র্যাপিড পাস একটা ভোগান্তির থেকে মুক্তি পাওয়ার বিশাল মাধ্যম। র্যাপিড পাস ব্যবহার করে মেট্রোরেল এ চলাচলের সময় টিকিট নেওয়ার লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না। তাই ঝামেলাহীন মুহূর্তেই গিয়ে নিজের কাছে থাকা কার্ডটি সোয়াপ করে চলাচল করা যায়।
কিন্তু তবুও সেখানে ব্যালেন্স যুক্ত করাটাও এক ধরনের বড় সমস্যা ছিল। কারন সকল মাধ্যমে টাকা লোড করা সম্ভব ছিল না। মাত্র কয়েকটি স্টেশনেই এই সিস্টেম ছিল।
সম্প্রতি কোম্পানিটি নতুন একটা আপডেট এ জানিয়েছে, এখন থেকে অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করেই এই কার্ডে ব্যালেন্স যুক্ত করা যাবে।
বিশেষ করে বাংলাদেশের চলমান সকল মোবাইল ব্যাংক ব্যবহার করে খুব সহজেই এই র্যাপিড পাস এর ব্যালেন্স যুক্ত করা যাবে।
এটি একটি উন্নত মাধ্যম এবং এটি ব্যবহার করা অনেক সহজ ও হবে আর সাধারণ মানুষের জন্য এক প্রকারের সুবিধাজনক হবে। যে কোন স্থান থেকে ই এখন নিজ নিজ কার্ডে নতুন ব্যালেন্স যুক্ত করতে পারবে ব্যাবহারকারীরা।
