Saturday, January 18, 2025
No menu items!
Homeদাম কতসোনা কত প্রকার ও কি কি এবং ১ আনা সোনার দাম কত

সোনা কত প্রকার ও কি কি এবং ১ আনা সোনার দাম কত

সোনা কিনতে চাচ্ছেন, অথচ সোনার প্রকার ভেদ সমন্ধে ই জানেন না, তাহলে তো আপনি ঠকে যাবেন ভাই। আমরা আপানাকে জেতাতে চাই, আমরা আমাদের বাংলা ভোর নিউস পেপারে আপনাদের বিশেষ ভাবে সোনা কত প্রকার এবং কি কি আর ১ আনা সোনার দাম কত এই বিষয়ে অবগত করতে চলেছি।

আশা করি এই পোস্টে মাধ্যমে সোনা নিয়ে সকল প্রশ্নের উত্তর খুব সহজে ই যেনে নিতে পারবেন। তার সাথে বলে রাখা ভালো, আমরা এর আগেও সোনার দাম কত এই বিষয়ে পোস্ট করেছি। সেখানে ও আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আপনি সময় করে সেগুলো পড়ে নিতে পারেন।

সোনা কত প্রকার ও কি কি

সোনা অনেক প্রকার আছে। তবে সাধারনত আমরা বাজারের ধরন অনুযায়ী সোনাকে ৬ প্রকারে ভাগ করতে দেখি। এই ছয় প্রকার ভাগ ৬ টি ভিন্ন ভিন্ন সংখ্যার দ্বারা করা হয়েছে।

সেই সাথে আবার এদের ভিতরে অনেক বেশি দুরুত্ব রয়েছ। যেমন ২২ ক্যাটেট সোনা, ২৪ ক্যাটেট সোনা ইত্যাদি। মধ্যবর্তি দুরুত্ব ২ ধাপ। এখানে এমন বোঝাতে পারে, এটি সহজে বোঝার জন্য ব্যবহার করা হয়। তবে ২২.১, ২২.২ এভাবে ধীরে ধীরে আগানো হয়। তবে এতো ক্ষুদ্র ভাবে হিসেব করতে গেলে যেমন হিসেবেও সমস্যা তেমন আবার কিনতে গেলেও ঝামেলা।

তাই বড় বড় ৬ টি ধাপে ভাগ করে দেওয়া হয়েছে। তবে এই ভাগ গুলো কেন করা হয়েছে, সেটি জানতে হবে আমাদের।

আসলে ২৪ ক্যাটেট সোনা বলতে, এখানে ১০০ ভাগ খাটি সোনা বোঝায়। মানে এর মাঝে কৃতিম ভাবে মেশানো বা প্রাকৃতিক ভাবে পাওয়ার সময় কোন ভেজাল বা অন্য ধাতু ঢুকতে পারে নাই। তাই একে ২৪ ক্যাটেট সোনা বলে থাকে। উল্লেক্ষ্য সোনার সর্ব শেষ স্থর ই হলো ২৪ ক্যাটেট।

এবার ২২ ক্যাটেট সোনা বলতে এখানে ২২ টি সোনার অংশ বাকি ২ টি ভিন্ন কোন ধাতুর অবস্থান আছে, এমন টা বোঝানো হয়েছে। আর তার উপরে আবার এখানে ৯০ শতাংস সোনা বাকি ১০ সতাংশ ভিন্ন কোন ধাতু আছে এমন সোনাকে বোঝায়।তবে যা ই হোক এভাবে নিচের দিকে আসতে থাকে।

সোনার এই প্রকারভেদ নিয়ে খুব তারাতারি আমরা আরো পোস্ট করবো। এবং সোনা কেনার উপযুক্ত সময় বা সোনার দাম কখন কম থাকে, সে বিষয়ে সকল আপডেট জানতে আমাদের এই ওয়েবসাইটের নটিফেকেশন চালু করে রাখতে পারেন।

সোনার ৬ টি প্রাকার ভেদ হলো

  • 24 ক্যারাট = 100% ক্যারাট অথবা বিশুদ্ধ স্বর্ণ
  • 22 ক্যারাট = 91.7 % স্বর্ণ আংশিক ভিন্ন ধাতু
  • 18 ক্যারাট = 75.0 % স্বর্ণ ২৫ সতাংশ ভিন্ন ধাতু
  • 14 ক্যারাট = 58.3 % স্বর্ণ বেশ খানিকটা ভিন্ন ধাতু
  • 12 ক্যারাট = 50.0 % স্বর্ণ অর্ধেকটা ভিন্ন ধাতু
  • 10 ক্যারাট = 41.7 % স্বর্ণ অধিকাংশ ভেজালে ভরা

আশা করি এখন থেকে সোনা কেনার আগে বিষয়টা মাথায় রেখে কাজ করবেন। আর সোনা কেন বেচা করে যদি লাভ করতে চান, বা এখানে টাকা ইনভেস্ট করতে চান, তাহলে আমাদের এই পত্রিকার সোনা বিষয়ক সকল পোস্ট সবার আগে পড় নিন। কেননা আমরা আপনাদের সোনার সর্বোচ্চ এবং সর্ব নিম্ম দাম সমন্ধে জানিয়ে দিব।

১ আনা সোনার দাম কত

যেহেতু আগেই বলেছি সোনার ৬ টি প্রকার ভেদ নিয়ে সকল কিছু। তাই এখানে সোনার ৬ প্রাকারের ১ আনা সোনার দাম কত সেটি জানতে পারবেন। আমরা এখানে ১ আনা সোনার দাম কত সেটি ভালো ভাবে উল্লেখ করে দিব।

এখানে শুধু ১ আনা সোনার দাম দেওয়া হলো, তবে বাকি হিসাব আমাদের অন্য পোস্টে পাবেন।

২৪ ক্যারাট ৮৭১৬
২২ ক্যারাট ৭৯৯৬
২১ ক্যারাট ৭৬৩২
১৮ ক্যারাট ৬৫৬৭
সাধারনত এর বাইরে যে সোনার কোয়ালিটি আছে, সেগুলো কেউ কেনে না। তাই এর দাম সমন্ধে জানাটাও কঠিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -