আপনারা দেখেছন সারাদদিন বিভিন্ন দেশি বিদেশি পত্রিকায় সোনার দাম কমার ব্যপারে বিশেষ প্রতিবেদন করেছে। তবে আমরা কেন সেখানে চুপ করে ছিলাম এমন প্রশ্ন অনেকের ই জাগতে পারে।
আসলে আজ সোনার দাম কত ছিল তা আপনারা আমাদের সকালের পোস্টেই পেয়ে গেছেন। তাই আর নতুন করে কিছু বলার দরকার ছিল না। কারন এতোটা কমেনি যে আপনি সোনা কিনে সেখান থেকে লাভবান হতে পারবেন। তাই আমরা স্থির রয়েছি। তবে যদি কেউ লম্বা সময়ের জন্য কিনতে চান, তাহলে প্রতিদিনের মতো কিনতে পারেন।
বিশেষ ভাবে কেনার পরে লাভ করা সমম্ভব বলে মনে হলে সেদিন অবশ্য আমরা আপনাদের বিশেষ পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। তাই প্রতিদিনের আপডেটের সাথে থাকুন। আর আপডেট পেতে নটিফেকেশন চালু করে রাখতে পারেন বা নিচের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে রাখতে পারেন।
gold price in bangladesh
আজকের বাজারে সোনার দামের লিস্ট। যদিও এই লিস্ট বিশ্বের সাথে না মেলার সম্ভবনা থাকে, কেননা বাংলাদেশের বাজারে বিশ্ব বাজারের তুলনায় সামন্য কম বেশি দাম লক্ষ করা যায়।
২২ ক্যারেট সোনার দাম ১৩৭,৫৫৪ টাকা
২১ ক্যারেট সোনার দাম ১৩১,৩০২ টাকা
১৮ ক্যারেট সোনার দাম ১১২,৫৪৬ টাকা
সনাতন হিসেবে ভরি ৯২,৩৫৬ টাকা
আপনি যদি আরো জানতে চান সোনার বিশেষ কিছু প্রকারভেদ সমন্ধে জানুন ২২,২১,১৮ ক্যারেট সোনার মানে কি বুঝায়।