সম্প্রতি যঘন্যতম কিছু পোশাকে দেহের বিশেষ অঙ্গ ফুলিয়ে ফটোশুট করেছে রুনা খান। তার এই অঙ্গ ভঙ্গি আর পোশাকের অদ্ভুদ ব্যবহারে সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠিয়েছে নেটিজেনরা। কেউ কেউ তাকে বিভিন্ন খারাপ উক্তির মন্তব্য করে তাকে অপমান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রাথমিক ভাবে তার ফ্যন-ফলোয়ারগন এটিকে AI ব্যবহার করে তৈরি করা একটি ফটো মনে করেছে বা দাবি করে থাকলেও রুনা খান নিজেই এটি বাস্তব ভাবেই তৈরি করা ফটো বলে নিশ্চিত করেছে। আমরা এমন তথ্য বংলাদেশ নিউস থেকে সংগ্রহ করেছি। সেই সাথে এমন পোশাক আর দেহকে সোস্যাল মিডিয়ায় পুশ করার বিষয়ে কোন মন্তব্য আমরা পাইনি।
রুনা খানের পোশাক এবং অঙ্গের এমন অদ্ভুদ রূপ ছিল, যেখানে দেখা যায় তার বিশেষ অঙ্গ তুলনামূলক বেশি পরিমাণে ফুলানো রয়েছে, সেই সাথে সেখানে পর্যাপ্ত কাপড় দিয়ে ঢাকা নেই। সেজন্য বাংলাদেশের বিভিন্ন মানুষ এটির সমালোচনা শুরু করেছে বেশ করে।
‘সূর্য দেবী’ থীমের এই ফটোশুট টি সোনারগাঁর শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে আয়োজিত ফ্যাশন শো ‘সোনায় বোনা গল্প’ এ করা হয়েছে। তাছাড়া আর তেমন কোন তথ্য এই ফটোশুট সমন্ধে আমরা রুনা খান বা উক্ত অনুষ্ঠানের মাধ্য়মে জানতে পারিনি।
