Friday, November 7, 2025
No menu items!
Homeপিকচারকঠিন বাংলা ক্যাপশন bangla caption 2024

কঠিন বাংলা ক্যাপশন bangla caption 2024

- Advertisement -
- Advertisement -

আবারো সাগতম বাংলাদেশি অনলাইন পত্রিকা বাংলা ভোর এর নতুন পোস্টে। আমি আমাদের বাংলার ভোর অনলাইন পত্রিকার নতুন একটা বিনদোন মুলক পোস্টে আপনাদের সাথে অনেকগুলো কঠিন বাংলা ক্যাপশন শেয়ার করবো।

আমরা নিজেদের যোগ্যতা প্রকাশ করার জন্য ফেসবুক সহ অনেক ধরনের সোস্যাল মিডিয়ায় আমরা অনেক কঠিন কঠিন ক্যাপশন শেয়ার করে থাকি। আমরা এই পোস্টেও ঠিক সেরুপ কিছু ক্যাপশন শেয়ার করবো। আপনারা সরাসরি এই পোস্ট থেকে কঠিন বাংলা ক্যাপশন গুলো কপি করে নিজেদের সোস্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।

বিশেষ ভাবে বলে রাখা ভালো, আমরা আমাদের এই পোস্টে অনেক ধরনের ওয়েবসাইট থেকে কিছু ক্যাপশন নিয়েছি। তবে সেগুলো মোটামুটি মডিফাই করেই শেয়ার করেছি। তাছাড়াও আমরা সকল ওয়েবসাইট থেকে কপি করার বিশেষ কারন, আপনারা যেন এই এক পোস্ট থেকেই সকল কঠিন বাংলা ক্যাপশন গুলো এক সাথে পেয়ে যান। আপনাদের সুবিধার জন্য ই শেয়ার করা। তবে যদি কারো কোন অভিযোগ থাকে, তাহলে আমাদের কন্টাক্ট পেজে যোগাযোগের তথ্য আছে।

আপনাদের পছন্দের সকল খবর পেতে এবং আপনাদের পছন্দের কঠিন বাংলা ক্যাপশন পেতে আমাদের এই সাইটের সোস্যাল মিডিয়ায় ফলো করে রাখুন। বিশেষ করে আমাদের হোয়াটস্যাপে ফলো করে রাখুন।

কঠিন বাংলা ক্যাপশন
কঠিন বাংলা ক্যাপশন
অসংখ্য নারীর সংস্পর্শে গিয়ে
নিজেকে শেষ করে দেওয়া ছাড়া
আমার জীবনে আর কোন লক্ষ নেই
প্রিয় নারীরা এগিয়ে আসুন
আমার দিকে ধংশের হাত বেড়িয়ে দিন
যোগ্য যায়গায় অগ্য থাকতে ভালোবাসি
ক্ষোভ পুশে রাখি না, ঘটনা মনে রাখি।
অশ্লীল কখনোই স্পর্শ করেনি আমাকে
আমি নিজেই অশ্লীলকে জড়িয়ে নিয়েছি
আস্তা রাখেন
প্রেম যেহেতু করেছেন
মারাও সেহেতু খাবেন
একটা দির্ঘ নিশ্বাসের জীবনে
বাকি সবগুলোই ফুউউউউ
আমি মইরা গেলে
সু দিন আইসা কি আমার হো*গা মারবে
বাবার জামা ছেড়ে রাস্তার রোদের ঘাম ঝড়ে
মেয়ে কাপড় খোলে টিকটকের ফলো বাড়াতে
নিজেকে প্রো বানাতে বানাতে
পুরিয়ে ফেলেছেন।
ধন্যবাদ
কত শত উৎসব কাটিয়ে দিলাম
নিরবে নিভৃতে, একা একা
আমার আইডি হ্যাক হয় নাই
টাকা পয়সা চাইলে দিয়ে দিয়েন
সালামি টালামি বাদ দাও
দেন মহোর নিলে আইসো
১০ লাখ দিতেও রাজি
যারা আমার প্রেমে পড়েছেন
শুধু তারাই সালামী চাইবেন
ধন্যবাদ
যে হতে পারে আমার ব্যাংক একাউন্টের যোগ্য নমিনি
সে আমার থেকে চায় সামান্য সালামী
জীবনে কেউ থাকা উচিৎ
আবার একা থাকাও মন্দ না
ফেসবুকে ফ্রি ইউজারদের লজ্জায় ফেলার একমাত্র উপায়
মেসেন্জারে ফটো সেন্ট করা
বড়ো হয়ে যেতে পারি
তবে কার্টুন দেখা ছাড়ি নাই
ছেড়ে যাওয়া মানুষ
ফিরে আসার বিশেষ কারন তো থাকবেই
প্রয়োজন শেষে সবাই -স্বার্থপর
এই জেনারেশনের যে সকল ছেলেরা ধুমপার করে না
তারা অসম্ভব সুন্দর

আমাদের আরো অনেক ক্যাপশন দেখতে এখানে ক্লিক করুন

পড়াশোনা আর প্রেম
দেখতেই ভালো লাগার জিনিস
কাউকে পান আর না পান
নির্ঘাত আল্লাকে পাবেন
পুরোনো ক্যালেন্ডারের মতো
অহেতুক ঝুলে আছি পৃথিবীর দেয়ালে
পার্ফেক্ট হাওয়া জরুরি নয়
বুঝতে পারলেই অনেক
আমি কল্পনায় সুখী
তাই আমার কোন দুখ নেই
বাস্তবতা স্বপ্নের থেকেও সুন্দর
তবে উপভোগ করার সমার্ধ নাই
নাস্তিকদের পোস্টের ধানর ভালো হয়
অন্যের দোষ দিয়ে লাভ নাই
নিজের চেহারাই খারাপ
তাই কেউ ভালো বাসে না
অসভ্য জীবনের উপসংহারে থাকা মানুষটি
আমার সকল সুখ ভোগ করার অধীকার রাখে
এক প্রহর আনন্দে কাটলে
এক জনম কেটে যায়
বিষ্ণতায়
তুমিই শেষ বিকেলের বিসষ্ণ মেঘে ঢাকা
সামান্য রোদের আকাশের চেয়েও
বেশি সুন্দর
সৌন্দর্য মস্তিস্কে তৈরি হয়
কোনো আয়নাতে নয়
আমি একা ছিলাম
আছি
আর থাকা শিখে গেছি
কঠিন বাংলা ক্যাপশন
কঠিন বাংলা ক্যাপশন
যাকে কেউ শোধরাতে পারে না
সময় তাকে নিজের থেকেই শোধরায়
আমি মানুষ চিনতে পারি না
মানুষের শত বদল হওয়া দেখেছি
কা-পুরুষ আটকায় রূপে
কু-নারী আটকায় টাকায়
পুরুষ তো মায়ায় আটকায়
আর নারী আটকায় ভালোবাসায়
চুপচাপ হওয়াটা
হারিয়ে যাওয়ার পুর্ব বার্তা
জীবন একটাই
তবে কত শত অপুর্নতার গল্প
দুনিয়ায় এতো শত মানুষ থাকতেও
মানুষ শুধু মানুষের অভাবেই
ভিতরে ভিতরে জ্বলে
আমি তোমার মতো নয়
তবে তুমি যেমনটা ভাবো
তেমনটাও নয়
হাসির ভেতরে লুকিয়ে রাখা গল্পটা
কবিও লিখতে পারেনি
তুমি গোলাপের মতো হয়ে
ডাস্টবিনে পড়লে
কেউ তোমাকে তুলতে যাবে না
আমার চারোপাশে শুধু বাহানা আর বাহানা
আমি একাই নিশ্চুপ হয়ে বাহানা আটকে
বার বার হেরে যাই
দিন শেষে বেশ্যা মেয়েকে বিয়ে করতে হলে
সিনেমার সুন্দর মেয়েগুলো কি দোষ করলো
আপন থেকে পর হওয়ার দৃশ্যটা
ভুমিক্মের মধ্যেই তৈরি হয়
সেটা হোক পৃথিবীর বুকে
বা মানুষের বুকে
আমার কষ্ট নেই
শুখও নেই
নেই কোন অনুভুতি
দিন শেষে আমি শুধু শুন্য
নিয়তি কখনোই হিসেব ভুল করে না
আমরাই বারে বারে ভুল পথে হাটি
বিশ্বাস ভাঙা মানুষটাও
বিশ্বস্তের ক্যাপশন দেয়

আমরা আজ এই পোস্টে অল্প কিছু কঠিন বাংলা ক্যাপশন দিলাম। আমাদের সকল জনপ্রিয় ক্যাপশনের জন্য বিশেষ টিপ কাজ করতেছে। আমাদের সাথে থাকলে আমরা আগামীতে যে সকল পোস্ট দিব, সেগুলো পেয়ে জাবেন। আমাদের সকল পোস্টগুলো পেতে আমাদের সোস্যাল মিডিয়ায় ফলো করে রাখতে পারেন বা আমাদের সাইটের নটিফেকেশন টা চালু করতে পারেন। অথবা আমাদের গুগল নিউসে ফলো করে রাখতে পারেন।

আমরা চেষ্টা করবো প্রতি সপ্তাহে কঠিন বাংলা ক্যাপশন লিখে দিতে, সেগুলো পুরো সপ্তাহ ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা আমাদের গুগল নিউসে ফলো দিয়ে সাথে থাকবেন।

সব কষ্ট আমি আপন করে নেই
কারন কষ্ট দ্বাতাও আমার আপন
যে জল চোখে ঝড়ে না
তা ভীতরের বন্যার কারন হয়
আমি একাই আমার সফলতার জন্য লড়াই করি
তবে সফল হলে আমার স্বজনরাও তার ভাগ নিবে
সবার বুকেই ব্যাথা
তবে প্রকাশের ধরন ভিন্ন
কেউ ইচ্ছায় হারায়
কেউ অনিচ্ছায়
যারা কাদে না, তাদের হৃদয়ে বন্যা হয়

আজকের কঠিন বাংলা ক্যাপশন পোস্ট এখানেই শেষ করলাম। আশা করি আগামিতে আরো অনেক অনেক ক্যাপশন পাবেন। তাই সবাই আমাদের সাথেই থাকুন। আমাদের হোয়াটসঅ্যাপে ফলো করে রাখার অনুরোধ রইলো। আমাদের সাইটে আবার আসার অনুরোধ রইলো।

- Advertisement -
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Google News Follow Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -