ভয়াবাহ বন্যায় বাংলাদেশের বেশ কয়েকটি জেলার অনেকগুলো গ্রাম পানির নিচে হাড়িয়ে গেছে। এর জন্য দ্বায়ী ভারত। ভারত কোন সতর্কতা ছাড়াই বার বার পানি ছেড়ে দেয়। আবার যখন দেশের নদীগুলো শুকিয়ে যায়, তখন পানি দেয় না। তখন কৃষি কাজ সহ বিভিন্ন কাজে সমস্যা সৃষ্টি হয়ে থাকে।
দেশের নদীনালা থেকে পানির অভাবে মাছ বিলুপ্ত হয়ে যায়। খারাপ পানির ব্যবহার করে মানষ বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় পড়ে থাকে।
কিন্তু ভারতীয় লোকেরা তখন পানি আটকে রাখে। যখন পানি বেশি হয়ে উঠে, এবং তাদের সমস্যায় পরিনিত হয়। তখন বাধ খুলে দেয় এবং আমাদের দেশে বন্যার ভয়াবাহ রুপ ধারন করে।
তথচ যদি তারা সবসময় উপযুক্ত রুপে পানি ছেড়ে দেয়। তাহলে আমাদের দেশের নদীগুলো যেমন সতেজ থাকে, তেমন দেশের কৃষি কাজ আর মাছের উৎপাদন ও বেশি দেখা যায়।
তার সাথে আবার বেশি পানি জমার মতো সমস্যা ও হয় না। ফলে বন্যার আকার ও ধারন করতে পারে না।
এদিকে বাংলাদেশে ভয়াবাহ বন্যার বিষয়ে ভারতের সরকার থেকে বলা হয়েছে, এই বন্যার জন্য ভারত কোন ভাবেই দায়ী নয়।
তবে সম্প্রতি তাদের দেশের কিছু মিডিয়া এই বিষয়ে উপহাস করেছে, ফলে তাদের বিশেষ ভাবে বাংলাদেশি হ্যাকার টিম থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
বিশেষ যারা অবদান রাখতেছে এই বন্যায়
বঙ্গ একাডেমি জুবায়ের হুসাইনের বন্যার অনুদান
বঙ্গ একাডেমির জুবায়ের হুসাইন ২০,০০০ টাকা সরাসরি নিজের থেকে দিয়েছে। এর পরে আরো দিতেও পারে। তার সাথে তিনি তার কয়েকলক্ষ স্টুড্ন্ট নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে।
সবার কাছে একটা VPN সোর্স কোড দিয়ে ১০০০ করে টাকা নিচ্ছে, যেটা এই সোর্স কোডের মুল্য। আর এই টাকা বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য দিয়ে দিবেন বলে জানিয়েছেন।
তার সাথে, বিশেষ কুপন কোড ব্যবহার করেছে। সেখানে ৫০০ টাকা ছাড় দেওয়ার বিশেষ সুবিধা করেছে। এই ছাড় দেওয়ার মুল কারন হলো, যারা আর্থিক ভাবে সমস্যায় আছে, তারাও যেন এটি কিনতে পারে, আর সেই টাকা ও যেন বন্যার জন্য দিতে পারে।
আস সুন্নাহ ফাউন্ডেশন
শায়েখ আহমাদুল্লার প্রতিষ্ঠিত একটি বিশেষ সহযোগী প্রতিষ্টান আস সুন্নাহ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অনেক সময় ই দেখেছি তারা বিভিন্ন সময়ে দুর্যোগে এবং বিপদে মানুষের কাছে বিশেষ সহোযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
তার ধারাবাহিকতা ধরে, বর্তমানেও এই বন্যায় তারা সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেখানে চাইলে কেউ ডোনেট করতে পারেন। সেখানে ডোনেট করতে তাদের ওয়েবসাইটে দেখতে পারেন।
বাংলাদেশের ইউটিউবার
সম্প্রতি মানুষের কাছে বিশেষ কিছু কারনে, তাশরিফ, আফ্রিদি সহ অনেকে বিশেষ ভাবে ট্রলের শিকার হলেও, তাদের কাউ কাউকে বন্যার জন্য বিশেষ পোস্ট করতে দেখা গেছে। তারাও হয়তো এখানে ডোনেট করবেন।
আপনিও আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সেখানে তাহবিল বা ডোনেট করতে পারেন। আমরা পরবর্তিতে এই বন্যার জন্য প্রয়োজনিয় বা ভারতের সাথে বিশেষ কি করলে তাদের অত্যচার থেকে বাচা যাবে, এই বিষয়ে আলোচনা করবো। তাই আপনারা আমাদের সাথে থাকতে পারেন।
আমাদের সাইটের সকল খবর পেতে আমাদে গুগল নিউসে ফলো করে রাখতে পারেন। বা আমাদের হোয়াটসঅ্যাপে ফলো করে রাখতে পারেন।