Tuesday, January 21, 2025
No menu items!
HomeBanglaDesh News -বাংলাদেশের খবরআজকের খবর আবহাওয়া ঢাকা weather dhaka

আজকের খবর আবহাওয়া ঢাকা weather dhaka

জমজমাট ঢাকা আজ মৃত্যুর নগরীতে পরিনিত। যেন থামছে ই না অচেনা লাশের গল্প। কে যেন এই গল্পের অভিশপ্ত এক লেখক। কার ইশারাতে যেন পাগল মায়ের অবুঝ ছেলেগুলো পাখির মতো গুলির আঘাতে ঝড়ে পরছে।

তবে জানেন কি, যিনি এই রচনার সুচক, তার বুকের মানিক এখনো তাজা প্রানে ঘুরে বেড়ায়। আর আর্তনাদের নিস্তব্ধ চিৎকার দিচ্ছে, পাগল মায়েরা। সোনার মানিক হারিয়ে যেন পাগলটা এখন নিশ্ব। কে বা আছে তার, কি বা রইল। সব ই তো ছেলের পড়াশোনার জন্য আগেই খরচ করে ফেলেছে।

এখন আছে শ্রষ্টার দেওয়া অবোধ রিদয়। সে জানে তার মানিক খোদার দারে পৌছে, তবে তার মন মানে না এমন কলঙ্ক। তার অবোধ মনে আবার জাগানোর স্বপ্ন দেখে তার শহীদ খোকাকে।

হাজার রচনা রচিবে ভবে, রবের রীতি থামবে না তবে।

প্রতিদিনের মতো আবার সুর্য জাগবে, চাদও ভাগবে।

তাই আজ আমাদের অনলাইন পত্রিকা বাংলাভোর এর এই নিউজে জানাবো, বাংলাদেশের রাজধানী ঢাকা ও তার আশে পাশের শহরগুলোর আবহাওয়া। সেই সাথে যানিয়ে রাখা ভালো, আপনাদের সাপোর্ট পেলে আমরা আগামী দিনগুলোয় আপনাদের জন্য রাজনিতীর দলীয় সাপোর্ট ছাড়া একটি অনলাইন নিরপেক্ষ পত্রিকা গড়ে তুলবো।

তার জন্য প্রতিনিয়ত আমাদের এই ওয়েবসাইটে ভিসিট করুন। আপনার ছোট বড় ডোনেট অথবা আপনার বিজ্ঞাপন আমাদের সাথে যোগাযোগ করে দিতে পারেন। এতে আমাদের এগিয়ে যাওয়া সহজ হবে।

আর আমাদের বাংলা ভোর ফেসবুক পেজে ফলো করে রাখুন।

আজকের ঢাকা ও তার আশেপাশে জেলার আবহাওয়া

রাতে শহরটি উতপ্ত থাকলেও ভোর হওয়ার আগে হালকা বৃষ্টি দেখা যেতে পারে। আগামীকাল সকালেও সামান্য বৃষ্টি দেখা যেতে পারে ঢাকা ও তার আশে পাশের জেলাগুলোতে।

বাংলাদেশের বেশ কিছু জেলায় আগামী কয়েকদিন ধরে হালকা হালকা বৃষ্টি দেখা যেতে পারে। বাড়বে- কমবে গড়মের আদ্রতা। সাথে সাস্থের বিশেষ যত্ন ন্ওয়ার বিশেষ অনুরোধ।

বাংলাদেশের আবহাওয়া অফিস বিধস্থ, তাছাড়াও এর তেমন কোন কাজে লাগে না। আমরা অধীকাংস সময় ই বিশ্বের বড় বড় কিছু আবহাওয়া গবেষনা সংস্থার সাহায্য নিয়ে তথ্য সংরক্ষন করি।

আবারও দেশপ্রেমের দিকে আহব্বান করে আজ একানেই শেষ করি। আশা করি বাংলার মানুষ তাদের অধিকার রক্ষায় সর্বোচ্চ ভুমিকায় এখনো অটুট আছে, আর থাকবে। আমরাও আমাদের অবস্থান থেকে অন্দোলন চালিয়ে যাবো। আর সময় করে মাঠে আসবো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -