আমরা এমন এক জেনারেশন যে, ইংরেজিতে কথা বলাটা আমাদের কাছে একটা আবেগের মতো কাজ করে। অতিতে বিশ্ব বিভিন্ন ভাবে শাশন করা হয়েছে, তখনকার সময়ে মানুষ বিভিন্ন ধরনের ভাষায় তাদের সকল আলোচনা শেষ করতো।
তবে ধীরে ধীরে আমরা আমাদের সৃষ্টিকুলের সব কিছু সমন্ধে জানতে চলেছি। আমরা আমাদের আর্ন্তজাতিক কমিউনিকেশন নিয়ে এগিয়ে যাচ্ছি।আমরা ধীরে ধীরে বিশ্বকে আমন করে নিচ্ছি। আগে মানুষ যে সকল ভাষায় আমাদের বিশ্ববাসিরা কথা বলতো, সকল আলোচনা করতো, তার মধ্যে অনেক ভাষাই আজ আমাদের মাঝে নেই। হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে।
তবে বর্তমানে ইংরেজি আমাদের আর্ন্তজাতিক ভাষা হিসেবে গন্য। তাছাড়াও আমরা বর্তমান সময়ে মোবাইল ইন্টারনেট সহ বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করে থাকি, যেখানে ইংরেজি খুবই দরকার। তার সাথে বলা চলে, এই বর্তমান সময়ে সমাজে স্ব-সম্মানে বেচে থাকার জন্য হলেও আমাদের ইংরেজি ব্যেসিক খুবই দরকার।
সামনের দুনিয়ায় আমাদের ইংরেজি না জানাই হতে পারে জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা। আমাদের আগামী দিনের কথা ভেবে হলেও ইংরেজি শেখা অনেক অনেক জরুরি। আমরা রাস্তা বা বাজারে গেলেও ইংরেজির অনেক বেশি ব্যবহার দেখে থাকি। তাই আজ আমরা বাংলা ভোর অনলাইন নিউস পেপার থেকে আপনাদের সাথে সহজে ইংরেজি শেখার বিশেষ টেকনিক নিয়ে আলোচনা করবো।
ইংরেজি শেখার গুরুত্ব বলতে গেলে শেষ করা যাবে না। আর আগামীর বিশ্বে এটি আরো বেশি প্রয়োজনিয় হয়ে উঠবে। আমরা আপনাদের আগেই বলে দিচ্ছি, এখন ই আপনার উপযুক্ত সময় ইংরেজি শিখে নেওয়ার। আমরা আপনাদের বিশেষ কিছু উপদেশ দিব।
ইংরেজি শেখার সহজ উপায়
মানুষ কিছুই জন্মগত শিখে আসার নিতি দুনিয়ায় পাওয়া যায় না। তবে কোন মানুষ ই একেবারে অঞ্জ থাকে না। তার সাথে দেখা যায়, ধর্ম, সংসকৃতি, অবস্থান বা বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে আমরা জন্মের পরে ধীরে ধীরে শিখে গিয়েছি।
ঠিক ভাষাটাও তেমন ই একটা জিনিস। আমরা যখন জন্মগ্রহন করেছি, তখন আমরা কথা বলার বিষয়ে অঞ্জ ছিলাম। কিন্তু আশেপাশের মানুষের বলা কথাগুলো নিজেদের মধ্যে ফিট করে করে বড় হয়েছি, এখন আমরা কখনোই আমাদের শেখা এই জিনিসটা ভুলো যাই না।
আমার মতে, ছোট বাচ্চাদের ইংরেজি শেখানোর অনেক গুরুত্বপুর্ন একটা শিক্ষা। তবে আমরা ছোট থেকে শিখতে পারিনাই। ছোট বাচ্চারা একটা ভুল বললেও সেখানে তাকে কেউ তেমন ট্রোল করবে না। কিন্তু বড় হয়ে ভুল করলে সেটা বেশি সমস্যার কারন হয়। তাই বলে ভুল করার ভয়ে যদি না শিখেন, তাহলে তো লাভ ই হলো না।
হোক না বার বার ভুল। আমরা ভুল করতে করতেই ছোট বেলায় শোয়া থেকে দাড়িয়ে ছিলাম। এখন দৌড়াতেও পারি। ঠিক ছোট বেলায় যেমন কারো হাত ধরে হাটতে শিখেছিলাম, তেমন আমরা এখন কারো হাত ধরেই ইংরেজি শিখতে শুরু করবো। বার বার পড়ে যাবো আবার উঠে দাড়াবো।
ইংরেজি শেখার বিশেষ কিছু উপদেশ হলোঃ
- বার বার ভুল করতে হবে
- যা কিছু বলে পারবে, তা ই বার বার চেষ্টা করো
- কথা বলতে বলতে হারিয়ে ফেলবে, তার পরে বাকি কথা বাংলায় বলো
- সঠিক একটা গাইডলাইন দরকার
- ০ থেকেই সব কিছুর শুরু। আপনিও এখন শুন্য এখন থেকে শুরু করতে হবে
- একা একাই বার বার চেষ্টা করতে হবে
- নিজেদের একটা দল করে চর্চা করা উচিৎ
- বিদেশি মানুষের সাথে সোস্যাল মিডিয়ায় কথা বলার চেষ্টা করুন
- ভালো বই পড়ুন
- ভালো শিক্ষক খুজুন
আপনাদের বলে রাখা ভালো, নিজে নিজে চাইলে কখনোই ইংরেজি শেখা সম্ভব নয়। কোন এক ইংলিশবীদ নিজের চর্চায় বেশি ইংরেজি শিখেছিল, তাই পরে দেখা গেল সে ইংরেজি লিখতে ভালো পারলেও বলতে সমস্যা। তাই খুবই দরকার ইংরেজি শেখার জন্য ভালো কোন একজন শিক্ষক। তবে বর্তমান সময়ে শিক্ষক পাওয়া সহজ হলেও ফ্রিতে নয়।
আমরা নিচের কোর্স অপশনে বিশেষ কিছু ইংরেজি শেখার কোর্স সমন্ধে বলে দিব। সেখান থেকে চাইলে আপনারা অল্প টাকায় কোর্স ক্রয় করে শিখে নিতে পারবেন। তাই সেই অপশনটা মোটেও মিস করবেন না। তার সাথে এটাও বলে রাখা ভালো, সরাসরি ভালো ইংরেজি দক্ষ শিক্ষক পাওয়া খুবই কঠিন। তাই আমি আপনাদের জন্য বেশ রিসার্চ করে ভালো কোর্সের সন্ধান বের করেছি।
ইংরেজি টেন্স এর ব্যবহার
আমরা খুবই ভয় করি ইংরেজি টেন্সের বিষয়টা। তবে আমার টিচার আমাকে এই বিষয়ে খুবই বুঝিয়েছে, এটা কোন ভয়ের কারন নয়। আর এটা ছাড়া যে আপনি ইংরেজি বলতে পারবেন না, তেমন নয়। তবে সব কিছুর ই একটা সঠিক ব্যবহার রয়েছে, আমাদের প্রতিটি বিষয়ে ব্যবহার বিধি মনে ব্যবহার করলেই অনেক দিন সেটা ভালো রেখে ব্যবহার করা যায়। তাই আমি বলবো, সহজ ইংরেজির নিয়মগুলো শিখে নিবেন। বুঝতে বেশি সময় লাগে না।
আর যদি আপনি ভালো কোন শিক্ষকের কাছ থেকে ইংরেজি শিখেন, তাহলে সে তার সহজ ভাবে আপনাকে সব নিয়ম নিতি বুঝিয়ে দিবে। তাই আমি সবসময় ই ভালো কোন শিক্ষকে সাজেশন করি। কারন টেন্স এমন কোন জিনিস না, যেটা হুবাহু বুঝতে হবে, আর অন্য দিকে ভালো শিক্ষকরা বেশি স্টুডেন্ট পড়িয়ে তাদের যোগ্যতায় গাথিয়ে নেয়, কোন কোন ভাবে কোন কোন জিনিস পড়ালে সবাই তারাতারি বুঝবে।
সহজে ইংরেজি শেখার বই
ইংরেজি শেখার অনেক বই আছে, তবে আমি উপরে বলে দিয়েছি- নিজে নিজে শিখতে গেলে তেমন ভালো ফলাফল পাবেন না। যদিও শিক্ষাটা নিজের ই করতে হয়। কিন্তু কেউ একজনের গাইডলাইন নিলে সেটা সহজে আর সঠিক ভাবে করা যায়।
বই তো কোন এক মানুষের ই তৈরি, যদি সে সকল মানুষ থেকে পড়তে পারেন, তাহলে বিষটা আরো অনেক ভালো হয় না। আমি আপনাদের জন্য পার্ট টাইম চর্চার জন্য কিছু বই সাজেস্ট করবো। আমি আশা করি এই বইগুলো থেকে ভালোই একটা ফলাফল পাবেন। যদি বই কিনতে বেশি কোস্ট হওয়ায় সম্ভব না হয়, তাহলে PDF বই পড়তে পারেন। PDF বই কম টাকায় পাওয়া যায়. তার সাথে অনেক PDF ফ্রিতেই পাওয়া যায়।
জনপ্রিয় কিছু ইংরেজি শেখার বইয়ের তালিকা
- সহজ ভাষায় ইংলিশ গ্রামার
- ঘরে বসে Spoken English
- স্মার্ট ইংলিশ স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ
- Bonus
- ইংলিশে দুর্বলদের জন্য – English Therapy
- সবার জন্য Vocabulary
- গ্রামালোজি
- ইংলিশে দুর্বলদের জন্য VOCAB THERAPY
ইংরেজি শেখার কোর্স বা ইংরেজি শিক্ষক
আমরা এই অপশনে সরাসরি কোন শিক্ষক কে হিট করতে পারি না। কারন আমি যে শিক্ষক আপনাকে দেখাবো, সে আপনার জন্য উপযুক্ত না ও হতে পারে। আবার বলতে গেলে সবার দ্বারা সব সময় বা সব স্থান থেকে শেখার সুযোগ হয়ে ওঠে না।
সেই ধারাবাহিকতায় আমরা আপনাদের কিছু কোর্স সাজেস্ট করি। এই একই পোস্টে আমরা একাধীক কোর্সের ব্যপারে কথা বললাম না। তবে আমাদের এই সাইটের গুগল নিউস প্রফাইলে ফলো করে দিলে আমাদের আগামি সকল পোস্ট পেয়ে জাবেন। তবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে ই সব নিউসগুলোর লিংক দিয়ে থাকি। তাই আপনিও আমাদের সকল কিছু জানতে আমাদের হোয়াটসঅ্যাপে ফলো করে রাখুন। আমাদের হোয়াটসঅ্যাপে ফলো দিতে এখানে ক্লিক করুন।
আমাদের হোয়াটসঅ্যাপে ফলো দিলে, আপনারা পরিক্ষার বিশেষ বিশেষ শিক্ষকের দেওয়া সাজেশন পাবেন, শিক্ষাবৃত্তি, উপবৃত্তি সহ সকল ধরনের শিক্ষা সহায়তা সমন্ধে সবার আগে খবর জানতে পারবেন ফলে আগে আবেদন করে শতভাগ নিশ্চিত হতে পারবেন।
আমরা জব নিউস, বই বা অন্যান্য বিষয়ে বিশেষ খবর প্রচার করি। আমি আশা করি আমাদের হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না। আর আমাদের সকল সুবিধাগুলো ভোগ করতে পাারবেন।
ইংরেজি শিখে, বিভিন্ন আর্টিকেল লিখে অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়, এমন কি এই আর্টিকেল আমাদের কাছেও বিক্রি করতে পারবেন। আমরা প্রতিটি আর্টিকেলে হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকি। তবে সেজন্য আমরা আগামী কোন পোস্টে বিস্তারিত বলে জানাবো। আমি আশা করি আপনরা সাথেই থাকবেন।
বাংলাদেশে অসংখ্য কোর্স সেল বা একাডেমি আছে। তবে সব একাডেমি থেকে সব ধরনের কোর্স থেকে ভালো ভাবে শেখা যায় না। যেমন কোন একাডেমি থেকে ইংরেজি শেখা সহজ তবে ফ্রিল্যান্সিং শেখা যায় না। কেননা সব শিক্ষক বা সব একাডেমির শিক্ষক সব বিষয়ে দক্ষ হয় না। তাই আমরা ইংরেজি শেখার বিশেষ এই পোস্টে আপনাদের যে কোর্স শাজেস্ট করবো সেটা আমার দেখা কয়েকটি ভালো শিক্ষকের কোর্সের একটা।
আপনারা জানেন হয়তো, আমাদের বিশেষ টিম সব খবরের সত্যতা এবং মান যাচাইয়ের জন্য কাজ করে। তাই সেখান থেকে বলি, আমাদের সাথে থাকলে আমাদের কাছ থেকে সবসময় ই ভালো কিছু পাবেন।
আমাদের আজকের ইংরেজি টিচার আপনাদের সবার শু পরিচিত মুনজেরিন শহীদ আমার দেখা ভালো একজন শিক্ষক। তার ক্লাসে সে স্টুডেন্টদের খুবই সহজ ভাষায় ইংরেজি বুঝিয়ে থাকে। যদিও তিনি বিভিন্ন ভাবে 10 minute school এর সাথে বিভিন্ন ভাবে সম্পর্কিত, তার সম্পর্ক নিয়ে আমি এই পোস্টে কিছুই বলবো না। তবে আমি এই পোস্টে মুনজেরিন আপুর ক্লাস বা কোর্স ভালো বলার মানে এই নয় যে 10 minute school এর সব কোর্সকে ভালো বলেছি।
দুনিয়ার সব জায়গাতেই ভালো খারপ মিলে থাকে। সেখান থেকে বলা চলে 10 minute school এ ও হয়তো তার ব্যতিক্রম নয়। আপনিও যদি ইন্টারনেট সমন্ধে ভালো ধারনা রাখেন, তাহলে আপনিও 10 minute school এর ভালো খারাপ দিকগুলো থেকে কিছুটা বুঝতে পারবেন হয় তো।
আমি এই পোস্টে শুধু মনজেরিন আপুর কোর্স সমন্ধে ই আমার টিমের কাছে তথ্য চেয়েছিলাম। তারা এই কোর্সের সম্পুর্ন তথ্যই আমাকে দিয়েছে। এছাড়াও আমি এই কোর্স সমন্ধে অনেক আগে থেকেই অনেক কিছু দেখেছি। আমি নিজেও ক্লাসে অনেক বার জয়েন করেছি। আমি চাইলে এই কোর্সটা আপনাদের ফ্রিতেও দিতে পারতাম। তবে কারো ক্ষতি করার অধিকার আমি রাখি না। এমন কি আপনাকেও অন্যায়ের দিকে যেতে উৎসাহিত করতে পারি না।
তবে আমি আপনাদের বিশেষ সুযোগ করে দিয়েছি। আমাদের পোস্টের কোন একটা যায়গাতে কোর্সের জয়েন লিংক দেওয়া থাকবে, সেখান থেকে সম্প্রতি জয়েন করলে কিছুটা ছাড় পাবেন।
Munzereen Shahid এর কোর্সের বিশেষ সুবিধা
আমি এই পোস্টে সব সুবিধাগুলো নিয়ে কথা বলতে সক্ষম নয়। কারন পোস্টের লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। তার সাথে আমি চাই আপনি আমাকে বিস্বাস না করতে চাইলে অন্যান্য মানুষের রিভিউ দেখে আসতে পারেন।
তবে আপুর কোর্সের বিশেষ কয়েকটি গুন হলোঃ
- আপুর ২ টা কোর্স আছে ইংরেজির জন্য যথেষ্ট
- বেসিক থেকেই শেখানো হয়
- ছোট ছোট করে সব বিষয়ে বোঝানো হয় (এমন ভাবে বোঝায় যা আমি অবাক হয়ে দেকেছিলাম)
- দক্ষ শিক্ষক হিসেবে ভালো করে মাথায় গেথে দিতে সক্ষম
- অনেক রিসার্স করার কারনে বা দেশে, বিদেশে গিয়ে চর্চা করায় সঠিক বিষয়ে শিখতে পারবেন
- অনেকদিন ধরে শেখানোর কারনে, স্টুডেন্ট মাইড ধরতে সক্ষম
- আরো হাজারটা বলা যায়।
তবে আমরা তার ব্যক্তিত্ব এবং পেশায় দক্ষতার প্রভাব নিয়ে আগামিতে কখনো নিউস পাবলিশ করবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল পোস্ট পেতে আমাদের গুগল নিউস এবং হোয়াটসঅ্যাপে ফলো করে রাখতে পারেন।
নতুনদের জন্য এই কোর্সটি কেনা উচিৎ, তবে আমি মনে করি যদি ২টোই কিনেন, তাহলে হয়তো ভালো হবে। একটা কিনলে সব বিষয়ে বুঝে উঠতে কষ্ট হয়। তাই আপনারা নিচের টা আগে কিনতে পারেন, পরে আবার উপরের টা কিনতে পারেন।
আর যদি কিনতে কারো কোন সমস্যা হয়, বা কোথাও কোন ভুল হয়, তাহলে সরাসরি আমাদের বাংলা ভোর ফেসবুক পেজে মেসেজ দিবেন, আমরা সমাধান করার চেষ্টা করবো।