গত বিশ্বকাপের পর থেকেই যেন বাংলাদেশের ওয়ানডে দলটা ছন্দ হারিয়ে ফেলেছে। একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে এখন আইসিসি র্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে গেছে টাইগাররা। তাই এখন প্রশ্ন উঠছে, আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে তো বাংলাদেশ?
তবে এসব নিয়ে মোটেও মাথা ঘামাতে চান না লেগ স্পিনার রিশাদ হোসেন। তার মুখে ভরসার সুর — “বাংলাদেশ সরাসরিই বিশ্বকাপ খেলবে ইনশাআল্লাহ।”
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়ায়। সেখানে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে তো খেলবেই। তাদের বাইরে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল পাবে সরাসরি খেলার টিকিট।
দক্ষিণ আফ্রিকা যেহেতু আগেই সেরা আটে আছে, তাই র্যাঙ্কিংয়ে নবম থাকলেও বাংলাদেশের ভাগ্য খুলে যেতে পারে। এখন ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে বাংলাদেশ, আর ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে ৮০ পয়েন্টে।
এদিকে চলতি আফগানিস্তান সিরিজের পর ৭টা ভিন্ন সিরিজে মোট ২৩টা ওয়ানডে খেলবে বাংলাদেশ। ফলে র্যাঙ্কিংয়ে ওপরে ওঠার ভালো সুযোগ আছে তাদের সামনে। সেই কারণেই রিশাদরা এখন এসব হিসাব-নিকাশে না গিয়ে মাঠের পারফরম্যান্সেই মন দিতে চান।
শেষ ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের সামনে রিশাদ বলেন,
আসলে আমরা এত কিছু চিন্তা করছি না। আমাদের সবার ১০০% বিশ্বাস আছে, ইনশাআল্লাহ আমরা সরাসরি বিশ্বকাপ খেলব। কোয়ালিফাই নিয়ে কোনো চিন্তাই নাই।”
তিনি আরও যোগ করেন,
আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যেদিন একসাথে ক্লিক করবে, সেদিন ইন্ডিয়া-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড কেউই আমাদের সামলাতে পারবে না ইনশাআল্লাহ।
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হারিয়েছে বাংলাদেশ। এখন মঙ্গলবারের শেষ ম্যাচে লক্ষ্য শুধু হোয়াইটওয়াশ এড়ানো। এরপর দেশে ফিরে শনিবার থেকেই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।
রিশাদ বললেন,
শেষ ম্যাচটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দুইটা হেরেছি তো এখন সবাই চাইতেছি শেষটা জিতে দেশে ফিরতে। তারপর ক্যারিবিয়ান সিরিজে নতুন করে শুরু করার পরিকল্পনা নিচ্ছি আমরা।