Xiaomi Redmi Note 15 Pro

0
106
Xiaomi Redmi Note 15 Pro
Xiaomi Redmi Note 15 Pro

শাওমি আবারো বাজার কাপাইতে আসতেছে। নতুন Redmi Note 15 Pro আর Pro+ ফোন দুইটা ২১ আগস্ট চীনে বাজারে নামবে। ফোনে থাকতেছে দারুন একখান 1.5K OLED ডিসপ্লে, ক্যামেরা 50MP OIS, আর ব্যাটারি তো একেবারে ৭ হাজার মিলি–অ্যাম্পিয়ার, সাথে 90W এর ফাস্ট চার্জ। আর Pro+ মডেলে থাকতেছে স্যাটেলাইট মেসেজ পাঠাইবার সুবিধা—মোবাইল নেট না থাকলেও মেসেজ যাবে।

ডিজাইন

ফোনের গঠন দেখতে একদম ঝকঝকে। সামনের–পিছনের চারপাশ বাঁকানো ডিজাইন। সাথে পানি–ধুলার ভয় নাই কারণ IP68 সার্টিফিকেট পাইছে।

ডিসপ্লে

দুই মডেলেই আসতেছে 1.5K OLED ডিসপ্লে। Pro+ এ আবার আছে 120Hz রিফ্রেশ রেট—মানে গেম খেলো বা স্ক্রল করো, চোখে লাগবো না।

ক্যামেরা

মূল ক্যামেরা 50MP, সাথে টেলিফটো লেন্স। রাতের ছবিও ভালো আসবো, আর জুম করলেও ডিটেইল হারাবে না।

ব্যাটারি

ব্যাটারি একদম হেভি, প্রায় 6000 mAh এর মত। চার্জিংও ধামাকা—প্রায় 50W ফাস্ট চার্জ। অল্প সময়ে চার্জ, অনেকক্ষণ চালাইতে পারবেন।

প্রসেসর

Pro+ মডেলে থাকতেছে নতুন Snapdragon 7s Gen 4 প্রসেসর। শক্তিশালী চিপ, RAM 16GB পর্যন্ত আসবে। মানে গেমিং–এর চিন্তা নাই।

স্যাটেলাইট মেসেজিং

সবচেয়ে মজার জিনিস—Pro+ এ Beidou স্যাটেলাইট মেসেজিং। ধরেন জঙ্গলে বা পাহাড়ে গেলেন, নেটও নাই, তাও জরুরি মেসেজ পাঠাইতে পারবেন।

লঞ্চ তারিখ

চীনে লঞ্চ হবে ২১ আগস্ট ২০২৫, তারপর আস্তে আস্তে ভারত, বাংলাদেশসহ অন্যান্য দেশে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here