Friday, November 14, 2025
No menu items!
HomeInterNational - আন্তর্জাতিকহল্যান্ডের জোড়া গোলে শীর্ষে ম্যানচেস্টার সিটি, অপ্রতিরোধ্য ‘গোলমেশিন’

হল্যান্ডের জোড়া গোলে শীর্ষে ম্যানচেস্টার সিটি, অপ্রতিরোধ্য ‘গোলমেশিন’

- Advertisement -
- Advertisement -

ক্লাব কিংবা জাতীয় দল—যেখানেই খেলেন, আর্লিং হল্যান্ড যেন গোলের যন্ত্র। নরওয়ের হয়ে আগের ম্যাচে হ্যাটট্রিক করা এই ‘গোলমেশিন’ আন্তর্জাতিক বিরতি শেষে ফিরেও থামেননি। প্রিমিয়ার লিগে এবার ম্যানচেস্টার সিটির জয়ে অবদান রাখলেন জোড়া গোল করে।

আজ এভার্টনের বিপক্ষে ইতিহাদে মাঠে নামে পেপ গার্দিওলার দল। প্রথমার্ধে গোল না পেলেও বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। দ্বিতীয়ার্ধে হল্যান্ডের দুই গোলেই এভার্টনকে ২–০ ব্যবধানে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। ৮ ম্যাচে ৫ জয়, ১ ড্র ও ২ হারে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে এভার্টন।
ঘরের মাঠে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছে সিটিজেনরা। প্রিমিয়ার লিগে শেষ আট হোম ম্যাচের সাতটিতেই জয় পেয়েছে গার্দিওলার শিষ্যরা। এদিনও ৭০ শতাংশ বল দখলে রেখে তারা পুরো ম্যাচে ১৯টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে এভার্টন নিতে পেরেছে মাত্র পাঁচটি শট, তারও একটিই লক্ষ্যে।

অসাধারণ ফর্মে থাকা হল্যান্ড যেন আগের মৌসুমের ছায়া। জাতীয় দলে হ্যাটট্রিকের পর এখন ক্লাবের হয়ে জোড়া গোল করে তিনি আবারও প্রমাণ করলেন—গোলের সামনে সুযোগ পেলে তাকে থামানো প্রায় অসম্ভব।

- Advertisement -
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Google News Follow Now
Yasin arafat
Yasin arafathttps://www.banglavor.com/
বাংলা ভোর অনলাইন পত্রিকার একজন লেখক হিসেবে নিয়োজিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -