সোস্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী সকাল ১১ টার দিকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সম্ভবত ভারতে অবস্থান করেছেন।
এক আন্দোলনকে ঘিরে বার বার ইন্টাারনেট বন্ধ। কখনো কখনো ইন্টারনেট স্লো। আরা কত কাহিনি দেখতেছে এই জাতি। অথচ পদত্যাগ করে না এই সরকার। ছাত্র জীবন শেষ। ব্যবসা শেষ। অনলাইন শেষ, ইউটিউব ,ফেসবুক বা অন্যান্য অনলাইন ক্যরিয়ার ও শেষ।
দেশের কোটি কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি। শান্তি নেই শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত কারো মনেই। তবুও এই মহিলা তার ক্ষমতার অপ ব্যবহার করে হলেও রাজত্ব করেই যাচ্ছে। দেশের জনগনের ভোটের অধীকার, নাগরিকের যত প্রকার অধীকার আছে, তা সব ধুলোয় মিশিয়ে দিয়েছে।
এখন সময় ২০২৪, এই আন্দোলনে ছাত্রদের সাথে, পুরো বাংলাদেশের সর্বস্তরের জনগন ই দেশটাকে ২য় বারের মতো সাধীন করার জন্য যুদ্ধ করতেছে। আমাদের নতুন প্রজন্মের সবার কাছে এই দৃশ্য দেখে মনের মধ্যে ৭১ এর দৃশ্য জায়গা করে নিয়েছে। ঠিক তখন ও সারা দেশের মানুষ তাদের অবস্থান থেকে এবাবেই যুদ্ধে অবস্থান করেছিল।
কিন্তু আজ সামান্য সংখ্যক মানুষকে সেই সুবিধা ভোগ করানো হচ্ছে। সবার ই অধীকার ছিল চাকরী করার। অথচ কিছু সংখ্যক মানুষ তারা ভুয়া মুক্তিযোদ্ধা বা রাজাকার থেকে মুক্তিযোদ্ধা হয়ে এখন সেই সাধারন জনগনের সুবিধা গুলো ভাগ করতে চাচ্ছে।
দেশের প্রতিটি মধ্যবিত্ত পরিবার এবং গরিব পরিবারের লোকগুলো ই জানে এই সহরে বেচে থাকা কতটা কষ্ট। সারা দিন রিসকা চালায়, জেলে হয়ে মাছ ধরে, কৃষক হয়ে ক্ষেতে ফসল ফলায়। তবে দিন শেষে তারা ই না খেয়ে থাকে। আর যারা সরকারের দলে সারা দিন ঘুরে বেড়ায়, জনগনের ভ্যাটের টাকায় তারাই ভালো ভাবে খেয়ে পরে শুখে থাকে।
তবে কি দেশের মানুষ সব হারিয়ে এই হাসিনার পা ধোয়া পানি খেয়ে ই বেচে থাকবে। শিক্ষ, দক্ষতা, মানবতা, খাদ্য, সাধীনতা, অধীকার, ইন্টারনেট, রেনিটেন্স কি কোন দরকার ই নেই আমাদের। আমরা কি গোলামের মতোই কাজ করে যাব আর তারা রাজার মতো ঘুরে বেড়াবে। এটাই কি আমাদের সাধীনতা।
৭১ সালের মুক্তিযোদ্ধা নামধারী কিছু মানুষকে বলি, আপনি ভুয়া না কি সঠিক সেটা আমি জানি না। তবে ভাই আপনার ব্যবহার অত্যান্ত খারাপ। আপনি ৭১ এ যুদ্ধ করেছেন মানে আপনি এমন নয় যে, যা খুশি করবেন। আগেও বাংলা সাধীন করা হয়েছিল। পরেও বার বার হতে পারে। তবে আপনি কোন একবারের সাধীনতার জন্য যুদ্ধ করেছেন মানে এই নয় যে, আপনি ই দেশের বন্ধু বাকিরা সবাই সত্রু। আপনি ভুলো যাবেন না, দেশের শত্রু আর জনগনের শত্রু তারা ই যারা দেশের জনগনের বিরুদ্ধে। জনগনের সাধীনতা নিয়ে গিলে খেতে চায়।
আপনি ৭১ এ যোদ্ধা ছিলেন, তবে ২৪ শে এক রাজাকার বা দেশবিরোধী হয়ে গেছেন। নিজের অবস্থান টা চেক করে দেখুন এটা আপনার জন্য খুবই দরকার।
যারা আমাদের সকল পোস্ট পেতে চান, তারা আমাদের গুগল নিউসে ফলো দিয়ে রাখুন।