কাশি আমাদের সমাজের যেন একটি জাতিয় রোগ। জ্বর, ঠান্ডা আর কাশি থেকে পালিয়ে বেঁচে থাকা অত্যান্ত কঠিন একটি বিষয়। তাই কাশি থেকে বাচতে আমরা নানান সময়ে নানান ওষুধ খেয়ে থাকি। আজ আমরা কাশির জন্য মোনাস ১০ এর কার্যকরিতা সমন্ধে জানবো।
আপনারা জানেন যে, বর্তমান সময়ে আমাাদের বাংলা ভোর অনলাইন পত্রিকা স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য শেয়ার করতে পটু। তাই নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য পেতে আমাদের সাইটের নটিফেকেশন চালু করে রাখতে ভুলবেন না কিন্তু।
মোনাস ১০ কোন রোগের ঔষধ
মোনাস ১০ (Monas 10) বিশেষ একটি শ্বাসকষ্টের সমস্যার জন্য ব্যবহৃত হয়, তবে বিশেষ করে হাঁপানি বা অ্যালার্জি-জনিত রোগের জন্য এর ব্যবহার বেশি লক্ষ্যনীয়। মোনাস একটি মন্টেলুকাস্ট (Montelukast) ট্যাবলেট। এটি শ্বাসনালির ভেতরের সমস্যা কমিয়ে শ্বাস নেওয়া সহজ করে।
তবে এটি সরাসরি কোন কাশির জন্য বিশেষ ওষুধ নয়। কিন্তু এর ব্যপক ব্যবহারে এটি কাশির জন্যেও বেশ কার্যকরি।
কাশির জন্য মোনাস ১০
কাশির জন্য মোনাস ১০ ব্যাপক সাড়া ফেলে দিলেও কিন্তু এই ওষুধটি কাশির জন্য নয়। এটি মুলত শ্বাস কষ্ট জনিত রোগের জন্যই বেশ কার্যকরি। তবে এর নানা বিবিধ ব্যবহারের জন্য এটি কাশির জন্যেও যথেষ্ট কাজ করে বলে জানা যায়।
কাশি অ্যালার্জি বা হাঁপানি-জনিত হয়, সেক্ষেত্রে এটি কার্যকর হতে পারে। তবে কোন ওষুধ ই ভালো উপযুক্ত তথ্য় দিতে পারে এমন ডাক্তারের পরামর্শ ছাড়া শেবন করা উচিৎ নয়। তাই এই মোনাস ১০ ডাক্তারের পরামর্শ নিয়েই শেবন করুন।
মোনাস ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
যেহেতু এটি একটি বিশেষ রাসায়নিক দ্রবনের দ্বারা তৈরি কৃত ওষুধ। তাই বিভিন্ন সময়ে দেহের বিভিন্ন ধরন বা ইত্যাদি কারনে এর কিছু ক্ষতিকর প্রভাব দেখা যায়। তার মধ্যে অন্যতম হলোঃ
- মাথাব্যথা
- পেটের গ্যাস্ট্রিক বা অস্বস্তি
- ক্লান্তি বা দুর্বলতা
- গলা শুকিয়ে যাওয়া
- ডায়রিয়া বা পাতলা পায়খানা
- অস্থিরতা বা উদ্বেগ
- নিদ্রাহীনতা বা ঘুমের সমস্যা
- মানসিক পরিবর্তন
- লিভারের কার্যকারিতা কমে যাওয়া
এই সমস্যা বা এই ধরনের কোন ক্ষতিকর প্রভাব দেখলে ওষুধ বন্ধ রাখতে পারেন। অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
স্বাস্থ্য বিষয়ে জানা অজানা হাজারও তথ্য পেতে আমাদের এই ওয়েবসাইটের নটিফেকেশন চালু করে রাখতে পারেন। আমাদের সাথে থাকার জন্য নিচের গ্রুপে ফলো করে রাখতে পারেন।