Saturday, January 25, 2025
No menu items!
Homeআনন্দ২০২৫ সালের ছুটির তালিকা

২০২৫ সালের ছুটির তালিকা

নতুন বছরের শুভেচ্ছা সহ বাংলা ভোর অনলাইন পত্রিকার ১ বছর পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকেই শুভেচ্ছা।

প্রতি পোস্টের মতোই এই পোস্টে আমরা আপনাদের জন্য প্রয়োজনীয় তথ্য শেয়ার করলাম। এই পোস্টের মাধ্যমে ২০২৫ সালের শুরুতেই আপনারা ২০২৫ সালের সকল প্রকারের ছুটির তালিকা একত্রে পেয়ে জাবেন।

প্রথমত ছুটি কয়েকটি ধাপে ভাগ করা থাকে, আপনাদের সহজ ভাবে বোঝানোর জন্য আমরা দুই ভাগে ভাগ করে রেখেছি। এখান থেকে খুব সহজেই আপনারা ছুটির দিনের তালিকা দেখে খুব সহজে সাধারন ছুটি ও সরকারি সকল ছুটি দেখতে পারেন।

২০২৫ সালের সাধারণ সকল ছুটির তালিকা

এখানে ২০২৫ সালের সকল ছুটির তালিকা দেওয়া হয়েছে। এই তালিকায় শুধু মাত্র সাধারন ছুটি গুলো দেওয়া হয়েছে। আর এই সাধারন ছুটি বলতে এই তালিকার ছুটিগুলো সবার জন্যই কার্যকারী।

ছুটির তারিখছুটির কারন
২১ ফেব্রুয়ারিশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২৬ মার্চস্বাধীনতা ও জাতীয় দিবস
২৮ মার্চজুমাতুল বিদা
৩১ মার্চঈদুল ফিতর
১ মেমে দিবস
২১ মেবুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)
৭ জুনঈদুল আজহা
১৬ আগস্টজন্মাষ্টমী
৫ সেপ্টেম্বরঈদে মিলাদুন্নবী (সা.)
২ অক্টোবরদুর্গাপূজা (বিজয়া দশমী)
১৬ ডিসেম্বরবিজয় দিবস
২৫ ডিসেম্বরযিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)

এখানে দেওয়া ২০২৫ সালের ছুটির তালিকাটি আমরা অনলাইনের বিভিন্ন গ্রহনযোগ্য সোর্স থেকে নেওয়া। তাই আমরা আশা করি এটি অত্যান্ত সঠিক ভাবেই দিতে পেরেছি। তার সাথে এই তালিকার মধ্যে কোন ধরনের কোন সমস্যা দেখা পেলে আমরা তা সঠিক করে দেওয়ার চেষ্টা করবো।

২০২৫ সালের নির্বাহী আদেশে ছুটির তালিকা

বিভিন্ন ধরনের নির্বাহী কর্মকর্তাদেের জন্যই এই নির্বাহী আদেশের ছুটি ঘোষনা করা হয়ে থাকে। তাই এই ছুটির তালিকা থেকে আপনারা সহজে নির্বাহী ছুটির তালিকা সমন্ধে জেনে নিতে পারেন।

ছুটির তারিখছুটির কারন
১৫ ফেব্রুয়ারিশবে বরাত
২৮ মার্চশবে কদর
২৯-৩০ মার্চঈদুল ফিতরের পূর্ববর্তী দিন
১-২ এপ্রিলঈদুল ফিতরের পরবর্তী দিন
১৪ এপ্রিলবাংলা নববর্ষ
৫-৬ জুনঈদুল আজহার পূর্ববর্তী দিন
৮-১০ জুনঈদুল আজহার পরবর্তী দিন
৬ জুলাইআশুরা
১ অক্টোবরদুর্গাপূজার মহানবমী

আশা করি আপনারা এই পোস্ট থেকে পর্যাপ্ত পরিমানে সকল তথ্য পেয়ে যাবেন। তার সাথে বলে রাখা ভালো, এই পোস্টের আগেও আমরা বিশেষ এই ছুটির তালিকা সমন্ধে আপনাদের জানিয়ে দিয়েছি। তাই আপনারা সেই ২০২৫ সালের ছুটির তালিকা দেখে নিতে পারেন, সেখানে আরো বিস্তারিত জানতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -