Friday, November 7, 2025
No menu items!
HomeBanglaDesh News -বাংলাদেশের খবরবাংলাদেশকে বিধ্বস্ত করে আইসিসির অক্টোবর মাসের সেরার দৌড়ে রশিদ খান

বাংলাদেশকে বিধ্বস্ত করে আইসিসির অক্টোবর মাসের সেরার দৌড়ে রশিদ খান

- Advertisement -
- Advertisement -

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের স্পিন তারকা রশিদ খান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি প্রকাশ করেছে অক্টোবরের মনোনয়ন তালিকা।
পুরুষ বিভাগে রশিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলি এবং দক্ষিণ আফ্রিকার সেনুরান মুত্থুসামি। নারী ক্রিকেটে মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, ভারতের স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয় তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে। কুড়ি ওভারের ফরম্যাটে রশিদ ছিলেন আগের মতোই ভয়ঙ্কর — তিন ম্যাচে মাত্র ৫ রান খরচে ওভারপ্রতি ৬ উইকেট নেন তিনি।

কিন্তু আসল রূপটা দেখা যায় ওয়ানডে সিরিজে।
প্রথম ও তৃতীয় ম্যাচে ৩টি করে উইকেট নেওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে রশিদ ঝলসে ওঠেন— মাত্র ১৭ রানে তুলে নেন ৫ উইকেট, একাই ভেঙে দেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। তিন ম্যাচে তাঁর ইকোনমি রেট ছিল অবিশ্বাস্য ২.৭৩ রান প্রতি ওভার
এমন ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে অক্টোবর মাসের সেরার দৌড়ে নিয়ে এসেছে।

অন্যদিকে পাকিস্তানের নোমান আলিও ছিলেন আলোচনায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম ম্যাচে ৬ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট— মোট ১০ উইকেট নিয়ে জানান দিয়েছেন নিজের ক্লাসের। পরের ম্যাচেও দুই ইনিংসে নিয়েছেন ২টি করে উইকেট।
দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুত্থুসামিও পিছিয়ে নেই। লাহোরে প্রথম টেস্টে একাই নিয়েছিলেন ১১ উইকেট, আর দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে জিতেছিলেন সিরিজ সেরার পুরস্কার

নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার বিশ্বকাপে ব্যাট হাতে করেছেন ৩২৮ রান, বল হাতে নিয়েছেন ৭ উইকেট। ভারতের স্মৃতি মান্ধানা খেলেছেন দুই ফিফটি ও এক সেঞ্চুরির ইনিংসসহ মোট ৩৮১ রান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টের ব্যাট থেকে এসেছে ৮ ইনিংসে অসাধারণ ৪৭০ রান
এখন দেখার বিষয়, অক্টোবরের সেরা ক্রিকেটারের মুকুট কার মাথায় ওঠে — স্পিন জাদুকর রশিদের, না কি নোমান বা মুত্থুসামির!

- Advertisement -
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Google News Follow Now
Yasin arafat
Yasin arafathttps://www.banglavor.com/
বাংলা ভোর অনলাইন পত্রিকার একজন লেখক হিসেবে নিয়োজিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -