়ী সমাধান নয় বরং এটি একটি টেম্পলারি সমাধান। এর স্থায়ী সমাধান হচ্ছে রাস্তার তীব্র যানজট কমানো। সেটি বিশেষ গাড়ি বা বিশেষ রাস্তা বা ট্রেন। যা কিছু হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here