বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসির মতোই লা মাসিয়ার ফসল লামিন ইয়ামাল। বয়স মাত্র ১৮, তবু ইতোমধ্যেই বার্সার ইতিহাসে জায়গা করে নিয়েছেন ক্লাবের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ও সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে।
লা লিগা ও কোপা দেল রে–তে জয়ের স্বাদ পেয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। এমনকি ২০২৫ সালের ব্যালন ডি’অর তালিকায় দুই নম্বরে থেকেও বিশ্বজুড়ে আলোচনায় রয়েছেন তিনি।
তবে নিজের সাফল্যের মাঝেও ইয়ামাল মেসির প্রতি সম্মান জানাতে ভোলেন না। মেসির মতোই লা মাসিয়া থেকে উঠে আসা এই তরুণ মনে করেন—আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে তুলনা করা অন্যায়।
ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচ শেষে ইয়ামাল বলেন,
আমি নিজেকে মেসির সঙ্গে তুলনা করতে চাই না। তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন। তাঁর গোলসংখ্যা প্রায় হাজারের কাছাকাছি। আমি শুধু আমার পথেই এগিয়ে যেতে চাই, নিজের সর্বোচ্চটা দিতে চাই।
সেই ম্যাচে দুর্দান্ত এক গোল করেন ইয়ামাল। গোলটি নিয়ে বললেন,
আক্রমণটা খুব দ্রুত হয়েছিল। ফেরমিন চমৎকার এক ফ্লিকে বলটা আমার সামনে বাড়িয়ে দেয়, আমি সেটি নিয়ন্ত্রণ করে ঠাণ্ডা মাথায় ফিনিশ করি।
ফুটবল বিশ্লেষকরা ইতোমধ্যেই ইয়ামালকে “নতুন মেসি” বলে অভিহিত করছেন। তবে তরুণ স্প্যানিশ ফরোয়ার্ডের দৃষ্টিতে, মেসি এক অনন্য অধ্যায়—যাকে শুধু অনুসরণ করা যায়, তুলনা নয়।
লা মাসিয়ার সেই ঐতিহ্য আজও বার্সেলোনার প্রাণ, আর ইয়ামাল যেন সেই আলোয় তৈরি নতুন আশার প্রতীক।
