সম্প্রতি একটি সাধারন ডিজাইনের গেম সবার কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে। গেমটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রি শেখ হাসিনা বর্তমান প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্যারেক্টর হিসেবে দেওয়া হয়েছে। গেমটি বর্তমানে নেটিজেনদের কাছে খুবই জনপ্রিয় অবস্থানে পৌছে গেছে।
আজ থেকে গত ৬ দিন আগে গেমটি html দিয়ে তৈরি করে একটি সার্ভার থেকে বিশেষ কোন একটি ডোমেইনের সাব ডোমেইনে হোস্ট করে মার্কেটে আনা হয়। মাত্র ৬ দিনেই গেমটি বর্তমান বাংলাদেশি গেম প্রেমিদের কাছে অত্যান্ত জনপ্রিয়তার অবস্থান করে ফেলেছে।
গত ২ দিন আগে এই গেমের মধ্যে বিশেষ একটি আপডেট দেওয়া হয়েছে বলে জানা যায়। তার সাথে গেমের ফিচার পেজে ডেভলাপার বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে রেখেছেন। সেখানে লেখা রয়েছে
আমি রাজনিতি বিষয়ে আর কোন দেম তৈরি করবো না। এটা আমি আমার নিরাপত্তার কথা চিন্তা করে শিদ্ধান্ত নিয়েছি। সেখান গেমটি অল্প সময়ে জনপ্রিয় স্থানে আসার ব্যাপারে ডেভলাপার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর গেমটি শুধু মজা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন।
গেমটিতে মোদি আগে দৌড়াতে শুরু করার পরেই শেখ হাসিনা দৌড়ানো শুরু করে। ঠিক তখন একটা বাস নিয়ে ডা.ইউনুস সামনে থেকে শুধু মাত্র শেখ হাসিনাকে আঘাত করতে এগিয়ে আসে। লক্ষ্য করা যায় মোদির উপরে কোন প্রভাব কাজ করে না। ঠিক একই সাথে শেখ হাসিনার কন্ঠে বিশেষ কিছু মুহুর্তে কিছু ডায়লগ শোনা যায়, যা উক্ত গেমটিকে আরো আকর্ষিত করেছে।
এবং শেখ হাসিনাকে দিয়ে শেখ মুজিবারের ফটো সহ একটি বিশেষ কয়েন ও সংগ্রহ করা যায়। তবে এগুলো হয়তো কোন কাজের নয়। যা আগামী কোন আপডেটে কাজে লাগাতে পারেন।
নেটিজেনদের পছন্দের গেমটি খেলতে পারেন খুবই সহজে। সরাসরি ডাউনলোড করার মাধ্যমে। এবং গেমটি অনলাইন ভার্সনেও খেলতে পারেন।
শেখ হাসিনা গেমটি শুধু মাত্র অ্যান্ড্রয়োড ডিভাইসে খেলতে পারেন। খেলার জন্য মোবাইলের সাটার থেকে রোটেড মোডটি অন করে নিবেন। ডাউনলোড করার লিংক দেওয়া হলো।
গেমটি শেয়ারের পেছনে কোন বানিজ্যিক সম্পর্ক নেই আমাদের। আমরা বর্তমান চলতি খবরের জন্যই শেয়ার করেছি। এই গেমটি বা এখানে উল্লেখ্য কোন তথ্যের প্রতি অভিযোগ থাকলে আমাদের কন্টাক্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
Ki komu