অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত WWE ক্রাউন জুয়েলে এমন এক দৃশ্য দেখা গেল, যা দেখে দর্শকরা একেবারে চমকে গেছে!
‘ট্রাইবাল চিফ’ রোমান রেইন্স এবার যেন কুস্তি ছেড়ে ক্রিকেট মাঠেই নেমে পড়লেন।
ম্যাচ চলার মাঝেই তিনি হাতে তুলে নিলেন একটা ক্রিকেট ব্যাট, তারপর ব্রনসন রিডকে এমনভাবে আঘাত করলেন, রিং কাঁপে!
কমেন্ট্রিতে তখনই আওয়াজ উঠল — “Just like Steve Smith!”
এই এক ডাকে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ঘটনা।
অজি মাটিতে ক্রিকেট ছোঁয়া
এই ক্রিকেট ব্যাট কোনো কাকতালীয় ব্যাপার না — WWE এবার যেন ইচ্ছা করেই অস্ট্রেলিয়ান ছোঁয়া এনেছে।
দর্শকরা চিৎকারে ফেটে পড়ে, আর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে যায় রোমান রেইন্সের ব্যাট চালানোর সেই ভিডিও।
কেউ কেউ তো বলেই ফেলেছে, “এটাই WWE ইতিহাসে সবচেয়ে অজি মুহূর্ত!”
আবার অনেকে ঠাট্টা করে লিখেছে, “রোমানের ব্যাট স্পিড দেখে মনে হচ্ছে, পরের অ্যাশেজে নামবে ও!”
রেজাল্ট, বিশৃঙ্খলা আর ব্লাডলাইন নাটক
ব্যাট চালিয়ে রোমান রেইন্স ম্যাচ শেষ করেননি, বরং এখান থেকেই শুরু হয় বিশৃঙ্খলা।
ব্রনসন রিডও নিজের হোম ক্রাউডে ভালো লড়েছেন, কিন্তু রোমানের রাজকীয় ভাব অটুট থেকেছে।
আর শেষে WWE-র বিখ্যাত ব্লাডলাইন স্টোরিলাইন-এ যোগ হলো নতুন টুইস্ট,
যেটা পুরো গল্পকেই আরেক ধাপে নিয়ে গেল।
