যেহেতু বাংলাদেশের অসংখ্য ছেলে বিদেশে থাকে, তারা দেশের জন্য এবং নিজেদের পরিবারের জন্য নিজশ্ব জীবনের সুখ বিশর্জন করে, বিদেশের মাটিতে থেকে ইনকাম করে। সেই টাকা ই আবার নিজেরা ভোগ না করে দেশের বাড়িতে পাঠিয়ে দেয়।
তাই বাংলা ভোর অনলাইন পত্রিকার বিশেষ আয়োজন, যা দেখে আপনারা নানান ভাবে উপকৃত হবেন বলে ধারনা করি আমরা।
আমরা এই পত্রিকায় প্রতিদিনের ডলারের বা বিভিন্ন দেশের টাকার রেট সমন্ধে জানিয়ে দেই, যার ফলে যেদিন টাকার রেট ভালো থাকবে, সেদিন টাকা বাড়িতে পাঠালে লাভবান হবেন।
আবার আপনি যদি সোনার উপরে টাকা প্রয়োগ করে লাভবান হতে চান, তাহলেও সেটি আমাদের এই পত্রিকা থেকে সাহায্য পাবেন, আমরা নিয়মিত সোনার মুল্য সমন্ধে সবাইকে জানিয়ে দেই। সেই সাথে আমরা আপনাদের কাছে এই টাকার রেট এবং সোনার রেট বাংলাদেশ টাইম সকালে জানানোর জন্য হোয়াটসঅ্যাপে বিশেষ গ্রুুপ চালু করেছি।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনি খুব সহজেই সোনার বর্তমমান (আজকের) বাজার মুল্য এবং বিশ্বের বিশেষ কিছু দেশের প্রতিদিন টাকার মুল্য সমন্ধে জানতে পারবেন খুবই সহজে। আর তার সাথে আরো কিছু পন্যের বাজার মুল্য সমন্ধেও জানতে পারবেন।
আমাদের সকল পোস্ট সবার আগে পেতে আপনি আমাদের এই অনলাইন পত্রিকার নটিফেকেশন টি চালু করে রাখতে পারেন। সেই সাথে আপনি এই পোস্টের নিচের অংশে আমাদে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক ও পেয়ে যাবেন।
১ রিংগিত কত টাকা
রিংগিত হলো মালয়েশিয়ান টাকা বা কারেন্সিকে বলা হয়। তবে বিশ্বের কোন দেশের টাকাই লম্বা সময়ে একই অবস্থানের উপরে স্থির থাকে না। উঠা নামা করে এই মুল্য।
টাকা আসলে দেশের অর্থনিতীর ভিত্তিতে মুল্যবান এবং মুল্যহীন হয়ে উঠা নামা করে, আর এই প্রকৃয়া আজ নতুন নয়। এটি শত শত বছরের পুরোনো প্রথা। এভাবেই বিশ্বের অর্থনৈতিক প্রভাব ঘটে।
তবে সাধারনত বছরের বেশির ভাগ সময়ে সামান্য বেশ কম দেখা যায় কোন একটি দেশের কারেন্সিকে, তাই অল্প কিছু এদিক শেদিক হতে পারে। কিন্তু একোরেট রেট সমন্ধে জানতে হলে আপনাকে তারিখ দেখে সেদিনের মুল্যটি জানতে হবে। তারিখ দেখে জানার জন্য আমাদের এই পোস্টে দেখতে পারেন।
সাধারনত এই পোস্টটি লেখার সময়ে ১ রিংগিত এর সমান বাংলাদেশি ২৭ টাকা ২০ পয়সা বা তার আশেপাশে থাকতে দেখা গেছে।
তবে আপনি যদি এই রেট যেনে বাংলাদেশে টাকা পাঠাতে চান, তাহলে আপনার দরকার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করে রাখা, কারন সেখান থেকেই আপনি সবার আগে টাকার রেট জানতে পারবেন, এবংভালো দেখলেই দেশে টাকা পাঠিয়ে দিতে পারবেন।
তাছাড়া ব্যাবসা বা বিনিয়োগ করে টাকা আয় বাড়াতে হলে তো আপনাকে বেশ কিছুদিন ধরে আগে মার্কেট সমন্ধে ধারনা নিতে ই হবে। সেক্ষেত্রে তো এই ধরনের গ্রুপের বিকল্প নেই।
ভিসা প্রসেসিং
আপনারা যারা নতুন মাত্র বিদেশ গামী হয়েছেন, সবে মাত্র বিদেশ যেতে চাচ্ছেন, তারা আমাদের এই ওয়েবসাইট থেকে বিভিন্ন দেশের ভিসা সমন্ধে জানতে পারবেন, কিভাবে আর কখন ভিসার জন্য আবেদন করতে হয়, সেটি সমন্ধেও জানতে পারবেন।
সেই সাথে আপনি বিভিন্ন দেশের স্পন্সর এবং সরকারি ডিকলার সমন্ধেও সবার আগে জানতে পারবেন। তাই প্রবাসি হওয়ার ইচ্ছে থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করে রাখতে পারেন।