গত কিছুদিন আগে দেশ দ্রহী কর্মকান্ড করে হিন্দুদের বিশেষ সংগোঠন ইসকনের বিশেষ নেতা চিন্ময় ভারতে চলে যায়। পরে কিছুদিন থেকে সেখান থেকে বাংলাদেশে ফেরার পথে তাকে বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে চট্টগ্রামে পাঠালে শুরু হয় ইসকন সংগোঠনের অনৈতিক কর্মকান্ড।
একের পর এক তারা উগ্রপন্থা অবলম্বন করে এই ইসকন সংগঠনের কর্মিরা। দেশের প্রসাশনের কর্মীকে দিনের বেলায় প্রকাশ্যে রাস্তার উপর থেকে গলা কেটে নির্মম ভাবে হত্যা করে এই জঙ্গি সংগোঠনটি।
তার সাথে পুলিশের গাড়ি সহ সকল আইন শ্রিংখলা বাহিনীর উপরেই তারা বিভিন্ন ভাবে হামলা চালায়। যদিও এই বিষয়ের ভিত্তিকরে জঙ্গি সংগঠোন ইসকনের বাকি নেতাকর্মিরা চিন্ময় কে বহিষ্কার করেছে বলে দাবি জানিয়েছে।
কিন্তু বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন স্থানেই হিন্দু ধর্মের বাসিন্দারা বিভিন্ন ভাবে জঙ্গি কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সেই সাথ গত কয়েকদিন আগেও ভারতে কোন এক মসজিদের আদলে ৩ মুসল্লিকে হত্যা করেছে তারা।
জঙ্গি সংগঠোন ইসকনের চিন্ময়ের কারা মুক্তির দাবিতে বাংলাদেশ সহ ভারতে বিভিন্ন আন্দোলন করে যাচ্ছে এই জঙ্গি সংগঠোনের লোকেরা। দেশ বিরোধী আইনের আয়ত্বে থাকা সত্বেও এই নিষিদ্ধ সংগঠোনের লোকেরা তার মুক্তির দাবি জানায়।
গতকাল থেকে চিন্ময়ের মুক্তির দাবিতে উতপ্ত হয়ে রয়েছে ভারতের কোলকাতা শহর। যদিও এটা বাংলাদেশের অভান্তরিন বিষয় তবে এই জঙ্গি সংগঠোনের জন্য ধর্মিয় ভাবে ভারতে এই উগ্র পথে সবাই এগিয়ে যাচ্ছে।
অথচ বাংলাদেশের ইসলাম ধর্মের শত শত নেতাদের মাত্র কিছুদিন আগেও সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিনা অপরাধে সাস্থি দিয়েছে। কারাগারে বন্দি সহ ফাশিও দিয়েছে অনেকরে। তখন বিশ্বের কোন মুসলিম দেশ থেকেই বাংলাদেশের অবান্তরিন বিষয়ে কথা বলেনি। যা ভারত থেকে অতিরিক্ত ভাবে করেই যাচ্ছে।
বাংলাদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের সাইটের নটিফেকেশন চালু করে রাখতে পারেন। এবং আমাদের নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখতে পারেন।