ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় তরুণ ফুটবলার আন্তোনি ইলানের মর্মান্তিক মৃত্যু

0
18
আন্তোনি ইলান সড়ক দুর্ঘটনা
আন্তোনি ইলান সড়ক দুর্ঘটনা

ব্রাজিলের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পিয়াউই এস্পোর্ত ক্লাবের তরুণ ফরোয়ার্ড আন্তোনি ইলান। মাত্র ২০ বছর বয়সেই থেমে গেল তার প্রতিশ্রুতিময় ফুটবল ক্যারিয়ার।

গত সোমবার ভোররাতে বাবার জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন ইলান। ফেরার পথে পিয়াউই রাজ্যের আলতোস পৌর এলাকায় তার মোটরবাইক একটি গরুর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় তিনি বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইলান বেশ দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলেন, ঠিক তখনই রাস্তার মাঝখানে হঠাৎ উঠে আসা একটি গরুর সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে।

এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক জানিয়েছে পিয়াউই এস্পোর্ত ক্লাব। এক বিবৃতিতে তারা জানায়,

  • “আমাদের তরুণ ফরোয়ার্ড আন্তোনি ইলান এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন—এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ইলান ২০২৪ সালে দলে যোগ দিয়েছিলেন এবং সেই বছরই আমাদের যুব দল চ্যাম্পিয়নশিপ জিতেছিল।”

ক্লাবটি আরও জানায়,

  • “তিনি সাও পাওলো যুব কাপ ও নর্থইস্ট অনূর্ধ্ব–২০ প্রতিযোগিতায় ক্লাবের প্রতিনিধিত্ব করেছিলেন। এ সপ্তাহেই কোপা দো ব্রাজিল অনূর্ধ্ব–২০ টুর্নামেন্টে অংশ নিতে দলের সঙ্গে ফোর্তালেজায় যাওয়ার কথা ছিল তার।”

এর আগে ইলান খেলেছেন আলতোস এফসি এবং ফ্লুমিনেন্স–পিআই ক্লাবে। অল্প বয়সেই মাঠে প্রতিভার ঝলক দেখিয়ে অনেকের প্রিয় হয়ে উঠেছিলেন এই তরুণ ফরোয়ার্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here