আচ্ছা আমরা যদি বিভিন্ন ভাবে অ্যাড ক্যাম্পেইন করতে পারি, এবং আমাদের বিভিন্ন ধরনের লিংক প্রচার করতে পারি, তাহলে কি ভালো হয় না। আপনি অ্যাড ক্যাম্পেইন করে কিভাবে অনেক অনেক টাকা আয় করতে পারেন, আমরা এই পোস্টে বাংলা ভোর থেকে আপনাদের সাথে আলোচনা করবো।
এই পোস্টে আমরা অ্যাড ক্যাম্পেইন করে কি কি ধরনের সুবিধা পেয়ে অনলাইন থেকে ইনকাম করতে পারি, সে সকল বিষয়ে আলোচনা করবো। আর মাঝে একটু ইংরেজি থাকলে সেটা দেখে ঘাবরাবেন না।
- ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম সহ ইত্যাদি প্রফাইলে ফলো বাড়াতে পারি।
- বিভিন্ন রেফার লিংক শেয়ার করে আয় করতে পারি।
- adsterra বা ইত্যাদি অ্যাড নেটওয়ার্ক থেকে আমরা ডায়রেক্ট লিংক নিয়ে সেখানে ভিউ পেতে পারি
- নিজেদের ব্লগে বা ওয়েবসাইটে ভিসিটর নিতে পারি
- ইউটিউব বা ফেসবুক সহ সকল সোস্যাল মিডিয়ায় ভিউ বাড়াতে পারেন
- CPA লিংক মার্কেটিং করতে পারেন
- যে কোন পন্যের প্রচার করতে পারেন।
- অ্যাফেলিয়েট লিংক শেয়ার করতে পারেন
আরো ইত্যাদি ভাবে অনলাইনে ক্যাম্পেইন করে টাকা আয় করতে পারেন বা বিভিন্ন ভাবে উপকার পেতে পারেন।
local services ads এর একটি উদাহরন
আমি কয়েকদিন আগে একটা ইউটিউবার কে টেলিগ্রাম থেকে ক্যাম্পেইন করে, তার ইউটিউব চ্যানেলে মনিটাইজ করাতে দেখেছি, সেখানে সে ৩০ হাজার সাবসক্রাইবার বানিয়ে ফেলেছিল মাত্র সামান্য টাকা খরচ করে।
তার সাথে আবার তার টেলিগ্রাম চ্যানেলে ৫০ হাজার ফলো বানিয়ে ফেলেছিল। এবং সেখানে সে রেফার লিংক শেয়ার করতো, সে তার একটা ক্যাম্পেইন থেকে ইউটিউব আবার টেলিগ্রাম উভয় যায়গাতে সফল হয়েছিল।
তার ক্যাম্পেইন থেকে আসা সকল লোকজন তার ইউটিউব ভিডিও দেখতো, সেখান থেকে সে ভালো মানের ইনকাম করতে সক্ষম ছিল। তার সাথে টেলিগ্রাম থেকেও সে মনিটাইজের মাধ্যমে ইনকাম পায়। আবার অপর দিকে সেখানে বিভিন্ন ধরনের রেফার লিংক শেয়ার করে, সেখান থেকে যারা যয়েন করে তার প্রতি কমিশন পায়। আবার সারা জীবন যা কাজ করে, সেখানেও তার একটা কমিশন পেয়ে থাকে।
chat gpt sayd. what is local services ads
Local Services Ads (LSAs) are a type of online advertising provided by Google that help businesses connect with potential customers in their local area. They’re designed to appear at the top of Google search results when users search for services in their vicinity. Here’s a brief overview of how they work and their benefits:
How LSAs Work:
- Ad Placement: LSAs appear at the top of Google search results, above traditional search ads and organic listings.
- Business Listings: They feature a business’s name, phone number, and reviews, often accompanied by a “Google Guaranteed” badge, which indicates that Google has vetted the business.
- Lead Generation: Users can directly contact the business through the ad by calling or sending a message. Some ads also allow users to book appointments directly through the ad.
- Pay-per-Lead Model: Unlike traditional PPC (pay-per-click) ads, LSAs operate on a pay-per-lead basis. Businesses only pay when they receive a lead from the ad. Benefits of LSAs:
- Local Targeting: LSAs are highly targeted for local searches, making them effective for businesses that serve specific geographic areas.
- Trust and Credibility: The “Google Guaranteed” badge can enhance trust and credibility, as it signifies that Google has verified the business.
- High Visibility: Being at the top of search results increases visibility and can drive more leads compared to other ad formats.
- Easy Management: LSAs are relatively straightforward to set up and manage, with a focus on generating leads rather than clicks. Getting Started:
- Sign Up: Businesses need to sign up for the Local Services Ads program through Google and complete the verification process.
- Create a Profile: Fill out your business profile with relevant information, including services offered, coverage area, and business hours.
- Set Your Budget: Define how much you’re willing to spend on leads.
- Manage Leads: Monitor and respond to leads through the Local Services Ads dashboard.
If you have specific questions about LSAs or need help with setting them up, feel free to ask!
এখানে চ্যাট জিপিটি যা বলেছে, আমরা তার থেকে গোপন কিছু জানতে চলেছি। আমাদের সকল কিছু সমন্ধে জানতে হলে আপনি আমাদের সাথে থাকতে পারেন। আমরা আমাদের সাইটের নটিফেকেশন অপশন চালু করেছি, যারা আমাদের সাইটের সকল তথ্য সবার আগে পেতে চায়, তারা সেটি অন করে রাখে।
local services ads
লোকাল সার্ভিস অ্যাড সমন্ধে অনেকে অনেক কিছু ভেবে থাকেন হয়তো। কিন্তু সহজ ভাষায় আজ বাংলা ভোর থেকে জানতে পারবেন।
লোকাল সার্ভিস বলতে লোকাল এড়িয়া বা যেখানে সেটি প্রচার করা দরকার সেই স্থানে বিজ্ঞাপন চালানোকে বোঝায়। মানে ধরেন কোন একটা রেস্টুরেন্ট, সেটি তার এড়িয়া জুড়ে প্রচার করা দরকার। সেটি সারা দেশে প্রচার করে কোন লাভ নেই।
আবার যদি, কোন ব্লগ পোস্ট আমরা বাংলা ভাষায় লিখে রাখি, তাহলে সেটি ইংরেজি বা হিন্দি সহ অন্যান্য ভাষায় প্রচার করা হলে কোন প্রকারের কোন লাভ হবে না। তাই এটি বাংলা ভাষার মানুষের কাছে পৌছানো দরকার। সেখানে আপনি যদি বাংলা ভাষার মানুষের কাছে পৌছাতে পারেন তাহলে সেখানেই local services ads এর প্রচার করা হয়।
google campaign কি
গুগল ক্যাম্পেইন বলতে গুগলে বিভিন্ন জিনিস প্রচার করাকে বলে। সাধারনত গুগলে প্রচার করার মাধ্যমে ইউটিউব, গুগল সার্চ ইন্জিন, প্লেস্টোরে, অ্যাডসেন্স এবং অ্যাড মোবের মাধ্যমে গুগলের তৈরি নয় এমন সকল অ্যাপ এবং ওয়েবসাইটেও প্রচার করা সম্ভব।
আবার বিশেষ করে গুগল ক্যাম্পেইন বিশেষ ভাবে টার্গেটিক লোকেশন সহ বিভিন্ন ভাবে টার্গেটিক অডিয়েন্সের কাছে পৌছাতে সক্ষম। তাই সবাই গুগলের উপর বিশেষ ভাবে নির্ভরশীল। তবে google campaign এর জন্য খরচ যেমন বেশি প্রয়োজন তেমন সেখানে সবাই কাজ করতে পারে না। এর সাথে সকল ধরনের লিংক google campaign এর জন্য সাপোর্টাবল নয়। সেজন্য আমাদের অন্য পথ খুজে বের করতে হয়।
কোথায় ক্যাম্পেইন করা যায়
আজকের এই পোস্টের মুল টপিক ই হলো আপনাদের সাথে নতুন একটা প্লেস পরিচয় করিয়ে দিব, যেখানে আপনারা সহজেই ক্যাম্পেইন করতে পারেন। আবার সহজে মেনেজম্যান্ট করতে পারেন।
তার সাথে আবার আপনারা চাইলে সহজেই মাত্র ০.১০ ডলার খরচে ১০০০ ইমপ্রেশন নিতে পারবেন। আর অন্য দিকে আবার এখানে সহজেই প্রচুর ক্লিক পাওয়া সম্ভব।
বাংলা দেশি ১০ টাকায় আপনারা এই সাইটে ১০০০ ইমপ্রেশন পাবেন আবার আপনারা সেখান থেকে ৭০০-৮০০ ক্লিক ও পাবেন। তাই সেখানে আপনারা ক্যাম্পেইন শুরু করতে পারেন।
এই ক্যাম্পেইন করতে হলে আপনাকে টেলিগ্রামের অ্যাডসে যেতে হবে। এটি আমরা টেলিগ্রামে আসা নতুন এই ক্যাম্পেইন সিস্টেমের কথা বলেছি।
আশা করি আপনারা টেলিগ্রামে ক্যাম্পেইন করে ভালো ফলাফল পাবেন। তবে সাধারনত টেলিগ্রামে থাকা মানুষ পছন্দ করে না এমন কোন বিষয়ের জন্য টেলিগ্রামে ক্যাম্পেইন করবেন না।
আমাদের সাথে থাকলে আরো অনেক অনেক প্রয়োজনিয় তথ্য পাবেন, তাই ফলো করে সাথেই থাকুন।