ফাইবারে সেবায় চালু করতে ইচ্ছে প্রকাশ করেছে বাংলাদেশের সীম কোম্পানীগুলো থেকে। সীম কোম্পানীগুলো বলেছে তারা যদি ফাইবারের মাধ্যমে প্রতিটি টাওয়ারের সাথে সংযুক্ত করতে পারে, তাহলে সবাইকে অল্প খরচে মানুষকে ইনন্টারনেট সেবা দিতে সক্ষম হবে।
কিন্তু এই অবস্থায় ফাইবার দিয়ে ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানিগুলো থেকে তার বিরুদ্ধে রূখে দাড়িয়েছে। কারন তারা বেশ কিছু বছর ধরেই এই সেবা দিয়ে যাচ্ছিলেন। এমন অবস্থায় তাদের অনেক অনেক টাকা বিনিয়োগ করা রয়েছে, সেগুলো তারা লসের মধ্যে ক্ষতিগ্রস্থ হবে।
তার সাথে আবার সাধারন জনগনের সুবিধার কথা চিন্তে করতে গেলে, সাধারন জনগন কম টাকায় ভালো ইন্টারনেট সেবা পেতে পারে। এই সেবায় একটি টাওয়ারের নির্ধারিত অঞ্চলে থাকা অবস্থায় কোন প্রকারের রাউটার সংযুক্তি ছাড়াই চলবে।
আর খরচেও কমে যাবে কয়েকগুন। সব বিষয়ে কথা চিন্তায় আছে বিটিআরসি। তারা বলেছে অতিত থেকে চলে আসা ব্যবসায়ীদের কথা চিন্তু করে এবং দেশের সাধারন ইন্টারনেট ব্যবহার করা মানুষের কথা চিন্তা করেই তারা বিশেষ ব্যবস্থা গ্রহন করবে।
তার উপরে স্টার লিংক ইন্টারনেট সেবাও বাংলাদেশে চালু করার বিশেষ ভাবে সাধারন মানুষের আবদার চলতেছে। সেদিকেও খেয়াল রাখতে হবে বাংলাদেেশের সরকারের। কেননা দেশের বাহিরের কোন কোম্পানি দেশে ব্যাবসা করবে, আর দেশের শত শত কোম্পানি লস গুনবে সেটিও তো খেয়াল রাখতে হবে।