Monday, December 2, 2024
No menu items!
HomeInterNational - আন্তর্জাতিকIPL এ বাংলাদেশিদের অবস্থান নগন্য কেন? দলে নেই কেউ।

IPL এ বাংলাদেশিদের অবস্থান নগন্য কেন? দলে নেই কেউ।

প্রতিবছরের ন্যায় এবারও আইপিএল এ দল ঘোষনা হচ্ছে। দলের মালিক বিভিন্ন দামে বিভিন্ন দেশের খেলোয়াড়দের কিনে নিচ্ছে। তবে সেখানে যেন পাত্তাই নেই বাংলাদেশি খেলোয়াড়দের।

প্রতিবছর বাংলাদেশি খেলোয়াড়দের বড় টান লক্ষ করা যায়। চড়া দামে নিলামে তোলে, চড়া দামে বিক্রি হয়। তবে এবছর সবচেয়ে ক্ষ্যাত খেলোয়াড়দের নাম ও এখনো কোন দলের তালিকায় আসে নি। গত বছর ও যারা টানটানির উপরে বিক্রি হয়েছে, সেই খেলোয়াড়দের নাম মুখেও ভাসেনি সেই দলের মালিকের।

এই অবস্থা বাংলাদেশ সহ সারা বিশ্বে বিশেষ আলোড়ন তৈরি করে ফেলেছে। যেন ভুলেই গেছে বাংলাদেশের খেলোয়াড়দের নাম।

বিশেষ ভাবে যারা আলোচনায়

আইপিএল এ বিশ্বের সেরা খেলোয়াড়দের নাম লিস্টে এলও আসেনি বাংলাদেশি বিশেষ এই নামগুলো

  • সাকিব আল হাসান
  • লিটন দাস
  • হৃদয়
  • মোস্তাফিজ
  • রিশাদ

বিশেষ আলোচনায় থাকা এই বিশ্ব ক্ষ্যাত খেলোয়াড় ছাড়াও কারো নাম ই যেন নাই আইপিএল দলে। এমন ঘটনা এখনো পর্যন্ত যেন সবচেয়ে অসাভাবিক করে অবস্থান নিয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমিকদের হৃদয়ে।

আইপিএল সকল দল সমন্ধে এবং খেলাধুলার সকল খবর পেতে নিচের হোয়াটসঅ্যাপে ফলো করে রাখুন, এবং নটিফেকেশন চালু করে রাখুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর