আজকের সোনার দাম কত 30 november

0
104
২২ ক্যারেট সোনার দাম
২২ ক্যারেট সোনার দাম

সোনা শুধু একটি অলংকার ই নয়। সোনা একটি আবেগের ও নাম। তার সাথে সোনার উপরে চাহিদা লোভ বা ভালোবাসা নারী পুরুষ সবার ই আছে। সোনা একটি বিশেষ রত্ব এবং সম্পদ।

তবে সেই সোনাকে বহুকাল আগে থেকেই মানুষ বড় একটি বানিজ্য হিসেবে চিনে আসছে। মানুষ সোনাকে ইনকামের হাতিয়ার হিসেবে নিয়েছে। ঠিক আপনিও সোনাকে বিনিয়োগের মাধ্যম বানিয়ে ফেলতে পারেন। তাহলে সোনা থেকে প্রচুর পরিমানে লাভবান হতে পারবেন।

একটি বিনিয়োগ হিসেবে স্বর্ণকে কিভাবে লাভের অংশে নিয়ে নিতে পারেন, তাই  আমাদের ভিন্ন পোস্টে দেখে নিতে পারেন।

তবে আপনি সোনার উপরে বিনিয়োগ করতে হলে বেশ কিছুদিন ধরে সোনার বাজারে ভালো ভাবে নজর রাখতে হবে। যদি আপনি সোনার উপরে নজর রাখতে চান, তাহলে আপনি সহজে বিভিন্ন পত্রিকার উপরে নজর রাখেন যারা এই বিষয়ে প্রতিদিন আপডেট দেয়।

তার সাথে আমাদের সাইটেও প্রতিদিন দেওয়া হয় আপডেট তাই চাইলে এই সাইটেপ নটিফেকেশন ও চালু করে রাখতে পারেন। বা এই পোস্টের নিচের দিকে হোয়াটলঅ্যাপেও জয়েন করে রাখতে পারেন।

আজকের সোনার দাম কত

সোনার বিশেষ কিছু প্রকারভেদ সমন্ধে জানুন  ২২,২১,১৮ ক্যারেট সোনার মানে কি বুঝায়।

আমরা বাংলাদেশের বাজারের সমন্ধে যা জেনেছি সেই সোনার দাম সমন্ধে জানিয়ে দিব। আর এটি প্রতিদিন ই আপডেট পাবেন।

২২ ক্যারেট সোনার দাম ১৩৭,৫৫৪ টাকা (প্রতি ভরি)

২১ ক্যারেট সোনার দাম ১৩১,৩০২ টাকা (প্রতি ভরি)

১৮ ক্যারেট সোনার দাম ১১২,৫৪৬ টাকা (প্রতি ভরি)

সনাতন হিসেবে ভরি ৯২,৩৫৬ টাকা (প্রতি ভরি)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here