ফানি পোস্ট ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের ফানি ক্যাপশন

0
627
ফানি পোস্ট ফেসবুক
ফানি পোস্ট ফেসবুক

আমরা সবাই ই কম বেশি সোস্যাল মি়ডিয়া ব্যবহার করে থাকি। আমরা সোস্যাল মিডিয়া ছাড়া অচল প্রায়। বিশেষ করে ইয়োং ছেলে মেয়েরা বেশি সোস্যাল মিডিয়া ব্যাবহার করে, তার সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পোস্ট ও করে। সেই লক্ষে বাংলা ভোর অনলাইন পত্রিকা থেকে কিছু ফানি পোস্ট এর ক্য়াপশন শেয়ার করা হলো। আমি আশা রাখি, এই ফানি পোস্ট গুলো আপনাদের কাছে অনেক অনেক পছন্দ হবে।

সোস্যাল মিডিায় ফানি পোস্ট করেও কিন্তু ভালো পরিমানে রিচ পাওয়া যায়। তার সাথে আমরা সবসময় ই চাই সোস্যাল মিডিয়ায় আমাদের বন্ধুদের ভালো কিছু উপহার দিতে। তারা যেন খুসি হয়। বিশেষ করে আমদের মধ্যে যারা বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ইনকাম করে, বা পেজ নিয়ে কাজ করে, তাদের জন্য সবাইকে ভালো কিছু উপহার দেওয়া খুবই দরকারী।

সবারর কাছে. অ্যাটিটিউড বা ইমোশোনাল ক্যাপশন ভালো না ও লাগতে পারে। তবে ফানি পোস্ট সবার কাছেই কম বেশি ভালো লাগে। এবং এই পোস্টে আমরা আপনাদের জন্য বাছাই করা সকল ফানি পোস্ট নিয়ে এসেছি। আমরা আশা রাখি, এই পোস্টটা আপনাদের সবার কাছেই খুব ভালো লাগবে। এবং নিয়মিত আমাদের সকল পোস্ট পেতে আমাদের সোস্যাল মিডিয়া সহ আমাদের গুগল নিউস প্রফাইলে ফলো করে রাখার বিশেষ অনুরোধ রইল।

জনপ্রিয় বাংলা ফানি পোস্ট

খুব মনো পড়তেছে
কিন্তু কাকে বা কি মনে পড়তেছে
সেটা ই মনে পড়তেছে না
সরকার আমাকে রাজাকার হিসেবে
৫ জিবি নেট দিছে
এমনিতেই পড়তে বসি না
যাও বসতাম তাও পড়তাম না
আমার খুব প্রেম অসুখ হইছে
এখন কেউ কি রক্ত দিয়ে আমাকে সুস্থ করবেন
আমি ফেসবুক চালাই না
আমার খুব ভয় লাগে
না জানি কোথায় একসিডেন্ট করি
নিজেই পড়ালেখা করি না
ছেলে-মেয়েকে কি বলবো বুঝি না
বাহ রে কি দিন কাল এলো
ফ্য়ান ছাড়তে হয়,
মশাও কামড়ায়
শীত ও লাগে
আমি আর ভালো হতে পারলাম না
কারন আমি আগেই ভালো ছিলাম
তোমার সামনে ভুল
পিছে আমি
তুমি কার বউ হবা
শোন, এটা একটা ফানি ক্যাপশন
সুন্দর মেয়েরা কালো অক্ষরে পোস্ট করলেও ভালো লাগে
ইস, আকাশ থেকে যদি
টুকুশ করে একটা
বউ পড়তো
কি দরকার একা থাকার
আসুন সবাই মিলে মিশে
প্রেম করি
আমি একটা আইফোন কিনতে চাই
সবাই এক টাকা করে দিয়ে যান
যেখানে শিক্ষামন্ত্রি সিঙ্গেল
সেখানে স্টুডেন্ট হয়ে প্রেম করা
বিলশিতা মাত্র
প্রেম তো তারাই করে
যাদের সুখে থাকলে ভুতে কিলায়
তুমি যদি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকো
তাহলে এই পোস্টে রিয়েক্ট দিবা
গেছিলাম এক্সের শহরে
বারো বেডার ধাক্কায় জুতা হারাইয়া ফেলছি
আমার কাছে প্রেমের শহরে যাওয়ার ভাড়া নেই
কেউ চাইলে দিতে পারো
আর প্রেম দিলে তো শহরে না যাইয়া ই পারি।
আমি i love you বলে
তোমাকে একটা ইংলিশ গালি দিলাম
বাহ কি সুন্দর একটা গাধা
আমার পোস্টে রিয়েক্ট না দিয়ে
চলে যাচ্ছেে
যেখানে বৃষ্টি ই হয় না
সেখানে বউ নিয়ে বাদাম খাওয়ার শখটা
বিলশিতা ছাড়া আর কি বলুন
ঘুর্নি ঝড়েও আমার শক্ত মনটা ভাঙতে পারে নাই
একটা বোকা মেয়ে সেটা ভেঙে দিয়ে চলে গেছে
আচ্ছা বান্ধুবি
তুই বোকা না আমি বোকা
আচ্ছা ভাই আপনি
পাগল না বোকা
কি অসভ্য ছেলে
আমার পোস্টের দিকে কু নজর দিচ্ছে
তোমার কু নজর পরার পরে থেকে
আমার পোস্টে রিয়েক্ট হচ্ছে না
মানুষ এতো পড়ে কেমনে
আমি তো একবার পরে ই মাজায় ব্যাথা পাইছি
এতো রাতে ফেসবুকে
আপনার কি ঘরে বউ নাই

আজ এই ফানি পোস্টের জন্য এই ক্যাপশনগুলো দিয়ে রাখলাম। প্রতিনিয়ত আমরা নতুন নতুন ক্যাপশন দিতে থাকবো। তাই সবাই আমাদের এই সাইটে ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়াও আমাদের এই সাইটে সকল আপডেট খবর গুলো সবার আগে প্রচার করা হয়। তাই আমাদের এই সাইটের সাথে থাকার জন্য অনুরোধ করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here