ফরিদপুর বিভাগ নয়

0
26

ফরিদপুর নামে বাংলাদেশে কোন বিভাগ তৈরি হচ্ছে না বরং পদ্মা বিভাগ নামে নতুন একটা বিভাগ তৈরি হচ্ছে যা ঢাকা বিভাগের বিশেষ অংশ বাংলাদেশের দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলা মিলে তৈরি করা হচ্ছে।

যেহেতু এটি ফরিদপুর নামে নয় বরং পদ্মা নামে তৈরি হচ্ছে, সেহেতু এখানে শরিয়তপুরের মানুষ অগ্রাধিকার প্রাপ্য। অন্য দিকে বর্তমান সময়ে এই বিভাগের বিভাগীয় কর্মকাণ্ড ফরিদপুর এর এরিয়াতে রাখা হলেও ভবিষ্যতে রাজনৈতিক প্রভাবে এটি পরিবর্তিত হতে পারে।

যেমন bnp ক্ষমতায় আসতে পারলে এটি মাদারীপুর বা ফরিদপুরে থাকার সম্ভবনাই বেশি, তবে আওয়ামিলীগ ক্ষমতায় আসলে এটি গোপালগঞ্জ এবং অন্যান্য দলের ক্ষেত্রে এটি শরিয়তপুর অথবা রাজবাড়ী জেলায় পরিবর্তিত হতে পারে।

যেহেতু এটি বর্তমান রাজনৈতিক দলের একটা প্রভাব নিয়েই ফরিদপুর জেলায় কাজ শুরু করার দিকে এগোতে দেখা যাচ্ছে, তাই এর ভবিষ্যত সম্পুর্ন অনিশ্চিত।

এদিকে এই নতুন বিভাগ তৈরি করা হলে বর্তমান ঢাকা বিভাগের তুলনায় এটি নগন্য হতে চলেছে। তাই শরিয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ প্রায় এর বিরুদ্ধে ই রয়েছে। তবে বিভাগীয় সুবিধা ও কর্মসংস্থান এর সুযোগ নিতে ফরিদপুর এটিতে আগ্রহ প্রকাশ করে।

এই আগ্রহ ই এদের ভবিষ্যতে মহা সমস্যা হয়ে দেখা যেতে পারে। তবে এই ছোট অংশে বিভাগীয় শহর তৈরি করা আদৌও কি যৌক্তিক হচ্ছে? এমন প্রশ্ন অনেকের ই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here