দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে শেষ হলো ফ্রেঙ্কি ডি ইয়ংকে নিয়ে সব জল্পনা। প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গেই নতুন করে চুক্তিতে গেলেন এই ডাচ মিডফিল্ডার। নতুন চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত থাকবেন তিনি ন্যু ক্যাম্পে। আজ এক অফিসিয়াল ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।
২০১৮–১৯ মৌসুমে আয়াক্সের হয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্সে সবার নজর কাড়েন ডি ইয়ং। সেই সময় থেকেই বার্সার নজরে পড়ে যান তিনি। অবশেষে সেই স্বপ্নের দলেই জায়গা পান এবং হয়ে ওঠেন মিডফিল্ডের প্রাণভোমরা। আগের চুক্তি শেষ হওয়ার আগেই নতুন করে স্বাক্ষর করে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তিনি।
তবে এই নবায়নটা সহজে হয়নি। পুরনো এজেন্টের কিছু জটিলতার কারণে অনেক দিন ধরে ঝুলে ছিল আলোচনাটা। শেষমেশ সব গুছিয়ে নতুন করে চুক্তিতে যেতে পারায় খুশিতে ভরপুর এই ২৮ বছর বয়সী তারকা।
চুক্তি স্বাক্ষরের পর ডি ইয়ং বলেন,
ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম বার্সেলোনার হয়ে খেলব। এখন আমি সেই স্বপ্নের ভেতরেই বেঁচে আছি। চাই, এই ক্লাবের হয়ে আরও অনেক বছর খেলি, অনেক শিরোপা জিতি।
তিনি আরও বলেন,
বার্সার হয়ে এখনো চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি, সেটাই এখন আমার সবচেয়ে বড় লক্ষ্য। শুধু চ্যাম্পিয়নস লিগ না, সুপার কাপসহ যতগুলো ট্রফি আছে, সবই জিততে চাই।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠেছিল বার্সেলোনা, কিন্তু পিএসজির কাছে হেরে থেমে যায় স্বপ্নযাত্রা। এরপরও লা লিগাসহ বেশ কিছু শিরোপা জিতেছে দলটি। কোচ হ্যান্সি ফ্লিকের দিকনির্দেশনা এবং অনুপ্রেরণাকেই নিজের উন্নতির পেছনে বড় কারণ হিসেবে দেখছেন ডি ইয়ং।
তার ভাষায়,
শুরু থেকেই কোচ আমার ওপর বিশ্বাস রেখেছেন। সব সময় বলেছেন, ‘তুমি পারবা।’ আমি উন্নতি করতে পেরেছি তাঁর দিকনির্দেশনা আর সহযোগিতাতেই।
