নারী বিশ্বকাপে এখনো পর্যন্ত বাংলাদেশের ভাগ্যে হাসি কম, কষ্টই বেশি। তিন ম্যাচে হেরেছে তিনটা, জিতেছে মাত্র একটা। তাই এবার শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে সামনে থাকা ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই নিগার সুলতানাদের সামনে।
আগামীকাল বিকেল সাড়ে তিনটায় ভারতের বিশাখাপত্তনমে মাঠে নামবে লাল-সবুজরা, প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগের মুখোমুখি রেকর্ডে অজি মেয়েরা অনেক এগিয়ে, তাই কাল বাংলাদেশের জন্য কঠিন এক লড়াইই অপেক্ষা করছে।
ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো জয় পায়নি বাংলাদেশ। তবুও দমে যাননি সোবহানা মোস্তারি। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন,
অস্ট্রেলিয়া তো দুনিয়ার সেরা দল। তারপরও আমরা নামি জেতার মানসিকতা নিয়েই। শুধু ভালো খেলব—এই চিন্তা নিয়ে নামি না, নামি জয়ের জন্যই।”
গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাতের মুঠো থেকে ম্যাচ ফসকে যাওয়ার পর দলটা ভীষণ ভেঙে পড়েছিল। ম্যাচ শেষে অধিনায়ক নিগার সুলতানা নিজেই বলেছিলেন, হারের পর ড্রেসিংরুমে অনেকেই কেঁদেছে।
এই অবস্থা থেকে কীভাবে আবার লড়াইয়ে ফিরেছে দল? মোস্তারি বলেন,
হ্যাঁ, আগের ম্যাচটা খুব খারাপ লেগেছিল। কিন্তু পরে বসে আমরা ভালো দিকগুলো নিয়ে আলোচনা করেছি। ক্যাপ্টেন আর টিম ম্যানেজমেন্ট আমাদের উৎসাহ দিয়েছে। বলেছে, তোমরা ভালোই চেষ্টা করছো—এভাবেই সামনে এগোও।
অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে লড়তে গেলে অভিজ্ঞতা দরকার, অথচ বাংলাদেশের দলটা বেশ তরুণ। এ নিয়ে মোস্তারি বলেন,
আমরা প্রায় চার বছর ধরে একই দল নিয়ে খেলছি। বড় বড় দলের সঙ্গে খেলেছি—ঘরে-বাইরে দু’জায়গাতেই। তাই ভয় না পেয়ে নিজেদের খেলাটা খেললেই ভালো কিছু সম্ভব।
তিনি আরও যোগ করেন,
আমাদের ছোট খেলোয়াড়রাও এখন অনেক পরিপক্ব। যেমন স্বর্ণা—ও আগেরবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমন ভালো করতে পারেনি, কিন্তু শেষ ম্যাচে দেখিয়েছে ওর সামর্থ্য। ওর মতো সবাই চেষ্টা করছে নিজেদের সেরাটা দেওয়ার।
