Monday, December 2, 2024
No menu items!
HomeInterNational - আন্তর্জাতিকMrBeast bangla মিস্টার বিস্ট এর জীবন কাহীনি বিলিয়ন ডলার এর ঘটনা

MrBeast bangla মিস্টার বিস্ট এর জীবন কাহীনি বিলিয়ন ডলার এর ঘটনা

জিমি ডোনাল্ডসন এর ইউটিউব চ্যানেলের নাম MrBeast.  Mr.Best একন এই লোকটির সংক্ষিপ্ত নাম হিসিবে গন্য। 

গুগলের তথ্য সুত্রে, এই দুর্দান্ত বালকের বয়স মাত্র ২৫ বছর। এর পরিচয় বললে, এই ছেলেটি অ্যামেরিকার নাগরিক।

বর্তমান বিশ্বে, সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে অন্যতম হলো মি. বিস্ট। তার ইউটিউবে অতি দ্রুত সাবসক্রাইব বেড়ে চলেছে। এবং ইউটিউব থেকে তার প্রতিমাসে ইনকাম ৩০ বিলিয়ন ডলেরর ও বেশি। যদিও এটা একোরেট বলা সম্ভব নয়।

ইউটিউবের ইনকাম বাড়ে আবার কমে। 

তার সাথে তার ভিডিওতে লক্ষ লক্ষ ডলার খরচ করে। কিন্তু যা প্রায় ই তার ইউটিউব থেকে কভার করতে পারে। এছাড়াও তার আয়ের উৎস হিসেবে রয়েছে, চকলেটের কম্পানি।

আমরা যদি অলেম্পিক কম্পানির কথা বলি, অলেম্পিক কম্পানি তাদের ইনকামের ৮৮ % ইনকাম করে তাদের বিস্কুট কোম্পানিগুলো থেকে আর মাত্র বাকি ১২% ইনকাম আসে তাদের ব্যাটারি কম্পানি থেকে। 

সেদিকে মিস্টার বিস্ট,  অ্যামেরিকা সহ বিস্বের কয়েকটি উন্নত দেশে তার চকলেট কম্পানির রপ্তানি করেন। সেখান থেকে তিনি অনেক বড় একটা এমাউন্ট পেয়ে থাকেন।

যেহেতু সে ইউটিউব নিয়েই পরিচিতি পেয়েছেন, তাই ইউটিউব নিয়েই বলা যাক। তার প্রতিটি ভিডিওতে রয়েছে কয়েকশ মিলিয়ন ভিউ। এখনো পর্যন্ত এমন লোক ভিত্তিক চ্যানেলে এতো ভিউ দেখা সম্ভব হয়নি।

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বা বেশি সাবস্ ক্রাইবের ইউটিউব চ্যানেল T SIRIS কে ও প্রায় সুই সুই এই চ্যানেলটি। 

তার সাথে দেখা যায় এই চ্যানেলে, কিছু উন্নত প্রযুক্তি কাজ করে। এদের চ্যানেলে AI দিয়ে ভয়েস নিজের ভাষায় অনুবাদ করে শোনা যায়। 

এই এউটিউবার ২০১১ সাল থেকে শখের বিষয় একটি ইউটিউব চ্যানেল খোলে, এখন পর্যন্ত সেই চ্যানেলটি সবচেয়ে পরিচিতি পাচ্ছে। এদের একাধীক চ্যানেল রয়েছে। মি.বিস্ট তার কয়েকজন বন্ধুকে নিয়েই এই চ্যানেলকে তুলতে পারছে। 

২০১১ সালে তার এই চ্যানেলে তিনি গেম প্লে ভিডিও আপলোড করতেন। কিন্তু তখন এই দুর্দান্ত ইউটিউবারের ভিডিওতে ০ ভিউ ও ছিল। 

তিনি তার একাধীক ভিডিওতে বিষয়গুলো জানিয়েছেন। তার বন্ধু একটি ভিডিওতে বলে, আমরা আমাদের খাবর টেবিলে বসে এই চ্যানেলের আলোচনা করতাম। যা আজ সারা জাগিয়েছে পুরো বিশ্ব জুড়ে। 

মি. বিস্ট তার ভিডিও থেকে গুগলের বিঞ্জাপন দিয়ে ইনকাম করে, নিজের পন্য প্রচার করেন, অনেক সময় অনেক কম্পানির স্পন্সার ও  করেন।

তার ভিডিওতে যত বেশি টাকা খরচ করতে দেখা যায়, আসলে এতোটা নয়। কিছু কিছু বিষয় যা তারা তাদের স্টুডিওতেও শুট করেন। 

তার দেওয়া  সুত্রে, যে ভিডিওগুলো সবচেয়ে বেশি কষ্ট করে তৈরি করেছেন তিনি, সেখান থেকেই তার তত বেশি ইনকাম হয়েছে। 

দুর্দান্ত  এই ইউটিউবারের অনেক ধরনের পাগলামি ভিডিও দেখা যায়, তার অনেক টা গ্রাফিক্সেও হয়। 

এই ইউটিউবার তার এই দুর্দান্ত প্রতিভার সাথেও আরো একটি মহৎ গুনের অধীকারি, তিনি কিছুদিন আগেও ১০০০ অন্ধ মানুষের চোখের চিকিৎসা দিয়েছেন।  তার রয়েছে মানুষের প্রতি উদার দয়া।

আমাদের বাংলা ভোর নিউজ সাইটের সাথে থাকুন। এবং আপনার প্রয়োজনীয় সকল খবর দেখতে পারেন।

mrbeast photo or image for wallpaper

মিস্টার বিস্ট সমন্ধে আরো জানতে কমেন্ট করতে পারেন। আমরা আগামীতে আরো পোস্ট দেওয়ার চেষ্টা করবো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর