ইসরাইলকে ১০০ কোটি টাকার সহায়তা দিলেন ড ইউনূস এই ১৮ অক্টোবর ২০২৩ এ বাংলদেশের গনমাধ্যমে একটি তথ্য উঠে আসছিলো। এই তথ্যটি বর্তমান সময়ে পনঃরুত্থান হয়েছে। আজ এই পোস্টে আমরা আমাদের বাংলা ভোর অনলাইন পত্রিকায় আলোচনা করবো।
২০২৩ সালের উক্ত বিষয়টা একজন আওয়ামীলিগ নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন ডা. ইউনুস ইসরায়েলকে ১০০ কোটি টাকা দিয়ে সহায়তা করেন। তবে এখানে ধারনা করা হয় এই বিষয়ে কোন শক্ত প্রমান না পাওয়া এবং বিরোধী দলের নেতা থেকে পাওয়া ঘোষনাটি ভুয়া হতে পারে, তবে আরো আলোচনা নিচে পাবেন।
২০২৩ সালে তখনকার বাংলা গন মাধ্যমে প্রচার কৃত কিছু সংবাদে এই ডা.ইউনুস কে নিয়ে ১০০ কোটি টাকা ইসরাইলকে দেওয়ার তথ্য পাওয়া যায়। মার্চ ১৪, ২০২৩ এর একটি বিষয়ে তার নামে বিদেশে টাকা পাচার করার অভিযোগ তোলা হয়। এই বিষয়টাও বাংলাদেশের বিশেষ কিছু গনমাধ্যমে উঠে আসে।
তবে এই অর্থ পাচারের জন্য বাংলাদেশের তত্বাবাধায়ক সরকার তার জন্য বিশেষ ভাবে ব্যাবস্থা গ্রহন করেন। কিন্তু ১০০ কোটি টাকা ইসরাইলকে সহায়তা করার বিষয়ে কোউ ই বিশেষ কোন রিয়েক্শন নিতে পারে নি।
১০০ কোটি টাকা ইসরাইলকে দেওয়ার বিষটা Boom সত্য মিথ্যা বিবচনা করার একটি টিম এই বিষয়টি ভুল বলে প্রমান করেছে। কিন্তু বিষয় নিয়ে নানান বিতর্ক আছে।
সম্প্রতি বাংলাদেশের বর্তমান পরিচ্ছিতি সবার ই কম বেশি জানা আছে। এখন ডা ইউনুসের হাতে দেশের দ্বায়ীত্ব দিতে চাচ্ছে। তবে এই বিষটা নিয়ে দেশের সকল মানুষের মন্তব্য নেওয়া জরুরি। তার সাথে কোন একক দলীয় সংস্থার হাতে দেশ ছাড়া যাবে না।