পাক বাহিনীর ভয়াবহ হামলা, ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে ,নিহত ১৪

0
8
পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠীর ঘাঁটিতে হামলা
পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠীর ঘাঁটিতে হামলা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার জেহরি এলাকায় ভয়াবহ সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে ‘ভারতের মদদপুষ্ট’ এক সশস্ত্র গোষ্ঠীর অন্তত ১৪ সদস্য মারা গেছে বলে জানা গেছে। শনিবার (৪ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমে এমন খবর দিয়েছে নিরাপত্তা সূত্রগুলো।

সূত্রে জানা যায়, ওই এলাকায় কিছুদিন ধরেই সন্ত্রাসীদের আনাগোনা বাড়ছিল। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী হঠাৎ অভিযান চালায়। সেখানে ঘটে তীব্র গোলাগুলি। এতে ১৪ জন ‘সন্ত্রাসী’ ঘটনাস্থলেই মারা যায়, আরও প্রায় ২০ জন আহত হয়। পাক সেনারা জানিয়েছে, অবশিষ্ট সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এর আগে বেলুচিস্তানের শেরানি এলাকায়ও একইভাবে একটি অভিযান চালায় পাকিস্তানি বাহিনী। সেখানেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে ব্যাপক লড়াই হয়। ওই সময় সাতজন ‘ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী’ নিহত হয় বলে জানিয়েছিল দেশটির সামরিক জনসংযোগ বিভাগ আইএসপিআর।

এদিকে, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে পাকিস্তানজুড়ে সহিংসতা বেড়েছে ৪৬ শতাংশ। দেশজুড়ে ৩২৯টি ঘটনায় অন্তত ৯০১ জন মারা গেছে, আহত হয়েছে আরও ৫৯৯ জন।
এই নিহতদের মধ্যে ৫১৬ জন ‘সন্ত্রাসী’, বাকিদের মধ্যে ২১৯ জন সাধারণ মানুষ আর ১৬৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সবচেয়ে বেশি সহিংসতা ঘটেছে খাইবার পাখতুনখোয়া আর বেলুচিস্তান প্রদেশে—যেখানে দেশের মোট সহিংসতার ৯৬ শতাংশেরও বেশি ঘটেছে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here