নির্বাচন কবে হবে ২০২৪? নানান কথায় এক সিদ্ধান্ত!

0
250

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচার সরকার দেশের বিচার ব্যবস্থা ভেঙে দিয়েছে, সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এখন এইসব ক্ষেত্রে মোটামুটি ঠিক হওয়ার পরেই হবে নির্বাচন। অর্ধশতাধিক কূটনীতিকের সঙ্গে এক বৈঠকে একথা বলেন অন্তর্ভুক্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোঃ ডক্টর ইউনুস।

দুপুরে এক হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন।শপথের পর বিভিন্ন দেশ থেকে অভিনন্দন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কূটনীতিকদের অনেকেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহ জানিয়েছেন। তাদের সবার সঙ্গে সাক্ষাতের জন্য রোববারে এ আয়োজন করেছেন এবং সেখানে ঢাকায় কর্মরত বিদেশী দূতাবাস এবং মিশন প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সংকটকালে পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি ধন্যবাদ জানান তিনি।তিনি জানান, শেখ হাসিনা দেশের বেহাল দশা করে গেছেন; তাই দেশ সংস্কারের জন্য শিক্ষার্থীদের আহবানে তিনি এই দায়িত্ব নিয়েছেন। এখন প্রশাসন, বিচার বিভাগ এবং গণমাধ্যম সংস্কারে গুরুত্ব দিচ্ছেন বলে জানান ডক্টর ইউনুস । বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বিস্তারিত জানান প্রধান প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম।

জুলাই হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত দলকে স্বাগত জানিয়েছেন ডক্টর ইউনুস । রোহিঙ্গা প্রত্যাবাসন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করবেন বলে জানিয়েছেন।দেশের সবাই সব অধিকার পাবে; এই উদ্দেশ্যে ছিল শিক্ষার্থীদের আন্দোলন। একই উদ্দেশ্যে এই সরকারের অর্থাৎ শিক্ষার্থীরা যেমন গণতান্ত্রিক বাংলাদেশ পেতে চেয়েছে, তেমন দেশ গড়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন নোবেলজয়ী ডক্টর ইউনুস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here