আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলা ভোর ইসলামিক অনলাইন পত্রিকায় আপনাদের সবাইকে সাগতম জানিয়ে আজ ফি আমানিল্লাহ অর্থ কি এই পোস্টে জানাবো। তার সাথে বলে রাখা ভালো বাংলা ভোর অনলাইন ইসলামিক পত্রিকা হিসেবে সবাই আমাদের ফলো করে সাথে থাকুন। তাহলে আমরা সামনে আরো উন্নতি করতে পারবো।
ফি আমানিল্লাহ অর্থ কি?
ফি আমানিল্লাহ একটি আরবী শব্দ। যদি আপনি আরবী জানেন তাহলে আপনি এই শব্দটা শুনেই বুঝতে পারবেন যে এটা একটা আরবী শব্দ। তার পরে যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এটি শুনে থাকার কথা, কারন এটি ইসলাম ধর্মের একটি দুয়া।
ফি আমানিল্লাহ শব্দের অর্থ “আল্লাহর নিরাপত্তায়” বা “আল্লাহর আশ্রয়ে” ভাব অর্থে আরো কিছু বোঝায়। আপনারা জানেন যে একটি শব্দের একাধীক অর্থ হতে পারে, তার সাথে অনেক অনেক ভাব অর্থ বোঝায়। ঠিক এখানেও ভাব অর্থে দুটি ভিন্ন ভিন্ন অর্থ দিয়েছি।
ফি আমানিল্লাহ কখন বলতে হয়?
আমি উপরে বলে এসেছি এটি একটি দুয়া। আর আরব ভাষার মানুষ গুলো ইসলাম ধর্মে বেশি জানেন। কারন অনেক বেশি ধর্ম ই আরবী ভাষায় বা কাছাকাছি ভাষার আয়ত্বাধীন। তার সাথে তারা ইংরেজি ভাষার ব্যাবহার কম করে, আর তাদের নিত্য দিনের সব কাজ কর্মে আরবি ভাষা ই নয় ধর্মের সকল নিয়ম মেনে চলার চেষ্টা করে।
সে হিসেবে দেখা যায়, তারা ইসলাম ধর্মের নিতি মালা মেনে চলে।
ইসলাম ধর্ম অনুযায়ী ফি আমানিল্লাহ কাউকে বিদায় দেওয়ার সময় বলতে হয়। আর আরবী ভাষার মানুষ ও একে অপরে বিদায় দেওয়ার সময় ফি আমানিল্লাহ বলে। আমরাও মুসলিম হিসেবে এই ধরনের কাজে বা জিনিস ব্যাবহারে অভস্থ হতে চাই।
যারা আরবি শিখতে চান বা এই ধরনের দুয়া সমন্ধে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকুন। আমরা ধীরে ধীরে এই বিষয়ে পোস্ট দিতে থাকবো। আমরা আপনাদের পাশে থাকবো, যদি আপনারা আমাদের সাথে থাকেন। আমাদের আবহাওয়ার খবর দেখুন এখানে ক্লিক করে।
This was beautiful Admin. Thank you for your reflections.
Howdy! Quick question that’s totally off topic. Do you know how to make
your site mobile friendly? My ite looks weird when browsing from my apple iphone.
I’mtrying to find a theme or plugin that mitht be able to resolvbe this issue.
If you have any suggestions, please share. Cheers! http://boyarka-Inform.com/