আসসালামু আলাইকুম,আশা করি সবাই ভালো আছেন। আমি বাংলা ভোর অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের জন্য জন্ম নিবন্ধন সংশোধন আবেদন 2024 এর একটি পোস্ট লিখলাম। আশা করি, এই পোস্ট টা থেকে আপনারা শত ভাগ উপকারী হবেন।
আমাদের দেশে প্রয়োজনিয় জিনিসটা যথার্থ নাগালের বাইরে ই থাকে। ঠিক তেমন ই জন্ম নিবন্ধন ও আমাদের নাগালের বাইরে। আপনি যখন কারো জন্য জন্ম নিবন্ধন করতে জাবেন, এটা একটা গুরুত্বপুর্ন তথ্য হওয়ায় আপনাকে বার বার হ্যাসাল সামলাতে হবে।
আর সবচেয়ে খারাপ বিষয় হলো, আপনি যখন জন্ম নিবন্ধন করার জন্য সকল তথ্য় জমা দিবেন, আর এর সাথে আবার কর্ম রত মানুষটাকেও চা নাস্তা করার টাকা দিবেন, তার পরেও সে আপনাকে আবার আবার ঘুরাবে। বার বার চা-নাস্তার টাকা দিতে হবে।
যা-ই হোক না কেন, শেষ পর্ষন্ত কোন না কোন একটা ভুল করেই দিবে। আর সব কিছুর সহজ সমাধান থাকলেও আপনাকে দিয়ে বার বার ঝামেলায় ফেলবে, আপনাকে বুঝিয়ে দিবে আপনি কোন একটা দেশে বসবাস করেন।
তবে এতো,সেতোর পরেও দিন শেষে কাজের জিনিসটাকে মুল্য তো দিতেই হবে। তাই আমাদের ফিরে যেতে হয় আবার ও। আমাদের সমাধান করতে হয় জন্ম নিবন্ধন সহ আরো অনেক সময়ে অনেক ধরনের কাগজ পত্র।
বাংলা ভোর আপনাদের প্রিয় একটা অনলাইন পত্রিকা হতে চায়। তবে এর জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, দয়া করে সবাই আমাদের সাথে থাকুন। আমাদের ও সবসময় পাশে পাবেন। আমরাও আপনাদের জন্ম নিবন্ধন সংশোধন আবেদন 2024 এর মতো পোস্ট উপহার দিব। এবং আপনাদের অনেক কঠিন কাজকে সহজে শেষ করতে পারবেন আপনারা।
আমাদের দেশে কোন কিছু কাজ করা যতটা সহজ তার চেয়ে সেখানে কোন ভুল ঠিক করা বেশি কঠিন। তবে আপনারা যারা বিভিন্ন সমস্যায় আছেন জন্ম নিবন্ধন নিয়ে তাদের জন্য এই পোস্ট টা।
প্রথমত যদি আপনি জন্ম নিবন্ধন না করে থাকেন, তাহলে সরাসরি বাংলাদেশ সরকারের BDRIS ওয়েবসাইটে চলে যাবেন। এবং আপনার সঠিক ইনফরমাশেন দিয়ে আবেদন করতে পারেন। এর জন্য আমাদের আগামিতে পোস্ট পাবেন। সেখান থেকে দেখে নিতে পারেন। এই লিংক থেকে করলে, লিংকে গিয়ে সকল তথ্য দিলেই হবে।
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন 2024
জন্ম নিবন্ধন সংসোধনের জন্য কয়েকটি ধাপ আছে, আশা করি আপনারা ধাপগুলো বুঝে বুঝে করতে পারবেন।
- বাংলাদেশের জন্ম নিবন্ধন BDRIS ওয়েবসাইটে ভিসিট করুন
- জন্ম নিবন্ধনের ১৭ সংখ্য়ার নাম্বারটি লিখুন
- জন্ম তারিখ (যেটা বর্তমানে দেওয়া আছে) লিখুন
- ক্যাপচা অপশনে একটা ফটোতে অংক দেওয়া থাকবে, অংকের ফলাফলটি নিচের বক্সে লিখুন
- অনুসন্ধান বাটনে ক্লিক করুন
এবার ২য় ধাপের কাজ শুরু করতে হবে, এখানে উল্লেক্ষ্য মাত্র ৭ বার জন্মনিবন্ধনের সংশোধনের জন্য আবেদন করা যাবে। তাই সাবধানতার সাথে সব কিছু পুরন করবেন। দ্বিতীয় ধাপে থাকছে.
- এই পেজে আশার পরে, আপনার ইউনিয়নর নাম সহ ইত্যাদি তথ্য দেখতে পাবেন
- তার একটু নিচেই নির্বাচন করুন লেখা ২ টা অপশন পাবেন, সেখান থেকে কি সংশোধন করতে চান সেটা নির্বাচন করবেন
- এর নিচে আরো সংশোধনের বাটনে ক্লিক করে আরো তথ্য সংশোধন করতে পারবেন
- যদি উপরে নির্বাচন অপশনে আপনার প্রয়োজনীয় তথ্য সংশোধনের অপশন না থাকে, তাহলে নিচের আরো সংশোধনের ঘরে ক্লিক করে নিন
- একাধিক তথ্য সংশোধনের জন্য ও আরো সংশোধন এর ঘরে ক্লিক করতে হবে
- ডান দিক থেকে সংশোধনের কারন সিলেক্ট করতে হবে
বিষয়টা ভালোভাবে করার জন্য আমি আপনাদের এই পেজের ২ টা অংশে ভাগ করে দিলাম। আশা করি সহজেই কাজটা করতে পারবেন।
- আরো সংশোধন লেখা বাটনের উপরের কাজ এই পোস্টে ২য় ধাপের প্রথম অংশে বলেছি
- আরো সংশোধন ধরের পরে এসে আপনার কিছু কাজ করতে হবে
- জন্মস্থান বা জন্ম নিবন্ধনে যেটা জন্মস্থান দিবেন, সেই ঠিকানা লিখুন এবং বাংলা ইংরেজি লেখা দেখে পুরন করুন
- তার নিচে, স্থায়ী ঠিকানা (যেটা জন্ম নিবন্ধনে দিবেন) তা পুরন করুন, বাংলা এবং ইংরেজি দেখে
- বর্তমান ঠিকানা (যে ঠিকানায় থাকেন বা যে ঠিকানায় থাকার কথা জন্ম নিবন্ধনে দেওয়া থাকে) তা বাংলা ইংরেজি দেখে পুন করুন
- বি.দ্র. এখানে সব এক ঠিকানা দিলেও সমস্যা নেই, তবে প্রয়োজন মোতাবেক ঠিকানা পরিবর্তন হতে পারে
- নিচে, সংযোজন বাটনে ক্লিক করুন
- জাবতীয় কাগজগুলোর অনলাইন কপি ১০০ কিলো বাইট বা KB এর কম হতে হবে।
- উক্ত ডোকোমেন্ট ১০০ কি.বা এর বেশি হলে, অনলাইন থেকে ফাইলটা কম্পোস করে নিবেন
- যিনি আবেদন করেছেন তার সকল তথ্যাদিও এখানে পুন করতে হবে।
- মোবাইল নম্র দিতে হবে, কিন্তু ইমেল না দিলে কোন সমস্যা নেই
- তার পরে মোবাইলে otp পাঠান এ ক্লিক করে দিলে, আবেদন কারির নাম্বারে একটি কোড যাবে, উক্ত কোডটি নাম্বারের কাছের ঘরে বসিয়ে দিলেই হবে
- তার পরে সব তথ্য আবার ভালো করে দেখে মিলিয়ে নিবেন
- সবচেয়ে ভালো হয় , যদি প্রয়োজনিয় তথ্য আগেই কোন নোট বা ডক এ সেভ করে নেন
- তার পরে সব ঠিক থাকলে সাবমিট এ ক্লিক করুন
আবেদন করার পরে কোন ত্রুটি থাকলে বা সব ঠিক থাকলে তা একটা মেসেজে জানিয়ে দেওয়া হবে। মেসেজ না পেলে বুঝতে পারেন যে, আবেদন সম্পুর্ন হয় নি। তবে মেসেজের জন্য বেশ কিছুটা সময় অপেক্ষা করা উচিৎ হবে। আর নিজের নেটওয়ার্ক ও যান্ত্রিক সমস্যার দিকে খেয়াল রাখতে হবে। বি.দ্র. উক্ত মেসেজগুলো আবেদনের জন্য ব্যবহার করা নাম্বারে পাঠানো হবে। আর অব্যশ্য ই এখানে আবেদন কারীর নাম্বার দিবেন।
মেসেজ পাওয়ার পরে , সেখানে চাক করুন। একটা ফাইল পাবেন। সেটা প্রিন্ট করে নিন। এই ফাইলে আপনার আবেদনের সকল তথ্য ও আবেদন নাম্বার পাবেন। উল্লেক্ষ সকল তথ্য়ের মিল থাকা জরুরি।
এর পরে আবেদনের পরে পাওয়া ফাইলটির বা আবেদন নম্বারের ফাইলটি প্রিন্ট করা হলে, সেটি সহ ওই খানে জমা দেওয়া সকল ফাইলের একটা করে কপি, ইউনিয়ন পরিষদ বা উপজেসায় জমা দিবেন। জমা দেওয়ার ৭-১০ দিনের মধ্যেই কিছু একটা ফলাফল পাবেন।
জন্ম নিবন্ধন সংশোধনের জন্য প্রয়োদনিয় কিছু তথ্য
আমরা উপরে বলে এসেছি কিছু তথ্য বা কাগজের কথা যা আবেদন করার জন্য লাগে এবং উপজেলা বা ইউনিয়নে জমা দিতেও লাগে। সেই কাগজগুলো এখানে তুলে ধরা হলো।
যদিও বিভিন্ন বিষয়ে সংশোধনের জন্য বিভিন্ন তথ্য বা কাগজের প্রয়োজন হয়। তবে যেগুলো বেশি দরাকর তা হলো
- টিকা কার্ড বা হাসপাতালের প্রত্যায়ন পত্র
- আবেদন কারীর আইডি কার্ড
- jsc/ssc সার্টিফিকেট থাকলে
- শিক্ষার্থি হলে স্কুলের প্রত্যায়ন পত্র
- যে কোন একটা বিলের কাগজ
- ইত্যাদি তথ্যাদি
আশা করি এই পোস্ট থেকে পর্যাপ্ত উপকার পাবেন। আমরা ভবিশ্যতেও আপনাদের জন্য উপকারী পোস্ট চালিয়ে যাবো। আশা করি আপনারা সাথে থাকবেন। শুভ কামনা আপনাদের জন্য। সমাধান হউক আপনার সমস্যাটি। আর কোথাও কোন সমস্যায় পড়লে আমাদের কন্টাক্ট পেজে যোগাযোগ করতে পারেন বা আমাদের সোস্যাল মিডিয়ায় যোগাযোগ করতে পারেন।
Great information shared.. really enjoyed reading this post thank you author for sharing this post .. appreciated
world of guns gun disassembly все оружие https://apk-smart.com/igry/simulyatory/1585-world-of-guns-gun-disassembly-vzlomannaja-mod-vse-otkryto.html world of guns gun disassembly все оружие
P.S Live ID: K89Io9blWX1UfZWv3ajv
P.S.S Программы и игры для Андроид телефона Программы и игры для Андроид телефона Программы и игры для Андроид телефона 6ec8723