শীত আসতে না আসতেই দেশের উত্তর দিকে ভয়াবাহ শীতের দেখা মিলেছে। ধারনা করা যাচ্ছে এবছর বেশ কনকনে শীত পড়বে। তাপমাত্রা প্রতিবছরের ন্যায়ে আরো নিচে নেমে যেতে পারে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকে এবছরের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা অন্যান্য বছরের তুলনায় অনেক কমে গিয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসে পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় মানবজমিনের সাংবাদিকের কাছে বলেছেন, আজ ৩০ নভেম্বর সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি এবছর বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।
আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পঞ্চগড় জেলায় তাপমাত্রা আরও কমতে যেতে পারে। আর এতে শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছেন তিনি।
গতকাল শুক্রবারে ২৯ নভেম্ব তেঁতুলিয়ায় এবছর বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তখন সেখানে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
তাপমাত্র এবং আবহাওয়া সম্পর্কিত সকল খবর সবার আগে পেতে আমাদের সাইটের নটিফেকেশন চালু করে রাখুন এবং নিচের সোস্যাল মিডিয়ায় ফলো করে রাখুন। সম্প্রতি আমাদের অ্যাপেও এই সকল আপডেট পেয়ে যাবেন।