এটা আসলে একটি খুবই খারাপ শব্দ। এটি মানুষ বিশেষ হতাশাগ্রস্থ হলেই মাত্র ব্যবহার করে থাকে। সাধারন ভাবে বলতে গলে এটি একটি বিরক্তিকর সময়ে দেওয়া বিশেষ গালি। তবে আমাদের উচিৎ এই ধরনের খারাুপ ভাষা ব্যবহার থেকে বিরত থাকা।
WTF” একটি ইংরেজি সংক্ষিপ্ত রূপ যা “What The F***” এর সংক্ষিপ্ত রূপ। আমি আশা করবো, এই ভাষাটি সমন্ধে জেনে নিয়ে আপনি একটু হলেও সচেতন হবেন। আর আমরা এই পোস্টটি শুধু মাত্র আপনাদের সচেতন করার জন্যই শেয়ার করলাম।
আর এই ধরনের অজানা খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপে ফলো করে আমাদের সাথেই থাকার বিশেষ অনুরোধ রইলো। আর দয়া করে আমাদের নটিফেকেশন ও চালু করে রাখবেন।
বিশেষ ভাইরাল WTF
২০২৫ সালের ক্যালেন্ডারের শুরুতেই জানুয়ারী মাসের সপ্তাহের দিকে লক্ষ করলে প্রথম এই তিন শব্দের শর্ট ফরমটি লক্ষ করা যায়। এজন্যই সবাই এটাকে নিয়ে জানার আগ্রহ প্রকাশ করেছে। তবে আশা করি জেনে নিয়ে সতর্ক থাকবেন। এটার অপব্যবহার থেকে নিজে বাচবেন এবং অন্যদের ও বাচতে সাহায্য করবেন।