Sunday, November 9, 2025
No menu items!
HomeInterNational - আন্তর্জাতিকআসলেই কি কেউ ভিনগ্রহ থেকে আসতে পেরেছে?

আসলেই কি কেউ ভিনগ্রহ থেকে আসতে পেরেছে?

- Advertisement -
- Advertisement -

সম্প্রতি সোস্যাল মিডিয়া জুড়ে একটি ভিডিও এবং কিছু কিছু স্থানে ক্যাপশনে আর কিছু ফটোর সাহায্যে একটি তথ্য ছড়িয়ে পড়েছে

সেখানে বলা হচ্ছে কোন মহিলা ভিনগ্রহ থেকে ভুলে চলে এসেছে, আবার চলেও গিয়েছে। তবে এর বিশেষ কোন ভিত্তি নেই। হিবিজিবি কোন ভাষায় লেখা একটা পাসপোর্ট আর একটা লম্বা হিজাব পড়া মহিলাকে দেখানো হচ্ছে।

আসলে এমন কোন ঘটনাকে উক্ত বিমানবন্দর নোটিশ করেনি। তাছাড়াও এটি সমন্ধে সেখান থেকে কোন তথ্যের উৎপত্তি ও লক্ষ করা যায়নি। এবং বিভিন্ন সোস্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনসট্রা, টুইটার এবং টিকটকে এলগরিদম এর ভিত্তিতে এটি দ্রুত রিচ করে একটা অলৌকিক ঘটনার বর্ণনা হিসেবে মানুষ দেখতে থাকে আর প্রচুর ছড়িয়ে যায়।

বিশ্ব সেরা কিছু মিডিয়া এটিকে ai দ্বারা তৈরি বলে জানিয়েছে। তবে এটি মুলত একটি জাপানি গল্পের সাথে সম্পর্কিত গুজব। যা সেই গল্পের একটি অংশ থেকে নেওয়া হয়েছে।

ম্যান ফ্রম টরেড: “ম্যান ফ্রম টরেড” কাহিনী: ১৯৫৪ সালে টোকিওর হানেদা বিমানবন্দরে একজন লোক একটি পাসপোর্ট নিয়ে এসেছিলেন, যেখানে দেশের নাম লেখা ছিল ‘Taured’। ম্যাপে সেই দেশের কোনো অস্তিত্ব ছিল না। লোকটি রহস্যজনকভাবে গায়েব হয়ে গিয়েছিল বলেও গুজব আছে। যদিও ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী এই গল্পের অনেক অংশই অতিরঞ্জিত বা বানোয়াট।

​”Torenaza” গল্প: আধুনিক ‘Torenaza’ বা ‘Torenza’ পাসপোর্ট গল্পটি হলো সেই পুরোনো ‘ম্যান ফ্রম টরেড’ কিংবদন্তির একটি AI-চালিত, আধুনিক সংস্করণ, যা AI প্রযুক্তি ব্যবহার করে ভিডিও আকারে তৈরি করা হয়েছে।

এটি JFK বিমানবন্দরের কোনো সাম্প্রতিক বা বাস্তব ঘটনা নয়। এটি মূলত একটি পুরোনো কাল্পনিক কাহিনীর উপর ভিত্তি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা বানোয়াট ভিডিও (AI-generated hoax) যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার লাভ করেছিল।

সাধারনত যদি কোন ভিন গ্রহ থেকে কেউ আসে, তার ভাষা দৈহিক গঠন, পোশাকের ধরন ইত্যাদি আমাদের মতো হওয়া উচিৎ নয় এবং এটি আমাদের কল্পনার ভেতরেও থাকার নয়।

সেই সাথে এটি ধরা পরলেও তাকে সেই বিমানবন্দর যথার্থ সচেতনতার সাথে সংরক্ষণ করবে। আর সাথে সাথে ঘটনা নোটিশ করে দিবে, কারন সেখানে কোন দূর্ঘটনা ঘটে গেলে তার দায় সেখানে কর্মরত কর্মীদের ই নিতে হবে।

কেউ ভূল করে কেন ওখানেই আসতে যাবে? আর সে এতো দেশ ভ্রমণ করলো কিভাবে? তার পাসপোর্ট ও আমাদের মতোই মিল কেন?

টাইম ট্রাভেল হতে পারে? তাহলেও তার কথাবার্তা এবং দৈহিক দিক থেকে আর পোশাক এর ভেতর ভিন্নতা দেখা যাবে। এবং মাত্র কিছু শতক আগেও পাসপোর্ট এর এমন কোন ধরন ছিল না। চলাচল ও ভিন্ন ছিল এবং ভবিষ্যতেও এমন থাকবে না।

সুতারং গুজবে বিভ্রান্ত হবেন না। আবেগ নয় বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন, বিবেকের চিন্তা শক্তিকে হত্যা করবেন না। তাকে চর্চা করুন

- Advertisement -
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Google News Follow Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -