এবছর বড় রদ বদল দেখা যাচ্ছে সোনার মুল্যের উপরে। বাংলা দেশ সহ সারা বিশ্বেই এই বিশেষ পরিবর্তন বেশ লক্ষনীয়। মাত্র কয়েকদিন আগেও সোনার দাম ধুর ধুর করে কমেছে।
আবার অল্প দিনের ব্যবধানেই ধুপ ধুপ করে বাড়তে শুরু করেছে সোনার দাম। আজকের ২২ ক্যারেট সোনার দাম দাম সমন্ধে জানিয়ে দিব।
আপনি যদি প্রতিদিনের সোনার দাম জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের সোনার দাম নিয়ে আলোচনা করার বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রাুপে জয়েন করে রাখুন। এই গ্রুপে বেশি মানুষ জয়েন করতে পারবে না। তাই তারাতারি করতে হবে।
সোনার বিশেষ কিছু প্রকারভেদ সমন্ধে জানুন ২২,২১,১৮ ক্যারেট সোনার মানে কি বুঝায়।
আজকের সোনার দাম কত
বিভিন্ন প্রকারের সোনার আজকের বাজার মুল্যের তালিকা দেওয়া হলোঃ
২২ ক্যারেট সোনার দাম ১১,৫৩২ টাকা প্রতি গ্রাম
২১ ক্যারেট সোনার দাম ১১,০০৮ টাকা প্রতি গ্রাম
১৮ ক্যারেট সোনার দাম ৯,৪৩৬ টাকা প্রতি গ্রাম
সনাতন হিসেবে ভরি ৭,৭৩৬ টাকা প্রতি গ্রাম
এই মুল্য প্রায় প্রতিদিন ই ওঠা নামা করতে থাকে। এটা সাধারনত বিশ্ব বাজারে সোনা কেনা বেচার উপরে নির্ভর করে থাকে। তাই অবশ্যই আপনি যদি সোনার বর্তমান বাজর সমন্ধে জানতে চান, তাহলে আপনাকে আমাদের সাইটের নতুন পোস্টে ফলো করতে হবে।
আপনি সোনার প্রতিদিনের বাজার দর পেতে আমাদের এই ওয়েবসাইটের নটিফেকেশন চালু করে রাখতে পারেন।