লাহোর টেস্টের দ্বিতীয় দিনে যেন ঘূর্ণির নাচনই চলল! পুরা দিনে পড়েছে ১৬টা উইকেট, তার মধ্যে ১৫টাই আবার স্পিনারদের দখলে। এখন মনে হচ্ছে, এই ‘স্পিনের লড়াইয়ের’ আসল মজা দেখা যাবে কাল, টেস্টের চতুর্থ দিনে।
২৭৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষে ওদের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। জিততে গেলে এখনো ২২৬ রান দরকার প্রোটিয়াদের, আর পাকিস্তানের লাগবে আরও ৮ উইকেট।
প্রথম ইনিংসে পাকিস্তানের নুমান আলির ঘূর্ণি জাদুতে দিশেহারা হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২৬৯ রানেই থেমে যায় তাদের ইনিংস। একমাত্র টনি ডি জর্জিই টিকে ছিলেন, করেছেন ১০৪ রান। কিন্তু নুমান একাই কাবু করেন ৬ জন ব্যাটারকে।
তবে ১০৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামেই ভরাডুবি পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার — সেনুরান মাথুসামি আর সিমন হারমার — যেন আগুন ঝরালেন বল হাতে! ১৬৭ রানেই থেমে গেল স্বাগতিকদের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের কেউই ফিফটি পায়নি। বাবর আজম করেছেন ৪২, আব্দুল্লাহ শফিক ৪১ আর সৌদ শাকিল ৩৮। ওদের এই রানেই দেড়শ পার হয় পাকিস্তান। মাথুসামি আবারও নেন ৫ উইকেট (প্রথম ইনিংসেও ৬টা নিয়েছিলেন), হারমারের ঝুলিতে যায় আরও ৪টা।
শেষ বিকেলে দক্ষিণ আফ্রিকা যখন ব্যাটে নামে, তখনই ধাক্কা খায়। মাত্র ১৮ রানে ফেরেন অধিনায়ক এইডেন মার্করাম (৩) আর উইয়ান মুল্ডার (০)। শেষে রায়ান রিকেলটন ২৯ আর টনি ডি জর্জি ১৬ রানে অপরাজিত থাকেন। কাল আবার ওদের হাতেই ভরসা দক্ষিণ আফ্রিকার।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের দুই উইকেটই নিয়েছেন সেই নুমান আলি।
