অনেকে মোবাইল কেনার জন্য় উপযুক্ত একটি মার্কেটের সন্ধান পেতে চায়। যেখানে নতুন বা পুরাতন একটি ভালো মোবাইল কেনা যেতে পারে। এবং এই মার্কেট থেকে মোবাইল কেনার ফলে যেন সেখানে বেশি টাকাও লস না হয়। বরং অল্প টাকায় ভালো মোবাইল কেনা সম্ভব।
বাংলা দেশের যে সকল মার্কেটে অল্প টাকায় ভালো মোবাইল কেনা যায়, বা নতুন পুরান মোবাইল পাওয়া যাবে, সেই মোবাইল বাজারগুলোর তালিকা হলোঃ
- গুলিস্তান সুন্দরবন স্কয়ার
- মোতালিব প্লাজা
- ইস্টার্ন প্লাজা
- বসুন্ধরা সিটি
বাংলাদেশের সেরা এই সকল মোবাইল বাজার সমন্ধে আরো বিশেষ তথ্য প্রতিটি সেকশনে পাবেন। তাছাড়াও মোবাইল কেনার আগে মোবাইল সমন্ধে ভালো রিভিউ বা মোবাইল সংক্রান্ত সকল তথ্য পেতে নতুন মোবাইল দোকান ওয়েবসাইটে যেতে পারেন।
এখানে আমরা এককটা একটা করে মোবাইল দোকান সমন্ধে জানিয়ে দিচ্ছি। তবে এখানে থাকা তালিকা টি বা নিচের বর্ননা এখানে থাকা মার্কেটগুলোর মহত্ব বা সিরিয়াল নাম্বার নির্ধারন করেনি। বরং এটি আমরা লেখার সুবিধার্থে আগে পরে রেখেছি।
মোবাইল বাজারের বিশেষত্ব
মোবাইল বাজারের বিশেষ কিছু সুবিধা রয়েছে। আমরা আপনাদের জন্য মোবাইল বাজারের বিশেষ কিছু তথ্য শেয়ার করা হলোঃ
- এখানে বেশি মোবাইল থাকায় ভালো করে দেখে শুনে কেনা সম্ভব।
- সকল ধরনের ব্রান্ডের মোবাইল পাওয়া সম্ভব।
- বিভিন্ন শপ থেকে দাম জেনে নেওয়া সম্ভব।
- সঠিক দামেই মোবাইল কেনা সম্ভব।
- নতুন মোবাইলের সাথে ব্যবহৃত এক্সেন্জ মোবাইল ও পাওয়া যায়।
- অফিশিয়্যাল মোবাইলের সাথে আন-অফিশিয়্যাল মোবাইল ও পাওয়া যায়।
- মোবাইলের প্রয়োজনিয় সকল পন্য পাওয়া যায়।
- নিজের অপ্রয়োজনীয় ফোনটি সেল করতে পারেন।
- কোম্পানির শো রুম থাকায় সঠিক দাম জেনে মোবাইল কিনতে পারেন।
বসুন্ধরা সিটি মার্কেট
বসুন্ধরা সিটি মার্কেট ঢাকার মধ্যে থাকা সবচেয়ে বড় শপিংমল হিসেবে বিবেচিত রয়েছে। এই শপিং মলে প্রচুর মোবাইলের শো-রুম লক্ষ্য করা যায়। তার মধ্যে জনপ্রিয় ব্রান্ডগুলোর সাথে সাধারন মোবাইল শপ ও দেখা যায়।
এ সকল মোবাইল শপে নতুন ও ব্যবহৃত বিভিন্ন দামের বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের মোবাইল কেনা যায়। এবং অফিশিয়্যাল রিলিস করা মোবাইলের সাথে আন-অফিশিয়্যাল মোবাইলগুলোর ও বেশ জাক-জমাট এখানে রয়েছে।
আমরা উপরে বিশেষ কিছু তথ্যের মাধ্যমে যেনেছি যে কি কি উপকার পাওয়া যাবে।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ৩ নং তেজতুরি বাজার ওয়েস্ট, পান্থপথ, ঢাকা ১২১৫, বাংলাদেশে অবস্থিত। এখানে মোবাইল বাজারসহ প্রায় সকল ধরনের কেনাকাটা করার সুবিধা পাবেন।
ইস্টার্ন প্লাজা
বাংলাদেশের ঢাকায় অবস্তিত সবচেয়ে বড় শপিংমলগুলোর মধ্যে অন্যতম একটি ইস্টার্ন প্লাজা। এই প্লাজায়ও বেশ জমজমাট মোবাইল এর বাজার হিসেবে বলা চলে। এই বাজারেও প্রচুর পরিমানে মোবাইল পাওয়া যায়।
এই ইস্টার্ন প্লাজায় খুব সহজেই আপনার পছন্দের মোবাইলটি খুজে পেতে পারেন। এই মোবাইল বাজারেও প্রচুর মোবাইল ব্রান্ডের মোবাইল শো রুম রয়েছে, এবং সেখানে আরো অনেক ধরনের মোবাইল এর দোকান রয়েছে, সেখানে আপনি সকল মোবাইলের দাম সমন্ধে জানতে পারবেন।
ইস্টার্ন প্লাজা ঢাকা 1205, বাংলাদেশে অবস্থিত। আর এটি দেশের সেরা অন্যতম একটি মার্কেট। তাই মোবাইলের সাথে আরো বিভিন্ন ধরনের কেনাকাটা এই শপিংমল থেকে করতে পারেন।
মোতালিব প্লাজা
মোতালিব প্লাজা বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত মোবাইল বাজারের মধ্যে অন্যতম অবস্থান ধরে রেখেছে। তাই এই শপিংমলেও বেশ ভালো মোবাইলের শপ রয়েছে। এই মোতালিব প্লাজায় যে সকল মোবাইল শপ রয়েছে সেখানে সকল ব্রান্ডের মোবাইল পাওয়া যায়। এর সাথে সকল শো রুম থাকায় নিজের পছন্দের মোবাইলটি সহজেই খুজে পেতে পারেন।
এই মোতালিব প্লাজায় নিজের মতো করে রিসার্স করে সঠিক মূল্যটি সমন্ধে জেনে নিতে পারেন। সেখান থেকে ঠকে যাওয়ার সম্ভবনা নেই।
এই মোতালিব প্লাজায় ও নতুন পুরাতন এবং অফিশিয়্যাল ও আন-অফিশিয়্যাল মোবাইল এই মোবাইল বাজারে পাবেন। সেখান থেকে কিনতে পারেন।
গুলিস্তান সুন্দরবন স্কয়ার
বাংলাদেশের সবচেয়ে বড় শপিংমলের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে গুলিস্তান সুন্দরবন স্কয়ার। এখানে প্রচুর পরিমানে মোবাইল পাওয়া যায়। এই শপিংমলে সকল মোবাইল ব্রান্ডের শো-রুম রয়েছে। এখানে প্রায় সকল ধরনের অফিশিয়াল এবং আন-অফিশিয়াল মোবাইল পাওয়া যায়।
এই শপিং মলে আপনারা নতুন পুরান সকল প্রকারের মোবাইল পাওয়া যায়। বিশেষ করে এই গুলিস্তান সুন্দরবন স্কয়ার মোবাইল বাজারে পাইকারি মোবাইল বেশি জনপ্রিয়তা রয়েছে।
এই শপিং মলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মোবাইল পাইকারি বিক্রির জন্য নেওয়া হয়। তার সাথেও আবার এই মার্কেটে মোবাইল সহ অন্যান্য জিনিসপত্রের কেনাবেচাটাও বেশ জনপ্রিয়তা রয়েছে।
আরো তথ্য
আপনারা জানেন যে আমরা প্রায় সকল তথ্যের ভিত্তিতে আপনাদের সাথে , সেই সূত্রে আমাদের সাইটের সকল তথ্য পেতে আমাদের সাইটের নটিফেকেশন চালু করে রাখতে পারেন। এবং নিচের হোয়াটসঅ্যাপে ফলো করে রাখতে পারেন। আমরা আপনাদের সাথে এই ধরনের আরো অনেক অনেক তথ্য শেয়ার করবো।