Saturday, January 25, 2025
No menu items!
Homeআনন্দxiaomi redmi turbo 4 আগুন জ্বলা মোবাাইল আসছে

xiaomi redmi turbo 4 আগুন জ্বলা মোবাাইল আসছে

xiaomi redmi turbo 4 আগামি ২ জানুয়ারী চায়নায় প্রথমবারের মতো লন্স করতে চলেছে। তাই এই নতুন বছর ২০২৫ সালের মার্কেটে আসা xiaomi redmi turbo 4 সমন্ধে আপনাদের সাথে বিশেষ আলোচনা রিভিউ করতে চলেছি।

xiaomi redmi turbo 4 মোবাইলের বাংলাদেশের দাম সমন্ধে এখনো কোন স্পস্ট ধারনা পাওয়া যায়নি। তাছাড়া এই xiaomi redmi turbo 4 মোবাইলটি চায়নাতেও কত টাকায় রিলিস হবে তা সমন্ধে সু স্পস্ট কোন তথ্য পাওয়া যায়নি। আগামিকাল এটা উদ্ভোবনের পরে জানা সম্ভব হবে।

এই ফোনের বিশেষত্ব হিসেবে যা কিছু রয়েছে তার মধ্যে অন্যতম হলোঃ

  • ৬.৬৭ ইঞ্চি AMOLED স্ক্রিন।
  • রেজোলিউশন: ১২২০ x ২৭১২ পিক্সেল।
  • ১২০ হার্জ রিফ্রেশ রেট।
  • MediaTek Dimensity 8400 Ultra চিপসেট।
  • সর্বোচ্চ ১৬ জিবি RAM।
  • অভ্যন্তরীণ স্টোরেজ: সর্বোচ্চ ১ টেরাবাইট।
  • ৬৫৫০ mAh ব্যাটারি।
  • ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

ক্যামেরা
৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স।
ফ্রন্ট ক্যামেরা: ২০ মেগাপিক্সেল।

অ্যান্ড্রয়েড ১৫। Xiaomi-এর নতুন HyperOS। এই মোবাইলটি আন্তর্জাতিক বাজারে POCO X7 Pro নামে লঞ্চ হতে পারে। তাই এটি বাংলাদেশেও এই নামে আসবে।

এই ডিভাইসটি বাংবলাদেশে কত তারিখে রিলিস হবে তা জানা যায় না। এবং এর নির্ধারিত কত দাম হবে তাও যানা যায় না। ভারতে এই ডিভাইসটির প্রত্যাশিত মূল্য ₹৩৪,৯৯০ হতে পারে।

ধারনা করা যায় এই ডিভাইসটি বাংলাদেশে ২০২৫ সালের শুরুর দিকেই আসতে চলেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -