তসলিমা নাসরিন মারা গেছে – পোড়াবে না দাফন করবে?

0
327
তসলিমা নাসরিন
তসলিমা নাসরিন

তসলিমা নাসরিনকে সবাই ই কম বেশি চিনেন। বাংলাদেশে জন্ম নিলেও ভারতের প্রতি তার ভালোবাসা অপরিসীম। সেই সাথে তিনি একজন মুসলিম ঘরের মেয়ে হয়ে ও হিন্দু ধর্মের প্রতি তার অনেক আবেগ আর ভালোবাসা।

তাকে অনেকে নাস্তিক বলে থাকলেও আসলে তিনি একজন হিন্দুদের দালাল। তাকে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য প্রচুর টাকা প্রদান করা হয় ভারত থেকে।

আমাদের রিসার্চ অনুযায়ী ভারত এবং বাংলাদেশে কোন নাস্তিক নেই। এই দুই দেশে নাস্তিকের পরিচয়ে হিন্দুদের দালালরা বসবাস করে। তার মধ্যে বেশিরভাগ ই মুসলিম ধর্মের সন্তান। এই নাস্তিক পরিচয়ে শুধু মাত্র তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে। আর এজন্য তাদেরকে প্রচুর টাকাও দেওয়া হয় হিন্দু ধর্ম থেকে।

তসলিমা নাসরিন কে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল। সম্ভবত তখন তিনি বোরকা পরে পালিয়ে গিয়েছিল। আর সরাসরি ভারতে গিয়ে অবস্থান করেছিল। এখনো তিনি ভারতে অবস্তিত রয়েছে।

বাংলাদেশের সাইবার টিম যথেষ্ট শক্তিশালী। তারা সর্বদা নাস্তিকতা এবং সভ্যতা বীরোধীদের বিরুদ্ধে সজাগ থাকে। সেই সুত্রে তারা এই নাস্তিকদের সোস্যাল অ্যাকাউন্টগুলোর উপরে বার বার আক্রমন করে।

সম্ভবত গত রাতেেও তারা আক্রমন করেছিল। তাই তখন তসলিমা নাসরিন এর ফেসবুকে মৃত বলে ঘোষনা দিতে পেরেছে। আসলে তসলিমা নাসরিন মরেনি। শুধু মাত্র তার ফেসবুক অ্যাকাউন্টে মৃত্যু বলে নোটিশ শো করানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here