মেট্রোরেল বিপর্যয়: পিলারের স্প্রিং (বিয়ারিং প্যাড) পড়ে পথচারীর মৃত্যু, চলাচল বাধাগ্রস্ত; দুর্ঘটনার খবর ধামাচাপা দিতে ‘সার্ভার ত্রুটির’ গুজব!
ফার্মগেট (ঢাকা):
আজ রবিবার (২৬ অক্টোবর, ২০২৫) দুপুরে রাজধানীর ফার্মগেটে এক ভয়াবহ দুর্ঘটনায় মেট্রোরেল চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফার্মগেট স্টেশন সংলগ্ন একটি মেট্রোরেল পিলারের বিয়ারিং প্যাড বা স্প্রিং ছিটকে নিচে পড়ে এক পথচারীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই গুরুতর দুর্ঘটনার কারণেই মূলত মেট্রোরেল পরিষেবা ব্যাহত হয়েছে।
একই স্থানে আগেও স্প্রিং খুলে যাওয়ার ঘটনা যানা যায়, তখন কোন হতাহতের খবর না এলেও এক বাইক চালকের সামনেই এসে পরেছিল স্প্রিংটি এমন তথ্য উঠে এসেছে।
তবে, নির্ভরযোগ্য সূত্রের খবর, এই প্রাণঘাতী দুর্ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কর্তৃপক্ষ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। যাত্রীদের কাছে মেট্রোরেল চলাচল বন্ধের কারণ হিসেবে ‘সার্ভার জনিত সমস্যা’ বা ‘যান্ত্রিক ত্রুটির’ কথা বলা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। অভিযোগ উঠেছে, একটি মারাত্মক নিরাপত্তা ঘাটতিজনিত দুর্ঘটনাকে আড়াল করতে কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ‘সার্ভার সমস্যা’র অজুহাত তুলে জনতাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ঘটনা মেট্রোরেলের যাত্রী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
